কলকাতা: সেলেব্রিটি 'কলকাতা সুপার ৫০' ক্রিকেট টুর্নামেন্টে এ বার তারকার মেলা। শহরের এক নামী পাবে হয়ে গেল তার জার্সি লঞ্চ অনুষ্ঠান। ২০২৩-এ তৃতীয় বছরে পা দিল 'কলকাতা সুপার ৫০'। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অভিনেতা বনি সেনগুপ্ত, সৌরভ দাস, শতদীপ সাহা, পরিচালক সৌম্যজিত আদক, অংশু বাচ প্রমুখ।
রবিবার অনুষ্ঠিত হবে 'কলকাতা সুপার ৫০'-র ফাইনাল খেলা। অংশু বাচ ও শিভাস ক্রিয়েশনের তত্ত্বাবধানে খেলাটি হবে। অভিনেতা অংশু বাচ বলেন, "আমাদের এই প্রয়াস তিন বছরে পা দিল সবার আশীর্বাদে। অনেক নামী অভিনেতা, পরিচালক খেলছেন এই বছর। সবাইকে অসংখ্য ধন্যবাদ। টোটাল এই বছর আটটি টিম খেলছে। যাদের জার্সি লঞ্চ হল আজ। আমাদের সঙ্গে এই বছর আছেন ফরমার ইন্ডিয়ান টিম প্লেয়ার প্রিয়াঙ্কা রায়। রবিবারের ফাইনাল খেলার জন্য সমস্ত টিমকে শুভেচ্ছা।"
আরও পড়ুন: পথ দুর্ঘটনায় নায়িকার প্রেমিকের মৃত্যু! শোকে পাথর শমিতা আজও প্রেম করতে ভয় পান
আরও পড়ুন: 'ফাটাফাটি' গান 'জানি অকারণে' প্রথমবারের জন্য রোম্যান্টিক মেজাজে ঋতাভরী ও আবীর
অভিনেতা বনি সেনগুপ্ত বলেন, "খেলাধুলো শরীরচর্চার একটা অন্যতম মাধ্যম। এখানে অনেকে খেলছে, সবার সঙ্গে সম্পর্ক সবার খুব ভাল। তা আরও সূদৃঢ় হবে এই অনুষ্ঠানের মাধ্যেমে।"
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Bonny Sengupta, Tollywood