হোম /খবর /বিনোদন /
সুশান্তের আত্মহত্যার মামলায় রিয়ার পর থানায় পৌঁছল এই ব্যক্তি, নেওয়া হল বয়ান

সুশান্তের আত্মহত্যার মামলায় রিয়া চক্রবর্তীর পর থানায় পৌঁছল এই ব্যক্তি, নেওয়া হল বয়ান

রিয়ার পর এবার সুশান্তের কলেজের বন্ধু ও এক সময়কার তাঁর রুমমেট সিদ্ধার্থ পিঠানিকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে ৷

  • Last Updated :
  • Share this:

#মুম্বই: সুশান্ত সিং রাজপুতের আত্মহত্যার মামলায় জোরকদমে তদন্ত শুরু করেছে পুলিশ ৷ প্রতিদিনই এই মামলায় কাউকে না কাউকে জিজ্ঞাসাবাদ করছে তদন্তকারী দল ৷ গত কয়েকদিনে সুশান্তের 'রিউমার্ড' গার্লফ্রেন্ডকে জিজ্ঞাসাবাদ করা হয় ৷ এই তদন্তে সুশান্তের ব্যক্তিগত ও কাজের জীবন নিয়ে খতিয়ে দেখা হচ্ছে ৷ রিয়ার পর এবার সুশান্তের কলেজের বন্ধু ও এক সময়কার তাঁর রুমমেট সিদ্ধার্থ পিঠানিকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে ৷

সুশান্তের মৃত্যুতে শোকপ্রকাশ করে সিদ্ধার্থের সোশ্যাল মিডিয়া পোস্ট গত কয়েকদিন বেশ চর্চায় ছিল ৷ স্পর্টবয়ের রিপোর্ট অনুযায়ী, সম্প্রতি সিদ্ধার্থকে বান্দ্রার থানায় দেখা যায় ৷ ব্ল্যাক টি-শার্ট ও মাস্ক পরে বান্দ্রা থানায় পৌঁছন সিদ্ধার্থ ৷ জানা গিয়েছে, সুশান্ত ও সিদ্ধার্থ বান্দ্রায় একই ফ্ল্যাট শেয়ার করে থাকতেন ৷

সিদ্ধার্থের আগে সুশান্তের বান্ধবী রিয়া চক্রবর্তীকে জিজ্ঞাবাদ করে পুলিশ ৷ জানতে চাওয়া হয় সুশান্তের মানসিক পরিস্থিতি কেমন ছিল ৷ রিয়ার বয়ান এই মামলায় অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে কারণ মৃত্যুর আগের রাতে সুশান্ত রিয়াকে ফোন করেছিলেন কিন্তু তিনি ফোন ধরেননি ৷ লকডাউনের মধ্যেও তাঁরা এক সঙ্গে ছিলেন বলেও জানা গিয়েছে ৷ কী নিয়ে মানসিক অবসাদে ভুগচ্ছিলেন সুশান্ত, যার এরকম চরম পরিণতি হতে হল ? সকলের মনেই এখন এই একটাই প্রশ্ন ৷ তবে সুশান্তের এক মামা দাবি করেছেন, যে সুশান্ত আত্মহত্যা করার মত ছেলেই নয় ৷ তাঁকে খুন করা হয়েছে ৷ এর আগে সুশান্তের ঘর থেকে বেশ কয়েকটি ডায়েরি উদ্ধার করেছে পুলিশ৷ সেগুলি খতিয়ে দেখা হচ্ছে ৷

সুশান্তের মামলার তদন্তের জন্য একটি টিম তৈরি করা হয়েছে ৷ তাঁরা সুশান্তের বিজনেস কনট্যাক্টদের সঙ্গেও কথা বলছেন ৷ এর আগে সুশান্তের চিকিৎসককে জিজ্ঞাসাবাদ করা হয়েছে ৷ গত ছ’মাস ধরে মানসিক অবসাদে ভুগচ্ছিলেন সুশান্ত ৷ এর জন্য চিকিৎসকের পরামর্শও নিয়েছিলেন তিনি ৷ তাঁর ঘর থেকে ওষুধ ও মেডিক্যাল ফাইল পাওয়া গিয়েছে ৷

Published by:Dolon Chattopadhyay
First published:

Tags: Rhea Chakraberty, Suicide case, Sushant singh Rajput