Suhana Khan: প্রকাশ্যেই ঘনিষ্ঠ আলিঙ্গন, এই প্রথম সুহানা কাউকে লিখলেন ‘আই লভ ইউ’

Last Updated:

Suhana Khan Raksha Bandhan: অবশেষে নিজের মুখেই ভালবাসার কথা জানালেন সুহানা । কে সেই সুপুরুষ ব্যক্তিটি....দেখুন....

#মুম্বই: তিনি দেশের অন্যতম নামজাদা স্টার কিড । কিং খানের মেয়ে বলে কথা । সুহানা খান ((Suhana Khan)), এখনও পাকাপাকি ভাবে বলিউডে পা না রাখলেও, তাঁকে ঘিরে গুঞ্জনের আর শেষ নেই। কখনও ফোটোশ্যুট বা কখনও বিদেশের থিয়েটারে, কখনও লাস্যময়ী সেলফি, কখনও বা আবেদনে ভরপুর ভিডিও, সোশ্যাল মিডিয়ায় তাঁর পোস্ট আসা মানেই লাইক ও কমেন্টের বন্যা বয়ে যায়। সম্প্রতি জানা গিয়েছে জোয়া আখতারের অর্চি কমিকের ওয়েব সিরিজ দিয়েই নাকি বি-টাউনে পা রাখবেন সুহানা । সেই সিরিজে তিনি ছাড়াও থাকবেন শ্রীদেবী-কন্যা খুশি কাপুর ও অমিতাভ বচ্চনের নাতি অগস্ত্য নন্দা ।
তা এ হেন সুপার হিট, তুমুল হট সুহানা যদি কাউকে প্রকাশ্যেই জড়িয়ে ধরেন, সোশ্যাল মিডিয়ায় সেই ছবি শেয়ার করেন আবার ‘আই লভ ইউ’ বলেন, তা হলে তা খবর হবে বৈকি । কিন্তু পাঠকরা যে সম্পর্কের কথা ভাবছেন এই সম্পর্ক অবশ্য তার থেকে অনেকটাই আলাদা । কথা হচ্ছে কিং খানের তিন ছেলে-মেয়ে, তাঁদের সম্পর্ক আর তাঁদের বন্ডিং নিয়ে ।
advertisement
advertisement
কারণ, গত রবিবার ছিল রাখির দিন । আপতভাবে উৎসবটি হিন্দু ধর্মাবলম্বীদের হলেও রাখি আসলে সম্প্রতির উৎসব । সেখানে জাত, ধর্ম, বর্ণ সবকিছুর ঊর্ধ্বে গিয়ে পবিত্রতা আর বন্ধনই বেশি প্রাধান্য পায় । ভাইবোনের সম্পর্ককে আরও দৃঢ়, আরও মধুর করে এই উৎসব । আর বলিটাউনের জনপ্রিয় ভাইবোনদের মধ্যে শাহরুখের ছেলেমেয়েরা যে অন্যতম তা তো আর বলার অপেক্ষা রাখে না ।
advertisement
আরিয়ান খান (Aryan Khan), সুহানা খান (Suhana Khan) আর আব্রাম খান (AbRam Khan) নাম গুলো সকলের কাছেই ভীষণ পরিচিত । সদ্যই ২০-র গণ্ডি টপকে ২১-এ পা রাখলেন সুহানা। আর আব্রাম এখন বছর আটেকের । সবচেয়ে বড় দাদা আরিয়ানের বয়স এখন ২৩ বছর ।
advertisement
কিন্তু সুহানা এখন ‘মন্নত’-এ নেই । আর তাই এ বছর ভাইদের কাছে থেকে একসঙ্গে রাখি পালন করা আর হল না শাহরুখ-কন্যার । তিনি এই মুহূর্তে রয়েছেন পর্তুগালে । তাই পুরনো ছবি দিয়েই শুভেচ্ছা জানালেন দুই ভাইকে । ১৩ বছরের ছোট ভাই আব্রামকে আদরে ভালবাসায় ভরিয়ে দিলেন দিদি সুহানা । আর দাদা আরিয়ানের সঙ্গে তাঁর ছবি মন ভাল করে দিল । সেই ছবিতে অবশ্য তিন মূর্তি একই ফ্রেমে । ইনস্টার স্টোরিতে এই ছবি তিনটি শেয়ার করে সুহানা লিখেছেন, ‘লভ ইউ’ আর হিন্দিতে লিখেছেন ‘রাখি বন্ধন’ ।
advertisement
এ মাসের শুরুতেই মা গৌরি খানের সঙ্গে সার্বিয়াতে গিয়েছিলেন সুহানা । সেখান থেকে মেয়ের লাস্যময়ী একটি ছবি পোস্ট করেছিলেন গৌরি । এ বার তিনি পর্তুগালে । সম্প্রতি সেখান থেকেও কালো পোশাকে, সূর্যাস্তের সময় দু’টি মোহময়ী ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন সুহানা খান । বর্তামানে ফিল্ম স্টাডিজ নিয়ে নিউ ইয়র্কে পড়াশোনা করছেন সুহানা ।
Click here to add News18 as your preferred news source on Google.
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
Suhana Khan: প্রকাশ্যেই ঘনিষ্ঠ আলিঙ্গন, এই প্রথম সুহানা কাউকে লিখলেন ‘আই লভ ইউ’
Next Article
advertisement
West Bengal Weather Update: সপ্তাহভর শীতের ঝোড়ো ব্যাটিং, রাজ্যে জাঁকিয়ে ঠান্ডা আর কত দিন থাকবে? জেনে নিন
সপ্তাহভর শীতের ঝোড়ো ব্যাটিং, রাজ্যে জাঁকিয়ে ঠান্ডা আর কত দিন থাকবে? জেনে নিন
  • সপ্তাহভর শীতের ঝোড়ো ব্যাটিং

  • রাজ্যে জাঁকিয়ে ঠান্ডা আর কত দিন থাকবে?

  • কলকাতায় তাপমাত্রার পারদ নেমে গিয়েছে ১০ ডিগ্রি সেলসিয়াসের ঘরে

VIEW MORE
advertisement
advertisement