#মুম্বই: রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের আইপিএল ২০২২-র ১৩ তম ম্যাচে শানদার জয় মিলেছে৷ রাজস্থান রয়্যালস বনাম রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর ম্যাচে জয়ের পর এক দারুণ আনন্দে মাতোয়ারা হয়৷ ড্রেসিং রুমে জয়ের পর অধিনায়ক ফ্যাফ ডু প্লেসি এবং প্রাক্তন অধিনায়ক বিরাট কোহলি দারুণ জোশে আনন্দ করছিলেন ড্রেসিংরুমে৷ আরসিবি নিজেদের ওপেনিং ম্যাচে পঞ্জাব কিংসের কাছে হারের সম্মুখীন হতে হয়েছিল৷ কিন্তু এরপর কেকেআর এবং রাজস্থানের বিরুদ্ধে শানদার জয় পায়৷
রাজস্থানের বিরুদ্ধে আরসিবি -র জয়ের নায়ক কেকেআরে ব্রাত্য দীনেশ কার্তিক৷ তিনি ২৩ বলে ৪৪ রানের ঝোড়ো ইনিংস খেলেন৷ কার্তিক এখন শানদার ফর্মে রয়েছেন৷ তিনি আরসিবি-র বিরুদ্ধে ৩ ম্যাচে অপরাজিত ছিলেন৷ প্রথমে ব্যাট করতে নেমে রাজস্থান এবং আরসিবি ১৭০ রানের লক্ষ্যমাত্রা দেয়৷ এর জবাবে আরসিবি ৫ বল বাকি থাকতেই ৭ উইকেটে ম্যাচ জিতে যায়৷ এরপরেই ড্রেসিংরুমে শানদার উৎসব হয়৷ এতে বিরাট, ফ্যাফ, দীনেশ কার্তিক ছিলেন৷
আরও পড়ুন - পুরীর জগন্নাথ মন্দিরের মহাপ্রসাদ রান্নার উনুনে ভাঙচুর, তারপর যা হল
দেখে নিন ভাইরাল ভিডিও
RR v RCB: Dressing Room Celebrations
A special victory song, appreciation for DK & Shahbaz, a happy captain & his confident troop - we bring to you all the reactions from the dressing room after RCB’s nail-biting win against RR, on Game Day.#PlayBold #IPL2022 #RCB #ನಮ್ಮRCB pic.twitter.com/R5ne8BCBsa — Royal Challengers Bangalore (@RCBTweets) April 6, 2022
গানের কথাগুলি এরকম- The pants are red. The shirt is blue. The golden lion is shining through. We are RCB. We are playing bold. Go to the final on our own. A finer team you’ll never see, a finer team there’ll never be. Those other teams don’t bother me, From RCB I am proud to be. We are RCB, RCB.
অর্থাৎ ‘‘প্যান্ট লাল, শার্ট নীল, দারুণ বাঘ চমকাচ্ছে৷ আমরা আরসিবি , আমরা বোল্ড খেলছি৷ নিজেদের দমে ফাইনালে যাব, একটা ভাল দল, আপনারা কখনও দেখেননি৷ ’’
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: IPL 2022, RCB, Viral Video