কার জন্য নিজের বিয়ে ২ মাস পিছিয়ে দিয়েছিলেন সোনম কাপুর ?
Last Updated:
বিয়ে বলে কথা ! সেই নিয়ে মনের মধ্যে বড্ড স্বপ্ন, হাজার ইচ্ছে ৷ সাজ পোশাক, খাওয়া দাওয়া থেকে শুরু করে দিনক্ষণ ৷ সবটাই মনের মতো হওয়া চাই-ই-চাই ৷ কিন্তু জীবনে এমন অনেক মানুষও থাকেন তাঁদের জন্য হাসতে হাসতে ছেড়ে দেওয়া যায় নিজের সমস্ত প্ল্যানও ৷ এমনকি সেটা বিয়ের হলেও ৷
#মুম্বই: বিয়ে বলে কথা ! সেই নিয়ে মনের মধ্যে বড্ড স্বপ্ন, হাজার ইচ্ছে ৷ সাজ পোশাক, খাওয়া দাওয়া থেকে শুরু করে দিনক্ষণ ৷ সবটাই মনের মতো হওয়া চাই-ই-চাই ৷ কিন্তু জীবনে এমন অনেক মানুষও থাকেন তাঁদের জন্য হাসতে হাসতে ছেড়ে দেওয়া যায় নিজের সমস্ত প্ল্যানও ৷ এমনকি সেটা বিয়ের হলেও ৷
সেই প্রমাণই দিলেন বি-টাউনের ফ্যাশনিস্তা ৷ নিজের বেস্ট ফ্রেন্ড স্বরা ভাস্করের জন্য নাকি বিয়ের ডেটও পিছিয়ে দিয়েছিলেন সোনম কাপুর ৷ হ্যাঁ ঠিকই শুনছেন ৷ মার্চ মাসের ১২ তারিখ নাকি বিয়ের দিন ঠিক হয়েছিল সোনমের ৷ কাপুর পরিবারের পণ্ডিত নিজেই নায়িকার বিয়োর জন্য এই দিনটি বেছে দিয়েছিলেন ৷ কিন্তু সেই দিনেই ছিল স্বরার ভাই ঈশানের বিয়ে ৷ এই কারণেই সোনমের বাবা-মাকে বান্ধবীর বিয়ের দিন পিছিয়ে দেওয়ার অনুরোধ জানিয়েছিলেন স্বরা ৷ শুধু তাই নয়, অনুরোধ করেছিলেন পণ্ডিতজিকেও ৷
advertisement
advertisement
অন্যদিকে চেষ্টা চালাচ্ছিলেন সোনম কাপুরও ৷ ঈশানের বাবা-মা, হবু স্ত্রী এমনকি হবু শ্বশুড়বাড়ির সঙ্গেও কথা বলেছিলেন তিনি ৷ কিন্তু নানা কারণে ঈশানের বিয়ে পিছনো সম্ভব হয়নি ৷
advertisement
তাই বান্ধবীর ইচ্চের কাছে শেষ পর্যন্ত পরাজিত হতে হয় নায়িকাকে ৷ নিজের বিয়ের তারিখই পিছিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেন তিনি ৷ শেষ পর্যন্ত ৮ মে চার হাত এক হয় সোনম কাপুর আর আনন্দ আহুজার ৷
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
May 30, 2018 1:58 PM IST