Viral Video|| স্ত্রীর সাজে মুগ্ধ, মীরার প্রতি প্রেম উজাড় করে দিলেন শাহিদ কাপুর, ভাইরাল ভিডিও

Last Updated:

মীরার প্রশংসায় পঞ্চমুখ শাহিদ কাপুর। তিনি একটি ভালোবাসার নোট লিখেছেন স্ত্রীর জন্য।

#মুম্বই: শাহিদ (Shahid Kapoor) পত্নি মীরা রাজপুত (Mira Rajput) বলিউডে কোনও সিনেমা করেননি অথচ তার অনুরাগীর সংখ্যা কম নয়। কারণ, তিনি সোশ্যাল মিডিয়ায় ভীষণ অ্যাক্টিভ। নিয়ম করে নানা ধরনের Instagram পোস্ট তিনি করতে থাকেন। যেগুলি নিয়ে নেট নাগরিকরা হামেশাই চর্চা করেন। সম্প্রতি, মীরা একটি ভিডিও ভাগ করে নিয়েছেন সেখানে তাঁকে নিখুঁত সাজ পোশাকে দেখা গিয়েছে।
ভিডিওটিতে দেখা গিয়েছে মীরা একজোড়া সুন্দর জুতো পরেছেন। তার সঙ্গে সুন্দর একটি শালোয়ার ও তার সঙ্গে ফ্লোরাল প্রিন্টের একটি ওড়না নিয়েছেন। ভিডিওর ব্যকগ্রাউন্ডে শোনা গিয়েছে শাহিদ কাপুরের ‘কবির সিং’ (Kabir Singh) ছবির ‘তুঝে কিতনা চাহানে লাগে’ (Tujhe Kitna Chahne Lage) গানটি। ভিডিওটি শেয়ার হতেই মীরার অনুরাগীরা লাইক, কমেন্টের বন্যা বইয়ে দিয়েছে। মীরার প্রশংসায় পঞ্চমুখ শাহিদ কাপুর। তিনি একটি ভালোবাসার নোট লিখেছেন স্ত্রীর জন্য। তাতে লিখেছেন, “এই গানটা আমার তরফ থেকে তোমার জন্য। তুমি অসাধারণ মানুষ যার ভেতর এবং বাইরেটা একই রকম”। শাহিদও সোশ্যাল মিডিয়ায় ভীষণ অ্যাক্টিভ। তিনি এখন নতুন ছবির শুটিং নিয়ে ব্যস্ত। সোশ্যালে পোস্ট না করলেও নিয়ম করে সার্ফিং করেন। স্ত্রীর পোস্টে মন্তব্য করেন। সম্প্রতি মীরার জন্য করা তাঁর মন্তব্য নেট নাগরিকরা পছন্দ করেছে। কারণ, মীরাকে তিনি কতটা ভালোবাসেন তা বোঝা গিয়েছে।
advertisement
advertisement
advertisement
শাহিদ এবং মীরা ২০১৫ সালে বিয়ে করেছিলেন। কিছুদিন আগেই তাঁদের বিয়ের ৬ বছরের বিবাহবার্ষিকী পালন করেছেন। একটি Instagram পোস্টে সবুজের মাঝে দুইজনকে জড়িয়ে ধরে থাকতে দেখা গিয়েছে এবং শাহিদ কাপুর সেই ছবিতে চুম্বন করছেন মীরা রাজপুতকে। মীরা ওই পোস্টের ক্যাপশনে লিখেছেন, “আমি তোমাকে এতটা ভালবাসি যে শব্দ দিয়ে বোঝানো যাবে না। শুভ বিবাহের ৬ বছর, আমার জীবনের ভালোবাসা”।
advertisement
কিছুদিনের অপেক্ষা, মুক্তি পাবে শাহিদ অভিনীত ছবি জার্সি (Jersey)। এটি একটি তেলুগু ছবির রিমেক। এই ছবির শুটিং নিয়েই তিনি একটু ব্যস্ত। এই ছবিতে শাহিদকে ক্রিকেটারের ভূমিকায় দেখবে দর্শক। এছাড়াও অভিনেতার হাতে রয়েছে Amazon Prime Video-র একটি সিরিজে। যেখানে অ্যাকশন প্যাকড অবতারে দেখা যাবে তাঁকে।
বাংলা খবর/ খবর/বিনোদন/
Viral Video|| স্ত্রীর সাজে মুগ্ধ, মীরার প্রতি প্রেম উজাড় করে দিলেন শাহিদ কাপুর, ভাইরাল ভিডিও
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement