Shah Rukh Khan: লক্ষ লক্ষ ভক্তের অপেক্ষা! মন্নতের ব্যালকনি থেকে শাহরুখ বললেন ‘ইদ মোবারক’, ভাইরাল ভিডিও
- Published by:Ankita Tripathi
- news18 bangla
Last Updated:
Shah Rukh Khan wishes Eid Mubarak: মন্নতের বাইরে অপেক্ষারত লক্ষ লক্ষ ভক্ত। বাদশা এলেন, চেনা মেজাজে হাত নাড়লেন। প্রতি বছরের মতো এই বছরও একই ভাবে মন্নকের ব্যালকনি থেকে ভক্তদের দর্শন দিয়ে ইদের শুভেচ্ছা জানালেন শাহরুখ খান।
মুম্বই: মন্নতের বাইরে অপেক্ষারত লক্ষ লক্ষ ভক্ত। বাদশা এলেন, চেনা মেজাজে হাত নাড়লেন। প্রতি বছরের মতো এই বছরও একই ভাবে মন্নকের ব্যালকনি থেকে ভক্তদের দর্শন দিয়ে ইদের শুভেচ্ছা জানালেন শাহরুখ খান।
প্রত্যেক বছর ইদের দিন ভক্তদের দর্শন দিয়ে থাকেন শাহরুখ। এই বছরও তার অন্যথা হয় নি। শুধুমাত্র করোনার সময় দু’বছর দেখা পাওয়া যায় নি কিং খানের। তবে করোনার কালো অধ্যায় মিটতেই ফিরেছে চেনা স্মৃতি, চেনা আবেগ। এই বছরও ঠিক একইভাবে মন্নতের বাইরে লক্ষ লক্ষ ভক্তরা শাহরুখকে এক ঝলক দেখার অপেক্ষায় মুখিয়ে ছিল।
advertisement
Eid Mubarak everyone… and thank you for making my day so special. May Allah bless us all with love, happiness and prosperity. pic.twitter.com/qy649HJqNw
— Shah Rukh Khan (@iamsrk) April 11, 2024
advertisement
advertisement
চাঁদ ওঠার আগেই নিজের বাড়ির ব্যালকনিতে হাজির শাহরুখ। সাদা পাঞ্জাবি পরে চেনা মেজাজে ভক্তদের দর্শন দিলেন তিনি। লক্ষ লক্ষ ভক্তদের উদ্দেশ্যে হাত নাড়লেন, চুমু ছুঁড়ে দিলেন কিং খান। সন্ধ্যে নাগাদ নিজেই X হ্যান্ডেলে পোস্ট করলেন সেই ভিডিও।
সঙ্গে লেখা, ‘‘সকলকে ইদ মোবারক। অসংখ্য ধন্যবাদ আমার দিনটা এত সুন্দর করার জন্য। আল্লার আশীর্বাদে সকলের জীবনে ভালবাসা, সুখ এবং সমৃদ্ধি আসুক’’।
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
April 11, 2024 7:51 PM IST