এই দিনে মুক্তি পাচ্ছে বিদ্যা বালনের ‘শকুন্তলা দেবী’, নায়িকা নিজেই জানালেন তারিখ

Last Updated:

অনলাইনে মুক্তির পথে হাঁটতে চলেছে বিদ্যা বালন অভিনীত ছবি ‘শকুন্তলা দেবী’ ৷ ছবিটি পরিচালনা করেছেন অনু মেনন ৷ এটি মুক্তি পাচ্ছে অ্যামাজন প্রাইম প্ল্যাটফর্মে ৷

#মুম্বই: লকডাউনের পর আনলক শুরু হলেও নতুন ধারা এসেছে বলিউডে! সুজিত সরকার পরিচালিত ও অমিতাভ বচ্চন, আয়ুষ্মান খুরানা অভিনীত গুলাবো সিতাবো অনলাইনে মুক্তি পেয়েছে ৷ সে ছবি প্রশংসাও কুড়িয়েছে নেটিজেনদের ।
সেই একই পথে হাঁটতে চলেছে বিদ্যা বালন অভিনীত ছবি ‘শকুন্তলা দেবী’ ৷ ছবিটি পরিচালনা করেছেন অনু মেনন ৷ ‘শকুন্তলা দেবী’ ছবিটি মুক্তি পাচ্ছে অ্যামাজন প্রাইম প্ল্যাটফর্মে ৷ ঘোষণা হয়েছে ইতিমধ্যেই ৷ তা হলে কি বলিউডে ওয়েব প্ল্যাটফর্মে ছবি মুক্তি পাওয়ার এই নতুন ধারা তৈরি হয়ে গেল? এই প্রশ্নই উঠছে ৷
advertisement
লকডাউনে হল বন্ধ ৷ কবে খুলবে এবং কবে আবার সিনেমাপ্রেমীরা ছবি দেখতে হলে ভিড় করবেন, সেই আশাও ক্ষীণ ৷ তাই এই পথই এখন বেছে নিচ্ছেন পরিচালক, প্রযোজকরা ৷ নেটফ্লিক্স, অ্যামাজন প্রাইম ভিডিও, ভুট, হটস্টারের মত অনলাইন প্ল্যাটফর্মগুলি খুবই জনপ্রিয় ৷ লকডাউনে সময় কাটাতে অনেকেই এই ওটিটি প্ল্যাটফর্মে মন দিয়েছেন ৷ তাই পাল্লা দিয়ে এই সব ডিজিটাল প্ল্যাটফর্মকেও বাড়াতে হচ্ছে নিজেদের কনটেন্ট ৷ অর্থাৎ দর্শকদের মন ভরাতে এরাও নিজেদের টার্গেট বানাচ্ছেন ৷ মুক্তি পাচ্ছে একের পর এক আর্কষণীয় সিরিজ বা সিনেমা ৷ এ বার বলিউডও সরাসরি অনলাইন প্ল্যাটফর্মের দিকে নজর দিচ্ছে ৷
advertisement
advertisement
সম্প্রতি সাতটি ছবি মুক্তি পেতে চলেছে ডিজনি+হটস্টারে । এর মধ্যে রয়েছে আলিয়া ভাটের ‘সড়ক ২’, অক্ষয় কুমারের ‘লক্ষ্মী বম্ব’, অভিষেক বচ্চনের ‘দ্য বিগ বুল’, অজয় দেবগণের ‘সূর্যবংশী’, সঞ্জয় দত্তের ‘ভুজ’ কুণাল খেমুর ‘লুটকেস’ এবং বিদ্যুৎ জামালের ‘খুদা হাফিজ’ ।
advertisement
তবে ‘শকুন্তলা দেবী’ মুক্তি পাচ্ছে অ্যামাজন প্রাইমে । সম্প্রতি বিদ্যা বালন নিজেই ট্যুইট করে জানিয়েছেন, ছবিটি আনলাইনে মুক্তি পাবে ৩১ জুলাই ।
বাংলা খবর/ খবর/বিনোদন/
এই দিনে মুক্তি পাচ্ছে বিদ্যা বালনের ‘শকুন্তলা দেবী’, নায়িকা নিজেই জানালেন তারিখ
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement