Padatik look unveiled: অমিতাভের ট্যুইটের দু'দিনের মাথায় চঞ্চলের লুক প্রকাশ্যে! 'পদাতিক' নিয়ে হইচই

Last Updated:

Padatik look unveiled: নেটমাধ্যমে 'পদাতিক'-এর একটি পোস্টার শেয়ার করেছেন অমিতাভ। ছবিটির শিল্পী এবং কলাকুশলীদের উদ্দেশে লিখেছেন, 'আমার অনেক শুভেচ্ছা রইল'।

কলকাতা: দিন দুয়েক আগের কথা। 'পদাতিক'-এর জন্য চঞ্চল চৌধুরী এবং সৃজিত মুখোপাধ্যায়কে শুভেচ্ছা জানিয়েছিলেন অমিতাভ বচ্চন।
নেটমাধ্যমে 'পদাতিক'-এর একটি পোস্টার শেয়ার করেছেন অমিতাভ। ছবিটির শিল্পী এবং কলাকুশলীদের উদ্দেশে লিখেছেন, 'আমার অনেক শুভেচ্ছা রইল'। তারই সঙ্গে তিনি হ্যাশট্যাগে জুড়ে দিয়েছেন 'পদাতিক', চঞ্চল এবং সৃজিতের নাম।
অমিতাভের এই শুভেচ্ছাবার্তার দু'দিনের মাথায় প্রকাশ্যে এল 'পদাতিক'-এর চরিত্রদের লুক। লম্বা চুল, চোখে মোটা ফ্রেমের চশমা, হাতে সিগারেট, পরনে পাঞ্জাবি- পরিচালক মৃণাল সেনের সঙ্গে চঞ্চলের কোনও অমিল খুঁজে পাচ্ছেন না দর্শকরা।
advertisement
advertisement
গীতা সেন হিসেবে মনামী ঘোষকে দেখা যাবে 'পদাতিক'-এ। পরনে শাড়ি, কপালে টিপ- এমন জৌলুসহীন সাজে মনামীকে আগে দেখা যায়নি।
advertisement
চঞ্চল এবং মনামী ছাড়াও এ ছবিতে দেখা যাবে কোরক সামন্ত এবং সম্রাট চক্রবর্তীর মতো অভিনেতাদের। ছবিতে তাঁদের লুক নিয়েও চর্চা কম হয়নি।
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
Padatik look unveiled: অমিতাভের ট্যুইটের দু'দিনের মাথায় চঞ্চলের লুক প্রকাশ্যে! 'পদাতিক' নিয়ে হইচই
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement