FIR Against The Kapil Sharma Show: কী কাণ্ড! দ্য কপিল শর্মা শো-এর বিরুদ্ধে FIR দায়ের, কেন?

Last Updated:

বড়সড় বিপত্তিতে পড়ল 'দ্য কপিল শর্মা শো'-এর (The Kapil Sharma Show) নির্মাতারা। (FIR Against The Kapil Sharma Show)

সঞ্চালক কপিল শর্মা।
সঞ্চালক কপিল শর্মা।
#মুম্বই: বড়সড় বিপত্তিতে পড়ল 'দ্য কপিল শর্মা শো'-এর (The Kapil Sharma Show) নির্মাতারা। মধ্যপ্রদেশের শিবপুরীর জেলা আদালতে 'দ্য কপিল শর্মা শো'-এর (The Kapil Sharma Show) বিরুদ্ধে এফআইআর (FIR) দায়ের করা হয়েছে (FIR Against The Kapil Sharma Show)। শো-এর একটি এপিসোডে দেখানো হয়েছে, আদালতের সেট তৈরি করে সেখানে আদালতের ভিতর মদ্যপান করা হচ্ছে (FIR Against The Kapil Sharma Show)। এই দৃশ্যের বিরুদ্ধেই অভিযোগ দায়ের করা হয়েছে। এফআইআরে বলা হয়েছে, আদালতের ভিতর মদ্যপানের দৃশ্য দেখিয়ে 'দ্য কপিল শর্মা শো'-এর (The Kapil Sharma Show) অভিনেতারা আদালতের অবমাননা করেছেন (FIR Against The Kapil Sharma Show)।
শিবপুরীর সিজেএম আদালতে এক আইনজীবী এফআইআর দায়ের করেছেন। তাঁর অভিযোগের ভিত্তিতেই আগামী ১ অক্টোবর এই মামলার শুনানি হবে। আইনজীবীর দাবি, 'সোনি টিভিতে সম্প্রচার হওয়া দ্য কপিল শর্মা শো খুবই দায়িত্বজ্ঞানহীন শো। মহিলাদের নিয়েও তারা অশালীন মন্তব্য করে। একটি এপিসোডে স্টেজে আদালতের সেট তৈরি করা হয়েছিল। এবং সেখানে জনসমক্ষে দেখানো হয় আদালতের ভিতরে মদ্যপান করা হচ্ছে। এটা আদালতের অবমাননা। সে কারণেই আমি ৩৫৬/৩ ধারায় আদালতে মামলা দায়ের করেছি। এ ধরনের জিনিস দেখানো বন্ধ করা উচিত'।
advertisement
২০২০ সালের ১৯ জানুয়ারি দ্য কপিল শর্মা শো-তে এই ধরনের একটি স্টেজ তৈরি করা হয়েছিল। সেটি গত ২৪ এপ্রিল ২০২১-এ রিপিট দেখানো হয়। আইনজীবীর দাবি, এই ধরনের জিনিস দেখিয়ে শো-তে আসলে আদালতকে অবমাননা করা হয়েছে। আদালতের ভিতর প্রকাশ্যে মদ্যপান করার দৃশ্য অত্যন্ত কুরুচিকর।
advertisement
আরও পড়ুন: ব্যাডমিন্টনে উজ্জ্বল ভবিষ্যৎ দীপিকার! হঠাৎ এমন কেন বললেন সিন্ধু?
জনপ্রিয় কৌতুকশিল্পী কপিল শর্মা এই 'দ্য কপিল শর্মা শো'-এক সঞ্চালক। টেলিভিশনের অন্যতম জনপ্রিয় শো এটি। কপিল ছাড়াও এই শো-তে দেখা যায় সুমনা চক্রবর্তী, ভারতী সিং, ক্রুষ্ণা অভিষেক, সুদেশ লেহরি ও অর্চনা পূরণ সিং-কে। প্রায় সাত মাস অফ এয়ার থাকার পর সম্প্রতি ২১ অগস্ট থেকে ফের এই শো-এর নতুন সিজন চালু হয়েছে।
বাংলা খবর/ খবর/বিনোদন/
FIR Against The Kapil Sharma Show: কী কাণ্ড! দ্য কপিল শর্মা শো-এর বিরুদ্ধে FIR দায়ের, কেন?
Next Article
advertisement
Taliban Threatens America Pakistan: বাগরাম দখলের চেষ্টা করলেই যুদ্ধ শুরু, আমেরিকার সঙ্গে পাকিস্তানকেও হুঁশিয়ারি তালিবানদের!
বাগরাম দখলের চেষ্টা করলেই যুদ্ধ শুরু, আমেরিকার সঙ্গে পাকিস্তানকেও হুঁশিয়ারি তালিবানদের!
  • মার্কিন যুক্তরাষ্ট্র যদি ফের বাগরাম বিমান ঘাঁটি দখলের চেষ্টা করে, তাহলে নতুন করে যুদ্ধ শুরুর হুঁশিয়ারি দিয়ে দিল আফগানিস্তানের ক্ষমতায় থাকা তালিবানদের শীর্ষ নেতৃত্ব৷ শুধু আমেরিকা নয়, প্রতিবেশী পাকিস্তানকেও হুঁশিয়ারি দিয়ে রেখেছে তালিবানরা৷

VIEW MORE
advertisement
advertisement