শেষরক্ষা হল না! ক্যানসারের কাছে হার মানলেন বাংলা সিরিয়ালের জনপ্রিয় অভিনেত্রী শ্রাবণী বণিক
- Published by:Rachana Majumder
- news18 bangla
Last Updated:
মায়ের চিকিৎসার জন্য সোশ্যাল মিডিয়ায় আর্থিক সাহায্য চেয়েছিলেন শ্রাবণীর ছেলে অচ্যুত আদর্শ। ব্যাঙ্ক অ্যাকাউন্ট ও কিউআর কোডও সোশ্যাল মিডিয়ায় দিয়েছিলেন। কিন্তু শারীরিক অবস্থা আর ফিরল না। না ফেরার দেশেই পাড়ি দিলেন তিনি।
কলকাতা: মারণ রোগ ক্যানসারের কাছে হার মানলেন অভিনেত্রী শ্রাবণী বণিক। বহুদিন ধরেই ফুসফুসের অ্যাডেনোকার্সিনোমা এবং মেটাস্টেসিসে ভুগছিলেন অভিনেত্রী। কয়েক সপ্তাহ ধরে তাঁর শারীরিক অবস্থার আরও অবনতি হতে থাকে। তিনি ভর্তিও ছিলেন হাসপাতালে। কিন্তু সোমবার সকাল ন’টায় শেষনিঃশ্বাস ত্যাগ করেন অভিনেত্রী।
advertisement
মায়ের চিকিৎসার জন্য সোশ্যাল মিডিয়ায় আর্থিক সাহায্য চেয়েছিলেন শ্রাবণীর ছেলে অচ্যুত আদর্শ। ব্যাঙ্ক অ্যাকাউন্ট ও কিউআর কোডও সোশ্যাল মিডিয়ায় দিয়েছিলেন। কিন্তু শারীরিক অবস্থা আর ফিরল না। না ফেরার দেশেই পাড়ি দিলেন তিনি।
advertisement
সম্প্রতি সমাজমাধ্যমে ছড়িয়ে পড়ে সিরিয়াল-সিনেমার অত্যন্ত জনপ্রিয় অভিনেত্রী শ্রাবণী বণিকের ক্যানসার আক্রান্ত হওয়ার খবর। ক্যানসার চিকিৎসা ব্যয়বহুল। ফলে সাহায্যেরও প্রয়োজন ছিল। লালকুঠি, রাঙা বউ, গোধূলী আলাপ, সোহাগ চাঁদ-এর মতো সব ধারাবাহিকেই শ্রাবণীর অভিনয় নজর কেড়েছিল। মন খারাপ অনুরাগীদের। ভক্তরা তাঁর দ্রুত আরোগ্য কামনা করছেন। তিনি লিখেছেন, ‘ক্যানসার কখনই শুধু একজন মানুষের লড়াই নয়। এটি ছড়িয়ে পড়ে তাঁর সব প্রিয়জনের জীবনে। যাঁরা পাশে থাকে, যত্ন করে, ভালোবাসে তাঁদের প্রত্যেকের দিন-রাতকে নতুনভাবে গড়ে তোলে এই রোগ। সময় তখন আর বছর-তারিখে মাপে না, মাপা হয় মুহূর্তে, সাহস- সহনশীলতা আর এগিয়ে যাওয়ার ইচ্ছাশক্তিতে। আজ আমার মা তাঁর প্রথম কেমোথেরাপি সেশন সম্পন্ন করলেন। তাঁর ক্লান্ত হাসিতে আমি পরাজয় নয় বিজয় দেখেছি। তাঁর এই পথচলা শুধু ক্যানসারের বিরুদ্ধে যুদ্ধ নয়, এটি নতুন করে বেঁচে থাকার সংজ্ঞা লেখা, ব্যথা- কষ্টকে শক্তিতে রূপান্তরের গল্প। তাই লড়ো মা। বিশ্ব তোমাকে বলছে বলে নয় কারণ লড়াই তোমার স্বভাবের মধ্যে। তুমি যদি আমাকে বড় করতে পারো সেই অসংখ্য নিদ্রাহীন রাত, অগণ্য ত্যাগ আর আমার প্রতিটি ঝড় সামলে তবে এই রোগ তোমার সামনে টিকতে পারবে না।’ তাঁর মৃত্যুতে মনখারাপ গোটা টলিপাড়ার। অভিনেতা থেকে পরিচালক সকলেই শোকপ্রকাশ করেছেন।
advertisement
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
First Published :
Dec 29, 2025 1:57 PM IST








