‘ঝগড়া করেননি?’ জয়া বচ্চন ও কিরণ খেরের ছবিতে তির্যক মন্তব্য নেটিজেনদের

Last Updated:

এমপি কিরণ খের এদিন নিজের অফিসিয়াল সোশ্যাল হ্যান্ডেল থেকে জয়া বচ্চনের সঙ্গে রিইউনিয়নের ছবি পোস্ট করেছেন৷

Bollywood veteran actress kirron kher meets jaya bachchan - Photo Courtesy- Instagram
Bollywood veteran actress kirron kher meets jaya bachchan - Photo Courtesy- Instagram
#নয়াদিল্লি: পার্লামেন্ট সেশন হয়ে গেল যেন বলিউডের অভিনেত্রীদের রিইউনিয়ন৷ বর্ষীয়ান অভিনেত্রী কিরণ খের - জয়া বচ্চনের সঙ্গে পুনর্মিলনের ছবি পোস্ট করলেন সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে৷ জয়া বচ্চন রাজ্যসভার ২০০৪ সাল থেকে মেম্বার৷ তিনি সমাজবাদী পার্টির পক্ষ থেকে রাজ্যসভার সদস্য৷ এদিকে কিরণ খের লোকসভার সদস্য- চণ্ডীগড় থেকে তিনি সাংসদ৷ এমপি কিরণ খের এদিন নিজের অফিসিয়াল সোশ্যাল হ্যান্ডেল থেকে জয়া বচ্চনের সঙ্গে রিইউনিয়নের ছবি পোস্ট করেছেন৷
ইনস্টাগ্রামে এই ছবি শেয়ার করে বলিউডের অভিনেত্রী কিরণ খের লিখেছেন, ‘‘জয়ার সঙ্গে অনেকদিন পরে পার্লামেন্টে দেখা হয়ে দারুণ লাগছে৷ ’’ কিরণ খের সাদা কুর্তা এবং চশমা পরেছেন৷ অন্যদিকে জয়া বচ্চন হলুদ রঙের সুতির শাড়ি পরেছেন৷ তাঁর কপালে রয়েছে টিপ৷
advertisement
advertisement
অভিনেত্রী নাফিসা আলি সোধি এই পোস্টে কমেন্ট করেছেন, ‘‘আমার এলিগ্যান্ট বন্ধুরা৷’’ একজন নেটিজেন লিখেছেন, ‘‘পিকচার পারফেক্ট’’৷ আরেকজন বলেছেন, ‘‘কি মিষ্টি৷ আপনারা দুজনেই আমার ফেভারিট৷ ’’ আরেকজন মন্তব্য করেছেন , ‘‘দুই এলিগ্যান্ট মহিলা এক ফ্রেমে৷’’ এটাও বলেছেন দুজন দুটি ভিন্ন রাজনৈতিক দলের মহিলা এক ফ্রেমে৷ একজন ফ্যান এই মন্তব্যও করেছেন, ‘‘ঝগড়া নেহি কিয়া৷ ’’ অর্থাৎ ‘‘তোমরা লড়াই কর না৷’’৷
advertisement
View this post on Instagram

A post shared by Kirron Kher (@kirronkhermp)

advertisement
পার্লামেন্ট সেশনে জয়া বচ্চন বলেছেন,মানুষের হাতে জঞ্জাল পরিষ্কার দেশের বিভিন্ন অংশে হয়৷ সঠিক কোনও পেশা না থাকায় সাধারণ মানুষ বারেবারে এভাবে জঞ্জাল পরিষ্কার হাতে করে করছে৷ এটাকেই পেশা হিসেবে নিচ্ছে৷
জয়া বচ্চন ফের অভিনয়েও ফিরছেন৷ করণ জোহরের ছবি রকি অউর রাণী কি প্রেম কাহানি ছবিতে অভিনয় করছেন৷ এই ছবিতে অভিনয় করছেন রণবীর সিং, আলিয়া ভট, ধর্মেন্দ্র ও শাবানা আজমি৷
advertisement
কিরণ খের সম্প্রতি ইন্ডিয়াজ গট ট্যালেন্ট নামের রিয়েলিটি শো তে বিচারকের ভূমিকায় কাজ করেছেন৷ তিনি ছাড়াও এই শোতে তিন জন আরও বিচারক ছিলেন৷ বাদশাকে বেশ কিছু সময় বকতে দেখা যেত তাঁকে এই শো-তে৷ শিল্পা শেট্টি, মনোজ মুন্তাসির এই রিয়েলিটি শো-তে বিচারক ছিলেন৷ কিরণ খের কাজে ফিরেছেন মাল্টিপল মেয়লোমার চিকিৎসা করিয়ে৷
advertisement
কিরণ খেরের ছেলে শিকন্দর শাহ এবং জয়া বচ্চনের ছেলে অভিষেক বচ্চন ভাল বন্ধু৷ শিকন্দর বলেন জয়া, মা অন্য ভাইয়ের থেকে৷
বাংলা খবর/ খবর/বিনোদন/
‘ঝগড়া করেননি?’ জয়া বচ্চন ও কিরণ খেরের ছবিতে তির্যক মন্তব্য নেটিজেনদের
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement