সুশান্তের আত্মহত্যার মামলায় রিয়া চক্রবর্তীর পর থানায় পৌঁছল এই ব্যক্তি, নেওয়া হল বয়ান
- Published by:Dolon Chattopadhyay
- news18 bangla
Last Updated:
রিয়ার পর এবার সুশান্তের কলেজের বন্ধু ও এক সময়কার তাঁর রুমমেট সিদ্ধার্থ পিঠানিকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে ৷
#মুম্বই: সুশান্ত সিং রাজপুতের আত্মহত্যার মামলায় জোরকদমে তদন্ত শুরু করেছে পুলিশ ৷ প্রতিদিনই এই মামলায় কাউকে না কাউকে জিজ্ঞাসাবাদ করছে তদন্তকারী দল ৷ গত কয়েকদিনে সুশান্তের 'রিউমার্ড' গার্লফ্রেন্ডকে জিজ্ঞাসাবাদ করা হয় ৷ এই তদন্তে সুশান্তের ব্যক্তিগত ও কাজের জীবন নিয়ে খতিয়ে দেখা হচ্ছে ৷ রিয়ার পর এবার সুশান্তের কলেজের বন্ধু ও এক সময়কার তাঁর রুমমেট সিদ্ধার্থ পিঠানিকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে ৷
সুশান্তের মৃত্যুতে শোকপ্রকাশ করে সিদ্ধার্থের সোশ্যাল মিডিয়া পোস্ট গত কয়েকদিন বেশ চর্চায় ছিল ৷ স্পর্টবয়ের রিপোর্ট অনুযায়ী, সম্প্রতি সিদ্ধার্থকে বান্দ্রার থানায় দেখা যায় ৷ ব্ল্যাক টি-শার্ট ও মাস্ক পরে বান্দ্রা থানায় পৌঁছন সিদ্ধার্থ ৷ জানা গিয়েছে, সুশান্ত ও সিদ্ধার্থ বান্দ্রায় একই ফ্ল্যাট শেয়ার করে থাকতেন ৷
সিদ্ধার্থের আগে সুশান্তের বান্ধবী রিয়া চক্রবর্তীকে জিজ্ঞাবাদ করে পুলিশ ৷ জানতে চাওয়া হয় সুশান্তের মানসিক পরিস্থিতি কেমন ছিল ৷ রিয়ার বয়ান এই মামলায় অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে কারণ মৃত্যুর আগের রাতে সুশান্ত রিয়াকে ফোন করেছিলেন কিন্তু তিনি ফোন ধরেননি ৷ লকডাউনের মধ্যেও তাঁরা এক সঙ্গে ছিলেন বলেও জানা গিয়েছে ৷ কী নিয়ে মানসিক অবসাদে ভুগচ্ছিলেন সুশান্ত, যার এরকম চরম পরিণতি হতে হল ? সকলের মনেই এখন এই একটাই প্রশ্ন ৷ তবে সুশান্তের এক মামা দাবি করেছেন, যে সুশান্ত আত্মহত্যা করার মত ছেলেই নয় ৷ তাঁকে খুন করা হয়েছে ৷ এর আগে সুশান্তের ঘর থেকে বেশ কয়েকটি ডায়েরি উদ্ধার করেছে পুলিশ৷ সেগুলি খতিয়ে দেখা হচ্ছে ৷
advertisement
advertisement
সুশান্তের মামলার তদন্তের জন্য একটি টিম তৈরি করা হয়েছে ৷ তাঁরা সুশান্তের বিজনেস কনট্যাক্টদের সঙ্গেও কথা বলছেন ৷ এর আগে সুশান্তের চিকিৎসককে জিজ্ঞাসাবাদ করা হয়েছে ৷ গত ছ’মাস ধরে মানসিক অবসাদে ভুগচ্ছিলেন সুশান্ত ৷ এর জন্য চিকিৎসকের পরামর্শও নিয়েছিলেন তিনি ৷ তাঁর ঘর থেকে ওষুধ ও মেডিক্যাল ফাইল পাওয়া গিয়েছে ৷
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
June 22, 2020 10:24 AM IST







