বদলে যাবে 'বেশরম রং', পাল্টে যাবে 'পাঠান'? কী নির্দেশ এল সেন্সর বোর্ডের তরফে
- Published by:Teesta Barman
Last Updated:
ছবির গান 'বেশরম রং'-কে ঘিরেই প্রথম বিতর্ক মাথাচাড়া দিয়ে ওঠে। গানটিতে দীপিকাকে গেরুয়া বিকিনি পরে শাহরুখের সঙ্গে নাচতে দেখা গিয়েছে। তা নিয়ে আগেই আপত্তি তুলেছিলেন মধ্য প্রদেশের স্বরাষ্ট্রমন্ত্রী নরোত্তম মিশ্র-সহ আরও অনেকেই।
#মুম্বই: 'পাঠান' বিতর্কে নয়া মোড়। এবারে সেন্সর বোর্ড থেকে দীপিকা পাড়ুকোন এবং শাহরুখ খান অভিনীত এই ছবির কিছু অংশ বাদ দেওয়ার নির্দেশ দিল। তার মধ্যে গানের অংশ বাদের উল্লেখও রয়েছে। মুক্তির আগে সংশোধন করে আবার জমা দিতে হবে। এমনই নির্দেশ দিল সিবিএফসি একজ্যামিনেশন কমিটি ফর সার্টিফিকেশন।
ছবি মুক্তির আগে নিয়ম মতো সেন্সর বোর্ডে পাঠানো হয়েছিল 'পাঠান'। ছবি দেখার পর কমিটির তরফে নির্মাতাদের ছবির অংশ বাদ দেওয়ার নির্দেশ দেওয়া হয়। আগামী জানুয়ারি মাসের ২৫ তারিখ ছবিটি মুক্তি পাওয়ার কথা। তার আগে সংশোধন করে জমা দিতে হবে কমিটির কাছে। তার পরেই সেন্সর বোর্ডের সার্টিফিকেট পাওয়া যাবে।
advertisement
advertisement
advertisement
এর আগে ছবির গান 'বেশরম রং'-কে ঘিরেই প্রথম বিতর্ক মাথাচাড়া দিয়ে ওঠে। গানটিতে দীপিকাকে গেরুয়া বিকিনি পরে শাহরুখের সঙ্গে নাচতে দেখা গিয়েছে। তা নিয়ে আগেই আপত্তি তুলেছিলেন মধ্য প্রদেশের স্বরাষ্ট্রমন্ত্রী নরোত্তম মিশ্র-সহ আরও অনেকেই। অযোধ্যার এক সাধু শাহরুখকে জ্যান্ত পুড়িয়ে মারার হুমকিও দিয়েছিলেন। এই ছবিকে বয়কটের ডাক দিয়েছে গেরুয়া সমর্থকদের একাংশ।
advertisement
সিদ্ধার্থ আনন্দ পরিচালিত এই ছবিতে দীপিকা, শাহরুখ ছাড়াও জন এব্রাহামকে দেখা যাবে গুরুত্বপূর্ণ চরিত্রে। প্রযোজনায় যশরাজ ফিল্মস। হিন্দি ছাড়াও তামিল এবং তেলুগু ভাষায় ডাবিং হয়েছে এই ছবি।
Location :
First Published :
December 29, 2022 3:22 PM IST