সইফ-কন্যা সারার সঙ্গে ফ্লার্ট করেছিলেন ইউটিউবার দানিশ, হল ভয়ানক মৃত্যু ! সামনে এল মারাত্মক ভিডিও
Last Updated:
#মুম্বই: বিখ্যাত ইউটিউবার দানিশ জিহান ৷ গোটা দেশের টিনএজ গ্রুপের মেয়েরা যাঁর জন্য পাগল ছিলেন ৷ গাড়ি দুর্ঘটনায় ২১ বছর বয়সী দানিশের মৃত্যু ঘটেছে ৷ এই খবরে দানিশের ভক্তদের পাশাপাশি শোক প্রকাশ করেছেন সেলেবরাও ৷
এক বিয়ে বাড়ির অনুষ্ঠান থেকে ফিরছিলেন দানিশ ৷ আর মাঝপথেই তাঁর গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে একটি ডাম্পারে ধাক্কা মারে ৷ মুহূর্তেই গাড়ি দুমড়ে-মুচড়ে যায় এবং সেখানেই দানিশ শেষ নিঃশ্বাস ত্যাগ করে, বাকি তিনজনের অবস্থা আশঙ্কাজনক।
advertisement
advertisement
দানিশ তাঁর হেয়ার স্টাইল এর জন্য বেশি ইউটিউবে ফেমাস করেছিলেন নিজেকে এবং ইনস্টাগ্রামেও তাঁর ফ্যান ফলোয়িংয়ের সংখ্যা প্রচুর ছিল। কিছুদিন আগে এম টিভি শো ‘এস অফ স্পেশ’-এও তাঁকে দেখা যায় ৷ আর সেখানে একটি ভিডিওতে সইফ আলি খানের মেয়ে সারা আলি খান এসেছিলেন সেই শোয়ে ৷ আর সেখানেই সারার সঙ্গে ফ্লার্ট করতে দেখা গিয়েছিল দানিশকে ৷
advertisement
advertisement
আর দানিশের মৃত্যুর খবর পেয়ে নিজের ইনস্টাগ্রাম প্রোফাইলে দানিশের একটি ভিডিও শেয়ার করলেন সারা ৷ এর পাশাপাশি একটি সিসিটিভি ফুটেজ সামনে এসেছে ৷ যেখানে দেখা গিয়েছে ঠিক কীভাবে দানিশের গাড়িটি রাস্তার উপর দাঁড়িয়ে থাক একটি ডাম্পারে সজোরে ধাক্কা মারল ৷ দেখুন সেই ভিডিও-
WATCH the SHOCKING video of YouTuber Danish Zehen's brutal car accident in which the lifestyle blogger passed away. @pinkvillatelly . . . #danishzehen #caraccident #youtuber #blogger #aceofspace #realityshow #video #sad #pinkvillatelly A post shared by Pinkvilla Telly (@pinkvillatelly) onView this post on Instagram
advertisement
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
December 22, 2018 2:25 PM IST