লকডাউন চলছে৷ ফলে দু' জনেরই কোনও ব্যস্ততা নেই৷ স্ত্রী অনুষ্কার জন্মদিনে তাই যেন একটু বেশিই রোম্যান্টিক হলেন বিরাট৷ অনুষ্কাকে কেক খাওয়ানোর ছবি পোস্ট করে সোশ্যাল মিডিয়ায় লিখলেন, 'তুমি প্রতিদিন আমার জগৎটা আলোয় ভরিয়ে দেও৷'
এ দিন সকাল থেকেই বলিউড থেকে শুরু করে ক্রীড়াজগতের তারকারা অনুষ্কাকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন৷ ভক্তদের শুভেচ্ছাবার্তাও উপচে পড়েছে নায়িকার সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টগুলিতে৷ কিন্তু বিরাটের ভালবাসার বার্তা তো একটু স্পেশ্যাল হতেই হবে৷
ইনস্টাগ্রামে অনুষ্কাকে কে খাওয়ানোর ছবি পোস্ট করে বিরাট লিখেছেন, 'তুমি প্রতিদিন এই জগৎটাকে আলোকিত করো আমার ভালবাসা৷ তুমি প্রতিদিন আমার জগৎটা আলোয় ভরিয়ে দেও৷ আই লাভ ইউ!'
View this post on InstagramYou my love bring light into this world. And you light up my world everyday. I love you ❤️
লকডাউনটা তাঁরা যে বাড়িতে থেকেই উপভোগ করছেন, এর আগেও সোশ্যাল মিডিয়ায় তা বুঝিয়ে দিয়েছিলেন বিরুষ্কা৷ লকডাউন চলায় বাড়িতেই বিরাটের চুল কেটে দিয়েছিলেন স্ত্রী অনুষ্কা৷ সেই ভিডিও সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন বিরাট৷
২০১৭ সালের ১১ ডিসেম্বর ইতালিতে বিয়ে করেন বিরাট এবং অনুষ্কা৷ শুক্রবার ছিল অনুষ্কার ৩২ তম জন্মদিন৷ লকডাউনের কারণে গৃহবন্দি থাকলেও হয়তো নিভৃতে বিরাটের সঙ্গে অন্যরকম জন্মদিন উদযাপনের সুযোগ পেলেন অনুষ্কা৷
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।