এই প্রথম জুটি বাঁধলেন ক্যাটরিনা আর বরুণ, অভিনয় করছেন ভারতের সবথেকে বড়মাপের 'ডান্স ফিল্ম'-এ

Last Updated:

এখন পর্যন্ত ভারতের সবথেকে বড়মাপের 'ডান্স ফিল্ম'-এ জুটি বাঁধলেন ক্যাটরিনা কেফ আর বরুণ ধাওয়ান। এই প্রথম, একসঙ্গে অনস্ক্রিনে দেখা যাবে তাঁদের।

#মুম্বই: এখন পর্যন্ত ভারতের সবথেকে বড়মাপের 'ডান্স ফিল্ম'-এ জুটি বাঁধলেন ক্যাটরিনা কেফ আর বরুণ ধাওয়ান। এই প্রথম, একসঙ্গে অনস্ক্রিনে দেখা যাবে তাঁদের। ছবির নাম এখনও ফাইনাল হয়নি। তবে, শোনা যাচ্ছে, 'এবিসিডি' ফ্র্যাঞ্চাইজির তৃতীয় ছবি এটা। পরিচালক রেমো ডি'সুজা। ক্যাটরিনা, বরুণের পাশাপাশি রয়েছেন খ্যাতনামা কোরিওগ্রাভার-পরিচালক প্রভুদেবা, ধর্মেশ ইয়েলান্ডে, রাঘব জু্য়াল ও পুনিত পাঠক। ছবির প্রযোজক ভূষণ কুমার।
রেমোর ভাষায়, '' বরুণ-এর সঙ্গে এর আগে 'এবিসিডি টু'-এ কাজ করেছি। এই মুহূর্তে ও ইন্ডাস্ট্রির অন্যতম সেরা ডান্সার। ক্যাটরিনার কথা আর নতুন করে কী বলব?  ওর নাচের ট্যালেন্ট ও এরআগে বহুবার প্রমাণ করেছে। ''
রেমোর সঙ্গে আবার কাজ করতে পেরে উত্তেজিত বরুণ। ততোধিক উত্তেজিত ক্যাটরিনার সঙ্গে স্ক্রিন শেয়ার করবে বলে, ''একবার নিউ ইয়র্কে  একটা অনুষ্ঠানে ক্যাটরিনার সঙ্গে পারফর্ম করেছিলাম। সি ইজ জাস্ট টু গুড!''
advertisement
advertisement
এক্সাইটেড নায়িকাও! বললেন, '' রেমোর সঙ্গে কাজ করার জন্য মুখিয়ে আছি। দিন গুনছি, কবে শুটিং শুরু হবে!''
ছবির প্রযোজক টি-সিরিজ-এর অধিকর্তা ভূষণ কুমার। এ' বছরের শেষের দিকে শুরু হবে শুটিং।  সব ঠিকঠাক চললে, ২০১৯-এর ৮ নভেম্বর মুক্তি পাবে ছবি।
বাংলা খবর/ খবর/বিনোদন/
এই প্রথম জুটি বাঁধলেন ক্যাটরিনা আর বরুণ, অভিনয় করছেন ভারতের সবথেকে বড়মাপের 'ডান্স ফিল্ম'-এ
Next Article
advertisement
West Bengal Weather Update: ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
  • ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে !

  • দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে

  • কলকাতা-সহ বাকি অংশে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে রবিবার পর্যন্ত

VIEW MORE
advertisement
advertisement