CM Mamata Banerjee: ‘আগামী বছর আরও বড় কিছু', ফিল্ম ফেস্টিভ্যাল নিয়ে ঘোষণা মুখ্যমন্ত্রীর! লাইফটাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড পেলেন গৌতম ঘোষ
- Published by:Ankita Tripathi
- news18 bangla
- Reported by:Manash Basak
Last Updated:
কলকাতা চলচ্চিত্র উৎসবের শেষ দিনে হঠাৎ করেই হাজির মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷
কলকাতা: কলকাতা চলচ্চিত্র উৎসবের শেষ দিনে হঠাৎ করেই হাজির মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ বাংলাকে দেশের ‘সাস্কৃতিক রাজধানী’ উল্লেখ্য করে আগামী এই উৎসবকে আরও বৃহত্তর আকার দেওয়ার ঘোষণা মমতার৷ পাশাপাশি তিনি জানালেন চলচ্চিত্র উৎসব জনগণের উৎসব৷ পরিচালক গৌতম ঘোষকে দেওয়া হল লাইফটাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড।
বৃহস্পতিবার মু্খ্যমন্ত্রী বলেন, ‘‘আমার আজকে এখানে আসার কথা ছিল না আমি সারপ্রাইজ ভিজিট করতে এসেছি। আমার মনে হল যারা পুরস্কার পাচ্ছেন তাঁদের একবার দেখে আসি।’’ মঞ্চে উপস্থিত সকলকে এবং বিদেশী অতিথিদের ধন্যবাদ জানান মমতা৷
advertisement
advertisement
বাংলা দেশের ‘কালচারাল ক্যাপিটাল’ উল্লেখ্য করে মমতার বার্তা, ‘‘হলিউড বিখ্যাত, বলিউডও বিখ্যাত কিন্তু বাংলা হল দেশের সাস্কৃতিক রাজধানী (বেঙ্গল ইজ দ্য কালচারাল ক্যাপিটাল অফ ইন্ডিয়া’)৷ বাংলার সংস্কৃতি হল একতা এবং বৈচিত্র্যতা৷ আমাদের কৃতজ্ঞতা আপনারা দেশে ফিরে আপনাদের দেশবাসীকে জানাবেন। আমরা কলকাতা বাসীরা অতিথিদের ভালবাসি। আতিথেয়তায় কোনও ত্রুটি রাখি না। তাই আমার মনে হল আমি ব্যক্তিগতভাবে আসি এবং সমস্ত দেশের ডেলিকেটেডদের ব্যক্তিগতভাবে আমার তরফ থেকে ধন্যবাদ জানাই।’’
advertisement
পাশাপাশি লাইফটাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড পেয়ে প্রথমেই স্ত্রীর কথা স্মরণ করলেন পরিচালক গৌতম ঘোষ৷ তিন সপ্তাহ আগে স্ত্রী নীলাঞ্জনাকে হারিয়েছেন পরিচালক৷ যিনি সব সময় গৌতম ঘোষের সমস্ত কাজের নেপথ্যে ছিলেন। পুরস্কার হাতে নিয়ে তাকে স্মরণ করলেন গৌতম ঘোষ। এছাড়াও জানালেন যে, এ বছরের চলচ্চিত্র উৎসবে প্রচুর জনসমাগম হয়েছে। বিভিন্ন দেশের ভালো ছবির পাশাপাশি সিনে আড্ডায় অনবদ্য সমস্ত গান এবং আড্ডা হয়েছে। এক কথায় এবারের চলচ্চিত্র উৎসব সফল।
advertisement
পাশাপাশি মুখ্যমন্ত্রীর ঘোষণা, ‘‘আমরা আগামী বছর আরও বড় কিছু করব…Big Jump’’৷ যদি ‘‘মানবিক ছোঁয়া না থাকে কোন কাজে, তাহলে শুধু রোবোটিক টাচ দিয়ে কিছু হয় না’’, বলেন মুখ্যমন্ত্রী৷ যারা গান গেয়েছেন এই কদিন সিনে আড্ডায় তাদের সকলকে ধন্যবাদ জানালেন মমতা৷ ‘‘আমি হঠাৎ করে দুদিন আগে এসেছিলাম দেখলাম ইয়ং ছেলেমেয়েরা খুব এনজয় করছে চলচ্চিত্র উৎসব’’, জানালেন মমতা৷
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
November 13, 2025 5:37 PM IST

