Chhavi Mittal: অস্ত্রোপচারের দাগ দৃশ্যমান, তবু হাল ছাড়েননি ছবি মিত্তল! ক্যানসার মুক্তির পরে পোস্ট করলেন জিমের ছবি...

Last Updated:

Chhavi Mittal: থেমে থাকার মানুষ তো ছবি নন৷ কাজ করছেন৷ নাচে-গানে সন্তানদের নিয়ে যতটা ভাল থাকা যায়, ততটাই থাকছেন তিনি৷

Chhavi she said she performed squats, lunges, Bulgarian split squats, calf raises, single leg squats and sumo squats.
Chhavi she said she performed squats, lunges, Bulgarian split squats, calf raises, single leg squats and sumo squats.
#মুম্বই: স্তন ক্যানসারে আক্রান্ত হয়েছিলেন হিন্দি টেলিভিশনের জনপ্রিয় অভিনেত্রী ছবি মিত্তল। প্রায় ৬ ঘণ্টা ধরে অস্ত্রোপচারের পর তিনি ক্যানসার মুক্ত হয়েছেন। হাসপাতালের বেডে শুয়ে হাসিমুখে ছবি শেয়য়ার করেছেন তিনি। চলতি মাসের শুরুতেই ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী ছবি মিত্তল জানিয়েছিলেন তিনি ব্রেস্ট ক্যানসারে আক্রান্ত। এরপর নিজের শারীরিক পরিস্থিতি নিয়ে নিয়মিত আপটেড দিয়েছেন অভিনেত্রী। ক্যান্সারের মতো  রোগের সঙ্গে মোকাবিলা করার জন্য প্রচুর মানসিক শক্তির প্রয়োজন হয়৷ তবে ছবি আত্মবিশ্বাসী৷ ফিরে গিয়েছেন জিমে৷ সকলের দেখার জন্য জিম থেকে একটি আয়না সেলফিও পোস্ট করেছেন। ছবিতে তাঁর অস্ত্রোপচারের দাগ দৃশ্যমান!তাঁর ফিজিওথেরাপিস্টও তাঁর মতোই গর্বিত।
ইনস্টাগ্রামে দীর্ঘ পোস্টে ছবি লিখেছিলেন, 'এটা খুব অদ্ভূত যে আমরা যন্ত্রণাগুলো  তাড়াতাড়ি ভুলে যাই। সি-সেকশনের পর আমি যে যন্ত্রণা অনুভব করেছি, অথবা একটা ওভারিয়ান সার্জারির পর বছর কয়েক আগে যে যন্ত্রণা আমি পেয়েছি অথবা পিঠের যন্ত্রণা, সেটা এখন কমে গেছে। আমি যন্ত্রণা ভোলবার সেই অনুভূতিটা মনে করছি, কারণ সেই দিনটা খুব শীঘ্রই আসবে। এখন প্রচণ্ড যন্ত্রণা। এতটাই বেশি সেই যন্ত্রণার রেশ যে পেইনকিলার কাজে আসছে না।'
advertisement
advertisement
স্তন ক্যানসার ধরা পড়ার পরে তিনি যখন তাঁর ভক্তদের সে কথা জানিয়েছিলেন, তখনও একটি আবেগঘন পোস্ট দিয়েছিলেন৷ ছবি লেখেন, 'প্রিয় স্তনযুগল, এই পোস্ট তোমাদের জন্য। প্রথমবার তোমাদের দেখেছিলাম আমাকে আনন্দে ভরিয়ে তুলতে। নিজের বয়ঃসন্ধি উপভোগ করেছিলাম৷ তারপর তোমরা আমার দুই সন্তানের দুগ্ধপানের উৎস হয়ে ওঠ।  তোমাদের মধ্যে একজন ক্যানসারের সঙ্গে লড়াই করছে। এবার আমার উচিত তোমাদের পাশে দাঁড়ানো৷ এটা আমার জীবনে কোনও ভালো ঘটনা নয়। কিন্তু এটা আমার উদ্দীপনা বা উৎসাহ নষ্ট করতে পারবে না। এটা খুব একটা সহজ নয়। কিন্তু এটাকে বেশি শক্তও মনে করি না আমি। হয়তো আমি একই দেখতে থাকব না। কিন্তু এর জন্য আমার জীবনে কোনও পরিবর্তন হবে না। সমস্ত ব্রেস্ট ক্যানসার থেকে সেরে ওঠা মানুষদের ধন্যবাদ।তোমাদের দেখে আমি অনুপ্রেরণা পাই। পাশে থাকার জন্য সবাইতে ধন্যবাদ।'
advertisement
তবে থেমে থাকার মানুষ তো ছবি নন৷ কাজ করছেন৷ নাচে-গানে সন্তানদের নিয়ে যতটা ভাল থাকা যায়, ততটাই থাকছেন তিনি৷
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
Chhavi Mittal: অস্ত্রোপচারের দাগ দৃশ্যমান, তবু হাল ছাড়েননি ছবি মিত্তল! ক্যানসার মুক্তির পরে পোস্ট করলেন জিমের ছবি...
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement