Sidharth Shukla | Shehnaaz Gill: সিদ্ধার্থের মা ও শেহনাজ এখন কেমন আছেন! জানালের দেবলীনা ভট্টাচার্য
- Published by:Swaralipi Dasgupta
- news18 bangla
Last Updated:
Sidharth Shukla | Shehnaaz Gill: অভিনেতা সিদ্ধার্থ শুক্লার মৃত্যু এখনও মেনে নিতে পারছেন না তাঁর পরিবার পরিজন। অভিনেতার মৃত্যুর পর থেকে ভেঙে পড়েছেন তাঁর বান্ধবী তথা অভিনেত্রী শেহনাজ গিল।
#মুম্বই: অভিনেতা সিদ্ধার্থ শুক্লার (Sidharth Shukla) মৃত্যু এখনও মেনে নিতে পারছেন না তাঁর পরিবার পরিজন। অভিনেতার মৃত্যুর পর থেকে ভেঙে পড়েছেন তাঁর বান্ধবী তথা অভিনেত্রী শেহনাজ গিল। অভিনেত্রী কি কঠিন সময়ের মধ্যে দিয়ে যাচ্ছে তা কল্পনা করতেও ভয় পাচ্ছেন তাঁর অনুরাগীরা। 'বিগ বস' এর পর থেকে সিদ্ধার্থের সবচেয়ে ঘনিষ্ঠ ও কাছের মানুষ ছিলেন শেহনাজ (Shehnaaz Gill)। সিদ্ধার্থের শেষকৃত্যের দিনও সংবাদমাধ্যমের সামনেই ভেঙে পড়েছিলেন তিনি। সেখানে উপস্থিত ছিলেন আর এক অভিনেত্রী দেবলীনা ভট্টাচার্য (Devoleena Bhattacharjee)।
সম্প্রতি এক সংবাদমাধ্যমকে দেবলীনা জানান, সিদ্ধার্থের মৃত্যুর খবর পেয়ে কতটা আঘাত পেয়েছেন শেহনাজ (Shehnaaz Gill)। অভিনেত্রী জানিয়েছেন, শেহনাজ নাকি এই ঘটনার পর নিজের উপর থেকে বিশ্বাস হারিয়ে ফেলেছেন। তবে তিনি বিশ্বাস করেন, জীবন খুব ছোট। তাই কারও উপর রাগ ক্ষোভ এগুলো পুষে রাখার কোনও মানে নেই। সিদ্ধার্থের মৃত্যুর পর শেহনাজ আরও পরিণত হয়েছেন বলে দাবি দেবলীনার। সিদ্ধার্থের মৃত্যুর পর ব্রহ্মকুমারী প্রার্থনার সময় থেকে জীবনের মানে বদলে গিয়েছে শেহনাজের।
advertisement
advertisement
সিদ্ধার্থের (Sidharth Shukla) মৃত্যুর পর বড় আঘাত পেয়েছেন অভিনেত্রী। কিন্তু এই প্রার্থনা শুনে নিজের মধ্যে শক্তি পেয়েছেন তিনি। দেবলীনা বলছেন, "বলা হয়, মৃত্যুর পরে শুধু শরীরটা আমাদের ছেড়ে চলে যায়। থেকে যায় তাঁর আত্মা। সেই আত্মা যদি শান্তিতে মুক্তি পায় তাহলে সে আবার জন্ম নিতে পারে। আবার পৃথিবীতে ফিরে আসতে পারে। তাই আমি সিদ্ধার্থের আত্মার জন্য সব সময় প্রার্থনা করি। আমি চাই ও যেন ভালো ভাবে ফিরে আসতে পারে। সিদ্ধার্থের মাকে সমবেদনা জানাই।"
advertisement
দেবলীনা জানিয়েছেন, "সিদ্ধার্থের মায়ের মনের জোর বেশি। কিন্তু শেহনাজ ভেঙে পড়েছেন। এই আঘাত থেকে বেরিয়ে আসতে তাঁর সময় লাগবে। সিদ্ধার্থের স্বপ্নগুলো আশা করি শেহনাজ পূরণ করবে। ওর প্রতি আমার অনেক ভালোবাসা রয়েছে। আমি জানি স্বাভাবিক হতে ওর সময় লাগবে। শুধু চাইব, ও সিদ্ধার্থের সব স্বপ্ন পূরণ করুক। প্রথম দিন আমি কথা বলতে গিয়েছিলাম। কিন্তু সেটা ঠিক সময় ছিল না। খুব কঠিন সময়ে এটা শেহনাজ এর জন্য। কেউ কথা বললেও এই যন্ত্রণা মিটবে না।"
advertisement
প্রসঙ্গত, বিগ বস ১৩-য় সিদ্ধার্থ ও শেহনাজ গিলের রসায়ন পছন্দ ছিল দর্শকদের। বিগ বস (Bigg Boss 13) থেকে বেরিয়েও দুজনের সম্পর্ক ভালো ছিল এবং একসঙ্গে বেশ কিছু কাজও করেছেন তাঁরা। সম্প্রতি টেলিভিশনে শেহনাজের সঙ্গেই শেষবার দেখা গিয়েছে সিদ্ধার্থকে। রিয়্যালিটি শো ডান্স দিওয়ানে ৩, সানডে কা ভার এবং বিগ বস ওটিটি-তে একসঙ্গে হাজির হয়েছিলেন সিদ্ধার্থ ও শেহনাজ। সেখানেও দুজনের রসায়নে মুগ্ধ ছিলেন দর্শকরা। সিদ্ধার্থ ও শেহনাজের লাভ স্টোরি নিয়েও একটি ছবি তৈরি হয়েছিল। 'সিলসিলা সিদনাজ কা' নামে সেই ছবি ভুট-এ মুক্তি পায়। ছবিটি মুক্তি পাওয়ার পরেই তাঁরা বিগ বস ওটিটি তে গিয়েছিলেন প্রচার করতে।
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
September 29, 2021 12:41 AM IST