‘চিরদিনই তুমি যে আমার’ সিরিয়াল ছাড়লেন দিতিপ্রিয়া! অপর্ণার মুখ বদল, জীতু কমলের বিপরীতে এলেন নতুন অভিনেত্রী! কে তিনি? চিনে নিন

Last Updated:

Chirodini Tumi Je Amar দিতিপ্রিয়া রায় সরে যাওয়ার পর ‘চিরদিনই তুমি যে আমার’ ধারাবাহিকে অপর্ণার ভূমিকায় এলেন শিরিন পাল। থিয়েটার থেকে আসা শিরিনের টিভিতে এটি প্রথম কাজ, জীতু কমলের সঙ্গে জুটি দর্শকের কৌতূহল।

অপর্ণা চরিত্রে জীতুর বিপরীতে এখন থেকে অভিনয় করবেন শিরিন পাল।
অপর্ণা চরিত্রে জীতুর বিপরীতে এখন থেকে অভিনয় করবেন শিরিন পাল।
‘চিরদিনই তুমি যে আমার’ ধারাবাহিক থেকে দিতিপ্রিয়া রায়ের প্রস্থানের পর থেকেই দর্শকের আগ্রহ ছিল—অপর্ণার ভূমিকায় কাকে দেখা যাবে? নানা জল্পনার পর অবশেষে চ্যানেলের তরফে ঘোষণা করা হয়েছে নতুন নায়িকার নাম। অপর্ণা চরিত্রে জীতুর বিপরীতে এখন থেকে অভিনয় করবেন শিরিন পাল। পর্দায় তাঁকে প্রায় নতুন বলাই যায়। এর আগে তিনি ওটিটির মাইক্রোসিরিজ ‘বুলেটের ফাঁদ’-এ অভিনয় করেছেন। তবে তাঁর অভিনয়-ভিত, শেখা ও প্রস্তুতি—সবই থিয়েটারের। ঝাড়গ্রামের ‘ঝাড়গ্রাম কথাকৃতি’ দলের সঙ্গে দীর্ঘদিন কাজ করেছেন তিনি।
শিরিন বলেন, “আমার বেড়ে ওঠা, ইস্কুল—সবটাই ঝাড়গ্রামে। কলকাতায় এসেছি প্রায় পাঁচ বছর। অভিনয়ের শুরুটা থিয়েটার থেকেই। টিভির পর্দায় এটাই প্রথম কাজ। আশা করি অনেক কিছু শিখতে পারব।”
চ্যানেল প্রকাশ করা নতুন লুকে দেখা গিয়েছে জীতু কমলের পাশে শিরিনকে। গোলাপি সালোয়ার-কামিজে তাঁর উপস্থিতি দর্শকের দৃষ্টি কেড়েছে। জীতুর সঙ্গে তাঁর অন-স্ক্রিন রসায়ন কতটা জমবে, এখন সেদিকেই নজর সকলের। ইতিমধ্যেই দু’জনের প্রথম লুক শেয়ার করা হয়েছে প্রযোজনার পক্ষ থেকেও।
advertisement
নতুন প্রোমোতেও মিলেছে গল্পের ইঙ্গিত। দেখা যাচ্ছে, আর্য শুনছে—অপর্ণার দেহ পাওয়া গিয়েছে। এই নাটকীয় মোড়েই কি নতুন অপর্ণার প্রবেশ? দর্শক অপেক্ষায়।
Chirodini Tumi Je Amar Ditipriya Roy Actor Change
দিতিপ্রিয়া রায় শারীরিক ও মানসিক অসুস্থতার কারণে ধারাবাহিক থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত জানান। আর্টিস্ট ফোরামও জানিয়েছিল, এমন পরিস্থিতিতে তাঁকে কাজ করতে বাধ্য করা অনৈতিক। তাঁর প্রস্থানের পর থেকেই ধারাবাহিক চালিয়ে যাওয়া নিয়ে উদ্বেগ তৈরি হয়েছিল। তাই কিছুদিন ধরে অপর্ণাকে গল্পের বাইরে রেখেই ধারাবাহিক এগোচ্ছিল।
advertisement
শোনা যায়, জীতু কমলের সঙ্গে ঘণিষ্ঠ দৃশ্যে অভিনয় নিয়ে আপত্তি জানিয়েছিলেন দিতিপ্রিয়া। সেখান থেকেই বিতর্কের সূত্রপাত। একের পর এক বৈঠকের পরও ভেঙে গেল আর্য-অপর্ণা জুটি। ধারাবাহিক ছেড়ে বেরিয়ে গিয়েছেন দিতিপ্রিয়া।
advertisement
এখন নতুন অপর্ণা হাজির। সমস্ত অনুরাগীদের প্রশ্ন, কে এই শিরিন পাল। ছোটপর্দায় শিরিনের এই প্রথম অভিনয় হলেও, তাঁকে নবাগতা বলা চলে না একেবারেই। শিরিন দীর্ঘদিন থেকেই থিয়েটারের সঙ্গে যুক্ত। একাধিক অভিনয় ও করেছেন। বর্তমানে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ছাত্রী শিরিন। জি-ফাইভে ‘বুলেটের ফাঁদ’ মাইক্রো-ড্রামায় অভিনয় করেছিলেন শিরিন। তবে এটাই শিরিনের প্রথম ধারাবাহিক হতে চলেছে। অভিনেত্রীর বাড়ি ঝাড়গ্রামে। ঝাড়গ্রাম কথাকৃতি নামে একটি দলের সঙ্গে যুক্ত রয়েছেন শিরিন। তবে পড়াশোনা ও কাজের সূত্রে গত ৫ বছর ধরে কলকাতাতেই রয়েছেন শিরিন। ছোটপর্দায় প্রথম কাজ, তাও নায়িকার ভূমিকায়.. গোটা বিষয়টা নিয়ে ভীষই উত্তেজিত শিরিন।
advertisement
তবে তিনি ঠিক কবে থেকে পর্দায় দেখা দেবেন, সে বিষয়ে এখনও চ্যানেলের পক্ষ থেকে কোনও আনুষ্ঠানিক সময় জানানো হয়নি। ধারাবাহিকের জনপ্রিয়তা ধরে রাখতে শিরিনের কাঁধে যে বড় দায়িত্ব, তা নিয়ে কোনও সন্দেহ নেই। জীতু কমলের প্রতিষ্ঠিত উপস্থিতির সঙ্গে তাঁর জুটি দর্শকের মন টানতে পারে কি না—তাই এখন দেখার।
Click here to add News18 as your preferred news source on Google.
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
‘চিরদিনই তুমি যে আমার’ সিরিয়াল ছাড়লেন দিতিপ্রিয়া! অপর্ণার মুখ বদল, জীতু কমলের বিপরীতে এলেন নতুন অভিনেত্রী! কে তিনি? চিনে নিন
Next Article
advertisement
Lionel Messi Team India Jersey: ভারতীয় ক্রিকেট দলের জার্সি গায়ে মেসি ! এক ফ্রেমে দেখা গেল মেসি, কুলদীপ, রেণুকাদের
ভারতীয় ক্রিকেট দলের জার্সি গায়ে মেসি ! এক ফ্রেমে দেখা গেল মেসি, কুলদীপ, রেণুকাদের
  • ভারতীয় ক্রিকেট দলের জার্সি গায়ে মেসি

  • এক ফ্রেমে দেখা গেল মেসি, কুলদীপ, রেণুকাদের

  • দুর্দান্ত অনুষ্ঠান

VIEW MORE
advertisement
advertisement