KK Passes away: "এটা তো ঠিক হল না", বন্ধুর অসময় মৃত্যুতে হতাশ আরেক গায়ক মোহিত চৌহান
- Published by:Pooja Basu
- news18 bangla
Last Updated:
একই পেশায় তাঁরা, তবে কোন পেশাগত প্রতিযোগীতাকে দূরে সরিয়ে এঁরা সকলে ছিলেন বন্ধু৷
#কলকাতা: এটা ঠিক হল না৷ চলে যাওয়ার সময় হয়নি৷ বলছেন মোহিত চৌহান৷ কৃষ্ণকুমার কুন্নথ বা কেকের অকাল প্রয়াণে শোকস্তব্ধ সঙ্গীতমহল৷ মাত্র ৫৩ বছর বয়সে তাঁর মৃত্যু হয়৷ কলকাতায় অনুষ্ঠান করতে এসেছিলেন তিনি৷ নজরুল মঞ্চে অনুষ্ঠান হয়৷ পুরো অনুষ্ঠান করেন তিনি৷ তারপর এই মর্মান্তিক পরিণতি৷ মৃত্যুর কোলে ঢলে পড়লেন জনপ্রিয় গায়ক কেকে৷ মাত্র ৫৩ বছর বয়স হয়েছিল তাঁর৷ যদিও তাঁর মৃত্যুতে উঠছে নানা প্রশ্ন৷ ময়নাতদন্তের জন্য তাঁর দেহ সিএমআরআই হাসপাতালের মর্গ থেকে এসএসকেএম হাসপাতালে নিয়ে যাওয়া হয়৷ ৷ বুধবার সকালেই কলকাতায় পৌঁছন প্রয়াত সঙ্গীত শিল্পী কেকে-র স্ত্রী জ্যোতি, পুত্র নকুল, কন্যা এবং পরিবারের সদস্যরা৷ পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেই ময়নাতদন্তের জন্য দেহ নিয়ে যাওয়া হয়৷
কেকে সমসাময়িক শান, মোহিত চৌহান৷ এদের মধ্যে বন্ধুত্ব ছিল অটুট৷ একই পেশায় তাঁরা, তবে কোন পেশাগত প্রতিযোগীতাকে দূরে সরিয়ে এঁরা সকলে ছিলেন বন্ধু৷ একসঙ্গে বহু মঞ্চে শো করেছেন৷ বিদেশে ট্যুরও করেছে একসঙ্গে৷ তেমনই একটি শোয়ের আগের ছবি পোস্ট করেছেন মোহিত৷ লিখেছেন যে গতবার আমাদের শোয়ের ঘোষণার আগে একসঙ্গে ছিলাম আমরা৷ কীভাবে তুমি ছেড়ে চলে গেলে? খুবই আহত৷ আমার খুব বন্ধু, ভাই চলে গেল৷ তোমার আত্মার শান্তি কামনা করি৷ লাভ ইউ৷
advertisement
advertisement
প্রয়াত গায়কের মৃত্যুতে ইতিমধ্যেই একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করেছে কলকাতা পুলিশ৷ ময়নাতদন্তের পরই কেকে-র মৃত্যুর কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে৷ ময়নাতদন্ত শেষ করে দ্রুত দেহ পরিবারের হাতে তুলে দেওয়ার চেষ্টা চলছে৷ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, প্রয়াত শিল্পীকে গান স্যালুটে শেষ শ্রদ্ধা জানাবে রাজ্য সরকার৷
KK... not fair man. Not your time to go. This was the last time we were together to announce a tour together. How can you just go??? In shock. In grief. A ear dear friend, a brother is gone. RIP KK. Love you. pic.twitter.com/lCdwIRf3W6
— Mohit Chauhan (@_MohitChauhan) May 31, 2022
advertisement
কেকে-এর পুরো নাম কৃষ্ণকুমার কুন্নত। ১৯৬৮ সালের ২৩ অগস্ট জন্ম হয় কেকে-এর। তিনি একাধারে হিন্দি, তামিল, তেলুগু, কন্নড়, মালয়ালাম, মারাঠি, বাংলা, অসমীয়া, গুজরাতি ভাষায় গান গেয়েছেন। তাঁর প্রজন্মের অন্যতম সেরা শিল্পী হিসাবে পরিগণিত হতেন তিনি। সেই কেকে মঙ্গলবার অনুষ্ঠান করছিলেন কলকাতার মঞ্চে। জানা গিয়েছে নজরুল মঞ্চে অনুষ্ঠানের মধ্যেই অসুস্থ বোধ করছিলেন তিনি। KK-র প্রয়াণে নিউ মার্কেট থানায় অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু হয়েছে ৷ হাসপাতালে নিয়ে যাওয়ার আগেই মৃত্যু হয় কেকে-র ৷ সম্ভবত হোটেল রুমে পড়ে যান তিনি ৷ কারণ ডান দিকের ভ্রু, ঠোঁটে আঘাতের চিহ্ন রয়েছে কেকে-র ৷
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
June 01, 2022 1:17 PM IST