পরিবর্তন আসতে চলেছে সুস্মিতার জীবনে ! 'দু'দিনে সব কিছু বদলে যাবে', বললেন অভিনেত্রী !

Last Updated:

দু'দিনের মধ্যে এমনকি ঘটতে চলেছে সুস্মিতা সেনের জীবনে ? রহস্য খোলসা করলেন অভিনেত্রী নিজেই।

#মুম্বই: ২০১৫ সালে সুস্মিতা সেনকে শেষ কাজ করতে দেখা গিয়েছিল একটি বাংলা ছবিতে। সৃজিত মুখোপাধ্যায় পরিচালিত ছবি 'নির্বাক'-এ অভিনয় করেছিলেন তিনি। তারপর কেটে গিয়েছে পাঁচবছর। ফের অভিনয়ে ফিরলেন সুস্মিতা। 'আরিয়া'-তে ডনের চরিত্রে অভিনয় করবেন তিনি। নিজের পরিবারকে রক্ষা করতেই ডনের ভূমিকায় অবতীর্ন হবে আরিয়া। বহুদিন পর চন্দ্রচূড় সিংকেও অভিনয় করতে দেখা গিয়েছে।
সুস্মিতা আজ তাঁর ইনস্টাগ্রাম প্রোফাইলে একটি ভিডিও শেয়ার করে বলেন, 'দোকান আবার খুলছে। ব্যস দু'দিনের অপেক্ষা।" এই ভিডিও পোস্ট করে তিনি লেখেন, "দু'দিন পরেই বদলে যাবে সব কিছু। আসছে আরিয়া। ডিজনি হটস্টারে।" নিজের এই কাজ খুবই উত্তেজিত তিনি। নিজেই করছেন ছবির প্রোমোশন। আজকাল ইনস্টাগ্রাম বা সোশ্যাল মিডিয়ায় প্রচারটা খুব জরুরি। তাই নিজেই এই ছবির প্রচার করছেন ইনস্টাতে।
advertisement
advertisement
advertisement
বাংলা খবর/ খবর/বিনোদন/
পরিবর্তন আসতে চলেছে সুস্মিতার জীবনে ! 'দু'দিনে সব কিছু বদলে যাবে', বললেন অভিনেত্রী !
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement