Manoj Kumar Passes Away: শোকের ছায়া বিনোদনের জগতে, প্রয়াত অভিনেতা মনোজ কুমার
- Published by:Siddhartha Sarkar
- news18 bangla
Last Updated:
Manoj Kumar Death News: প্রয়াত অভিনেতা মনোজ কুমার ৷ এক সময়ে বলিউডের সেরা দশ অভিনেতাদের মধ্যে তাঁর নাম থাকত। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৭ বছর।
মুম্বই: শুক্রবার সকালটা শুরুই হল খারাপ সংবাদ দিয়ে ৷ বলিউডে ফের এক নক্ষত্র পতন। প্রয়াত বিশিষ্ট অভিনেতা ও পরিচালক মনোজ কুমার। বয়স হয়েছিল ৮৭। বার্ধক্য জনিত অসুস্থতার কারণে মুম্বইয়ের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি ছিলেন তিনি। শুক্রবার ভোর ৩:৩০-এ শেষ নিঃশ্বাস ত্যাগ করেন বর্ষিয়ান অভিনেতা। তাঁর লিভার সিরোসিসও ছিল। বিভিন্ন দেশাত্মবোধক সিনেমায় অভিনয়ের জন্য বিখ্যাত ছিলেন তিনি। মনোজ কুমারের জনপ্রিয় সিনেমাগুলির তালিকায় রয়েছে ‘ক্রান্তি’, ‘পুরব অউর পশ্চিম’, ‘রোটি কাপড়া অউর মকান’। ৬৩ তম জাতীয় পুরস্কার অনুষ্ঠানে দাদাসাহেব ফালকে পুরস্কার গ্রহণ করেছিলেন মনোজ কুমার।
নব্বইয়ের দশকে অন্যতম জনপ্রিয় অভিনেতা ছিলেন মনোজ কুমার। তাঁর অভিনয়, ব্যক্তিত্ব মন কেড়েছিল বহু মানুষের। এক সময়ে বলিউডের সেরা দশ অভিনেতাদের মধ্যে তাঁর নাম থাকত। মুম্বইতেই একটি বেসরকারি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। তাঁর মৃত্যু সংবাদে শোকের ছায়া নেমেছে বলিউডে।
advertisement
advertisement
‘পূরব ওউর পশ্চিম’, ‘ক্রান্তি’-র মতো দেশাত্ববোধক সিনেমা করে ব্যাপক প্রশংসা কুড়িয়েছিলেন মনোজ কুমার। তবে বয়সের ভারেই অভিনয় জগত থেকে নিজেকে সরিয়ে নিয়েছিলেন। দীর্ঘদিন ধরেই লাইমলাইট থেকে দূরে ছিলেন মনোজ কুমার।
advertisement
১৯৩৭ সালে আবোটাবাদে (Abbottabad) (বর্তমানে পাকিস্তানের খাইবার পাখতুনখা) জন্ম গ্রহণ করেছিলেন মনোজ কুমার। তাঁর আসল নাম ছিল হরিকৃষ্ণন গিরি গোস্বামী (Harikrishan Giri Goswami)। পরে অভিনয় জগতে পা রাখার সময় নাম পরিবর্তন করে মনোজ কুমার রাখেন। ১৯৫৭ সালে বলিউডে আত্মপ্রকাশ করেন। সবথেকে বড় ব্রেক পান কাচ কি গুড়িয়া (১৯৬১) সিনেমায়।
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Mumbai,Maharashtra
First Published :
April 04, 2025 8:38 AM IST