Shilpa Shetty Raj Kundra: ভেঙে পড়লেন ৬২ দিন পর 'মুক্ত' স্বামী রাজ কুন্দ্রা, কী 'বার্তা' দিলেন শিল্পা শেট্টি?
- Published by:Sanjukta Sarkar
- news18 bangla
Last Updated:
Shilpa Shetty Raj Kundra: গত ১৯ জুলাই রাজ কুন্দ্রাকে (Raj Kundra) পর্নোগ্রাফি মামলায় গ্রেফতার করেছিল মুম্বই পুলিশের ক্রাইম ব্রাঞ্চ ৷
#মুম্বই : পর্ন ফিল্ম কাণ্ডে সোমবারই জামিন পেয়েছেন শিল্পা শেট্টির স্বামী রাজ কুন্দ্রা (Raj Kundra Case)। টানা দু'মাস পর জামিনে মুক্তি পেয়েছেন স্বামী রাজ কুন্দ্রা (Raj Kundra)৷ জেল থেকে বেরিয়ে সংবাদ মাধ্যমের সামনে এদিন দৃশ্যতই ভেঙে পড়েন রাজ কুন্দ্রা।
advertisement
advertisement
সপ্তাহের শুরুতে সোমবারেই ৫০,০০০ টাকার বন্ডে পর্ন মামলায় অভিযুক্ত ব্যবসায়ী রাজ কুন্দ্রার জামিন মঞ্জুর করে মুম্বইয়ের আদালত (Mumbai court)৷ এরপরই ইনস্টাগ্রাম স্টোরিতে (Shilpa Shetty Raj Kundra) নিজের প্রতিক্রিয়া জানান বলিউড অভিনেত্রী শিল্পা শেট্টি ৷ তিনি একটি নির্দিষ্ট কোটেশন শেয়ার করেন আর সেখানেই লেখা ছিল, "রামধনুর অস্তিত্বই প্রমাণ করে যে, খারাপ ঝড়ের পর ভাল ঘটনাও ঘটে৷"
advertisement
তাঁর বার্তায় শিল্পা বলতে চেয়েছেন, খুব খারাপ একটা ঝড়ের পর রামধনুর মতোই তিনি দেখছেন রাজের মুক্তিকে। শিল্পা শেট্টির (Shilpa Shetty) মতে এমন ঘটনাই আবারও প্রমাণ করে ভয়ংকর ঝড়ের পর ভাল কিছুও ঘটে ৷
(1/2)
There are always going to be moments that push you to the ground. In times like these, I truly believe that if you fall seven times, make yourself strong enough to be able to stand back up eight times. . .#ShilpaKaMantra #SwasthRahoMastRaho #happiness #mentalhealth pic.twitter.com/hoL8jQzYpK — SHILPA SHETTY KUNDRA (@TheShilpaShetty) September 21, 2021
advertisement
গত ১৯ জুলাই রাজ কুন্দ্রাকে পর্নোগ্রাফি মামলায় গ্রেফতার করেছিল মুম্বই পুলিশের ক্রাইম ব্রাঞ্চ ৷ গ্রেফতার করা হয়েছিল আরও ১১ জনকে৷ এর পর বারবার জামিনের আর্জি জানালেও রাজ কুন্দ্রার জামিন মঞ্জুর করেনি আদালত৷
গত ১৬ সেপ্টেম্বর পর্নোগ্রাফি মামলায় ব্যবসায়ী রাজ কুন্দ্রার বিরুদ্ধে চার্জশিট দাখিল করে মুম্বই ক্রাইম ব্রাঞ্চের প্রপার্টি সেল৷ ১৪০০ পাতার সাপ্লিমেন্টারি চার্জশিটে রাজের স্ত্রী তথা বলিউডের অভিনেত্রী শিল্পা শেট্টি (Shilpa Shetty Raj Kundra)-সহ ৪৩ জন সাক্ষীর বয়ানের উল্লেখ ছিল৷
advertisement
গত শনিবার ফের জামিনের আর্জি জানান রাজ কুন্দ্রা ৷ তাঁকে বলির পাঁঠা বানানো হয়েছে বলে অভিযোগ করেন তিনি ৷ পর্ন কনটেন্ট তৈরির ক্ষেত্রে তাঁর সক্রিয় যোগ রয়েছে এমন কোনও তথ্য-প্রমাণ পুলিশ চার্জশিটে দেখাতে পারেনি বলে দাবি করেন কুন্দ্রা ৷
advertisement
তাঁর আইনজীবী প্রশান্ত পাতিল আদালতে বলেন, "ডিজিটাল প্ল্যাটফর্মে কী ধরনের কনটেন্ট আপলোড করা হবে, সেই সিদ্ধান্ত কুন্দ্রা বা রিয়ান নিতেন না ৷ চার্জশিটে এমন একটিও প্রমাণ নেই যেখানে দেখা যাচ্ছে যে কুন্দ্রা কনটেন্ট আপলোড করেছেন ৷"
যদিও সরকার পক্ষের আইনজীবী রাজ কুন্দ্রার জামিনের তীব্র বিরোধিতা করেন ৷ তিনি জামিন পেয়ে গেলে তথ্য লোপাটের চেষ্টা করবেন বলে আশঙ্কা প্রকাশ করেন তিনি ৷ তবে সেই আর্জিতে সায় না-দিয়ে তাঁর জামিনের আবেদন মঞ্জুর করে আদালত ৷ রাজ কুন্দ্রার পাশাপাশি তাঁর সহকর্মী রিয়ান থর্পকেও জামিন দিয়েছে আদালত৷
advertisement
এদিকে রাজ্ কুন্দ্রার জামিনের ২৪ ঘণ্টা কাটতে না কাটতেই রাজের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ এনেছে মুম্বই পুলিশ। ক্রাইম ব্রাঞ্চের দাবি, রাজ কুন্দ্রার কাছ থেকে একশোটিরও বেশি পর্ন ভিডিও পাওয়া গিয়েছে। আর তা প্রায় ৯ কোটি টাকার বিনিমিয়ে বিক্রি করার পরিকল্পনা ছিল শিল্পা শেট্টির স্বামীর।
সম্প্রতি গণেশ পুজোয় শিল্পাকে দেখা গিয়েছিল সোশ্যাল মিডিয়ায় তাঁর সন্তানদের সঙ্গে। শুধু তাই নয় জম্মু ও কাশ্মীরের কাটরাতে বৈষ্ণো দেবীর মন্দিরে পরিবারের কল্যানে পুজোও দিতে গিয়েছিলেন শিল্পা ৷ ঘোড়ায় চেপে তাঁর মন্দিরে যাওয়ার ছবি ভাইরাল হয়েছিল সোশ্যাল মিডিয়ায়৷ অন্যান্য ভক্তদের সঙ্গে কথাও বলেন 'ধড়কন' নায়িকা ৷
রাজের গ্রেফতারির ধাক্কায় কিছুদিনের বিরতি নেওয়ার পর ফের কাজে ফিরেছেন শিল্পা শেট্টি ৷ ডান্স রিয়েলিটি শো সুপার ডান্সার 4-এ গীতা কাপুর ও অনুরাগ বসুর সঙ্গে বিচারকের আসনে বসছেন তিনি ৷ আর বড় পর্দায় দীর্ঘ বিরতি কাটিয়ে সম্প্রতি প্রিয়দর্শনের মুভি হাঙ্গামা 2-তে অভিনয় করেছেন তিনি ৷
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
September 21, 2021 3:47 PM IST