Chanchal Chowdhury Social Media Post: ‘সর্বভারতীয় ছবি দেখবেন, সমস্যা নেই, কিন্তু বাংলা ছবিকে এগিয়ে রাখবেন’, ভিডিও বার্তা চঞ্চল চৌধুরীর

Last Updated:

Chanchal Chowdhury Social Media Post: চঞ্চল এই ভিডিওতে উল্লেখ করেছেন যে ভাষার ঐক্যে এই দুই দেশের শিল্পীদের মধ্যে এক আশ্চর্য মেলবন্ধন তৈরি হয়েছে৷

চঞ্চল চৌধুরী ও তাসনিয়া ফারহিনের ছবি ফেসবুক থেকে প্রাপ্ত
চঞ্চল চৌধুরী ও তাসনিয়া ফারহিনের ছবি ফেসবুক থেকে প্রাপ্ত
কলকাতা: দুই বাংলার সিনেমা জগতকে নিয়ে উদ্বেল অভিনেতা চঞ্চল চৌধুরী একটি ভিডিও পোস্ট করলেন মঙ্গলবার৷ সেখানে তিনি আবারও মনে করিয়ে দিলেন সিনেমা জগতের আঙিনায় এখন আর দুই বাংলার কোনও বিভেদ নেই, বাংলা সিনেমা আছে মিলনের মাঝখানে৷ অর্থাৎ দুই বাংলার শিল্পীরা এখন সিনেমায়, সিরিজে একসঙ্গে হাতে হাত মিলিয়ে কাজ করছেন৷
আগামী ৩ ফেব্রুয়ারি মুক্তি পাবে অতনু ঘোষ পরিচালিত ‘আরও এক পৃথিবী’ ছবিটি৷ আর সেখানেই এ পার বাংলার কৌশিক গঙ্গোপাধ্যায়, অনিন্দিতা বসু ছাড়াও অন্যতম প্রধান চরিত্রে অভিনয় করেছেন ওপার বাংলার জনপ্রিয় অভিনেত্রী তাসনিয়া ফারহিন৷ তাঁর সঙ্গেই এক ভিডিওতে দেখা গেল চঞ্চলকে৷ তিনি এককথায় এই ছবির হয়েই কিছুটা কথা বললেন৷
advertisement
advertisement
আরও পড়ুন: এবারের ভোটে ত্রিপুরার 'কিং'-ই হয়ে উঠতে পারেন অন্যতম 'কিং মেকার'। ব্যাপারটা কী?
চঞ্চলের কারাগার দুই বাংলার দর্শকদের মধ্যেই এক আশ্চর্য তরঙ্গ তৈরি করেছিল৷ সম্প্রতি সৃজিত মুখোপাধ্যায় পরিচালিত মৃণাল সেনের বায়োপিক ‘পদাতিক’ ঘোষিত হয়েছে৷ সেখানে মৃণাল সেনের ভূমিকায় অভিনয় করতে দেখা যাবে চঞ্চলকে৷ অন্যদিকে, তাসনিয়া ফারহিনও কারাগারের এক উল্লেখযোগ্য নাম৷ তাঁেক আবার অতনুর নতুন ছবিতে দেখা যাবে এক গুরুত্বপূর্ণ চরিত্রে৷
advertisement
চঞ্চল এই ভিডিওতে উল্লেখ করেছেন যে ভাষার ঐক্যে এই দুই দেশের শিল্পীদের মধ্যে এক আশ্চর্য মেলবন্ধন তৈরি হয়েছে৷ তিনি বলেছেন, ‘‘এখন তো আসলে বাংলার কোনও ভেদাভেদ নেই৷ দুই বাংলা আমরা এক হয়ে কাজ করছি৷ বিভিন্ন ওটিটি প্ল্যাটফর্মে আমরা এক হয়ে কাজ করছি৷ তাসনিয়ার এ বাংলায় প্রথম বড়পর্দার ছবি এটি, তাই ওঁর জন্য শুভকামনা জানাই, অতনুদার জন্য শুভকামনা জানাই৷’’
advertisement
এর পরে সামগ্রিক অর্থে তিনি বলেন, ‘‘বাংলাকে কিন্তু আমাদের সবসময় এগিয়ে রাখতে হবে৷ সেটা এপার বাংলার হোক, ওপার বাংলা হোক৷ আর বাংলাকে এগিয়ে রাখার জন্য আপনাদের বিকল্প কিন্তু নেই৷ আপনারা সারা পৃথিবীর ছবি দেখবেন, নানা ভাষার ছবি দেখবেন, কোনও সমস্যা নেই৷ সর্বভারতীয় ছবি দেখবেন, কোনও সমস্যা নেই৷ কিন্তু বাংলা ছবিকে একটু এগিয়ে রাখবেন৷’’
Click here to add News18 as your preferred news source on Google.
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
Chanchal Chowdhury Social Media Post: ‘সর্বভারতীয় ছবি দেখবেন, সমস্যা নেই, কিন্তু বাংলা ছবিকে এগিয়ে রাখবেন’, ভিডিও বার্তা চঞ্চল চৌধুরীর
Next Article
advertisement
MGNREGA: মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! কোটি কোটি কৃষক শ্রমিকদের স্বার্থে আঘাত, কেন্দ্রের নয়া ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
  • মনরেগা প্রকল্পের নাম বদল নিয়ে এবার মোদি সরকারের বিরুদ্ধে সরব সোনিয়া গান্ধি

  • কংগ্রেসে নেত্রীর দাবি, মনরেগা প্রকল্পকে কার্যত ধ্বংস করে দিল বিজেপি

  • প্রকল্পকে বদলের আইনকে ‘কালো আইন (ব্ল্যাক ল)’ বলে উল্লেখ্য সোনিয়ার৷

VIEW MORE
advertisement
advertisement