Naina Ganguly: দিনের পর দিন সঙ্গম! চলত লাগাতার শারীরিক নির্যাতন, অভিনেত্রী নয়নার অভিযোগে গ্রেফতার টলি কোরিওগ্রাফার টুবান
- Published by:Riya Das
- news18 bangla
- Reported by:Manash Basak
Last Updated:
Naina Ganguly: অভিনেত্রী নয়না গঙ্গোপাধ্যায়ের অভিযোগে অবশেষে গ্রেফতার টলিউডের কোরিওগ্রাফার টুবান চক্রবর্তী৷
কলকাতা: অভিনেত্রী নয়না গঙ্গোপাধ্যায়ের অভিযোগে অবশেষে গ্রেফতার টলিউডের কোরিওগ্রাফার টুবান চক্রবর্তী৷
কোরিওগ্রাফার টুবান চক্রবর্তীর বিরুদ্ধে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে বিয়ে না করে, শারীরিক নির্যাতন, ও নানা হেনস্তা করে গিয়েছেন৷ কোরিওগ্রাফার টুবান চক্রবর্তীর বিরুদ্ধে এবার বিস্ফোরক অভিযোগ আনলেন টলিউড অভিনেত্রী নয়না গঙ্গোপাধ্যায়।
আরও পড়ুন-‘পেটে তখন জান, গর্ভাবস্থায় খেতে দেয়নি, আমাকে ছেড়ে বোনের সঙ্গেই…’ কুমার শানুর নোংরা কেচ্ছা ফাঁস প্রাক্তন স্ত্রী’র
আজ পাটুলি থানার পুলিশ টুবান চক্রবর্তীকে গ্রেফতার করেছে মঙ্গলবার সকাল ৭:৩০ নাগাদ বাড়ি থেকে গ্রেফতার করা হয় টুবানকে। এরপর আলিপুর কোর্টে নিয়ে যাওয়া হয় টুবান চক্রবর্তীকে। এবং আজকেই তাকে আলিপুর আদালতে পেশ করার কথা।
advertisement
advertisement
আরও পড়ুন-আগামী ২৪ ঘণ্টা আরও ভয়ঙ্কর…! তুলকালাম ঝড়-বৃষ্টিতে ভাসবে কলকাতা? রাজ্যে তুমুল দুর্যোগ, IMD দিল বড় আপডেট
একসময়ে পুরুষদের হৃদয়ে ঝড় তোলা অভিনেত্রী তিন বছর ধরে দূরে ছিলেন ইন্ডাস্ট্রি থেকে৷ টলিউড, বলিউড, দক্ষিণী ইন্ডাস্ট্রিতে নিজের জায়গা করে নিয়েছিলেন খুব অল্প সময়ের মধ্যে৷ দিন দুয়েক আগে নাম না করেই সোশ্যাল মিডিয়ায় অভিনেত্রী নয়না জানিয়েছিলেন কেন তিনি এত বছর ইন্ডাস্ট্রি থেকে দূরে ছিলেন৷ অবশেষে পুলিশের কাছে অভিযোগ জানাতেই গ্রেফতার করা হয়েছে অভিযুক্তকে৷
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
September 23, 2025 4:47 PM IST