Delhi Blast Update: দিল্লি বিস্ফোরণে যুক্ত ৩ চিকিৎসকের সঙ্গেই জড়িয়ে নাম! এবার ইডির নজরে আল ফালাহ্ বিশ্ববিদ্যালয়, স্বীকৃতি ছিল না ন্যাকেরও?

Last Updated:

Delhi Blast Update: দিল্লি বিস্ফোরণের ঘটনার তদন্তে এবার তদন্তকারীদের নজরে হরিয়ানার ফরিদাবাদের আল-ফালাহ্ বিশ্ববিদ্যালয়৷

দিল্লি বিস্ফোরণে যুক্ত ৩ চিকিৎসকের সঙ্গেই জড়িয়ে নাম! এবার ইডির নজরে আল ফালাহ্ বিশ্ববিদ্যালয়, স্বীকৃতি ছিল না ন্যাকেরও?
দিল্লি বিস্ফোরণে যুক্ত ৩ চিকিৎসকের সঙ্গেই জড়িয়ে নাম! এবার ইডির নজরে আল ফালাহ্ বিশ্ববিদ্যালয়, স্বীকৃতি ছিল না ন্যাকেরও?
ফরিদাবাদ: দিল্লি বিস্ফোরণের ঘটনার তদন্তে এবার তদন্তকারীদের নজরে হরিয়ানার ফরিদাবাদের আল-ফালাহ্ বিশ্ববিদ্যালয়৷ এই বিশ্ববিদ্যালয়কে শো-কজ নোটিস পাঠাল ন্যাক৷ অভিযোগ, বিশ্ববিদ্যালয় এখনও স্বীকৃতি পায়নি, এমনকী স্বীকৃতির জন্য কোনও রকম আবেদনও করেনি৷ আরও অভিযোগ ন্যাকের অনুমোদন ছাড়াই অনুমোদনের মিথ্যা তথ্য রয়েছে ইউনিভার্সিটির ওয়েবসাইটে৷
এনফোর্সমেন্ট ডিরেক্টরোটের নজরে রয়েছে বিশ্ববিদ্যালয়ের আর্থিক লেনদেনর উপরেও৷ দিল্লি বিস্ফোরণের সঙ্গে যুক্ত সন্ত্রাসবাদীদের বিশ্ববিদ্যালয় থেকে কোনও রূপ আর্থিক সহায়তা করা হয়েছে তাও খতিয়ে দেখবে ইডি৷ ইউনিভার্সিটির ওয়েবসাইটও আপাতত বন্ধ করা হয়েছে।
advertisement
advertisement
১০ নভেম্বর দিল্লির লাল কেল্লার কাছে বিস্ফোরণের ঘটনায় জড়িত তিন চিকিৎসকের নামের সঙ্গেই কোনও না কোনও ভাবে জড়িত এই হাসপাতালের নাম৷ ধৃত ড: মোজাম্মিল আহমেদ এবং ড: শাহিন শহিদ ওই হাসপাতালে কর্মরত ছিলেন। শ্রীনগরে ধৃত ড: আদিলের সঙ্গেও যোগ ছিল এই ইউনিভার্সিটির৷
তদন্তকারীরা আরও জানাচ্ছেন, এই ইউনিভার্সিটিরই বিল্ডিং নম্বর ১৭ এবং ঘর নম্বর ১৩ ছিল এই সমস্ত হামলার ভরকেন্দ্র৷ ষড়যন্ত্রে আঁতুড়ঘর৷ তদন্তকারীরা জানতে পেরেছেন, বিশ্ববিদ্যালয়ের জুনিয়র ডাক্তার ডা. মুজাম্মিল ও মডিউলের বাকি সদস্যদের জন্য এই ১৩ নম্বর ঘরই ছিল ‘প্ল্যানিং বেস’৷ অর্থাৎ, এখানেই হত যত আলোচনা, পরিকল্পনা৷ তদন্তকারীদের কথায় এই ১৩ নম্বর ঘরই ছিল ‘কম্যান্ড পোস্ট’৷ যেখানে মিটিং করা হত, কো-অর্ডিনেশন, ডিজিটাল ডেটা সংরক্ষণ এবং অপারেশনের ব্লু প্রিন্ট সব হত এই ঘরেই৷
advertisement
তদন্তকারী সংস্থা সূত্রে খবর, আল ফালাহ বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসের ভিতরেই থাকা একটি কেমিস্ট্রি ল্যাবরেটরি থেকে বেশ কিছু কেমিক্যাল রেসিডিউ, গ্লাসওয়ার পেয়েছেন ফরেন্সিক বিশেষজ্ঞেরা৷ যা দেখে মনে করা হচ্ছে এখানে প্রাথমিক ভাবে কোনও পরীক্ষা নিরীক্ষা করা হয়ে থাকতে পারে৷
Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
Delhi Blast Update: দিল্লি বিস্ফোরণে যুক্ত ৩ চিকিৎসকের সঙ্গেই জড়িয়ে নাম! এবার ইডির নজরে আল ফালাহ্ বিশ্ববিদ্যালয়, স্বীকৃতি ছিল না ন্যাকেরও?
Next Article
advertisement
MGNREGA: মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! কোটি কোটি কৃষক শ্রমিকদের স্বার্থে আঘাত, কেন্দ্রের নয়া ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
  • মনরেগা প্রকল্পের নাম বদল নিয়ে এবার মোদি সরকারের বিরুদ্ধে সরব সোনিয়া গান্ধি

  • কংগ্রেসে নেত্রীর দাবি, মনরেগা প্রকল্পকে কার্যত ধ্বংস করে দিল বিজেপি

  • প্রকল্পকে বদলের আইনকে ‘কালো আইন (ব্ল্যাক ল)’ বলে উল্লেখ্য সোনিয়ার৷

VIEW MORE
advertisement
advertisement