Shahid Kapoor Twitter Session: মাদকাসক্ত কবীর সিং নাকি জব উই মেটের আদিত্য? শাহিদ বাছলেন...
- Published by:Raima Chakraborty
- news18 bangla
Last Updated:
সম্প্রতি ট্যুইটারে ভক্তদের সঙ্গে প্রশ্নোত্তর পর্বে বসেছিলেন শাহিদ (Shahid Kapoor Twitter Session)। (Shahid Kapoor)
#মুম্বই: শাহিদ কাপুরের (Shahid Kapoor) কেরিয়ায়ে দু'টি ছবিই অন্যতম সেরা। একটি তাঁর শুরুর দিকের ছবি 'জব উই মেট' (Jab We Met), আরেকটি কিছুদিন আগে মুক্তিপ্রাপ্ত 'কবীর সিং' (Kabir Singh)। দুই ছবিতেই নিজের অভিনয় দক্ষতা দেখিয়ে দর্শকের মন জয় করেছেন শাহিদ কাপুর (Shahid Kapoor)। সম্প্রতি ট্যুইটারে ভক্তদের সঙ্গে প্রশ্নোত্তর পর্বে বসেছিলেন শাহিদ (Shahid Kapoor Twitter Session)। আর সেখানেই ভক্তদের তরফ থেকে শাহিদকে প্রশ্ন করা হয়, জব উই মেটের আদিত্য নাকি কবীর সিং, কে বেশি প্রিয় তাঁর কাছে? সেখানে শাহিদের উত্তর শুনে ট্যুইটারে ভক্তরা দু'ভাগে বিভক্ত হয়ে গিয়েছেন।
শাহিদ ভক্তের প্রশ্নের উত্তরে জবাব দিয়েছেন, 'কবীর'। কিন্তু নেটিজেন শাহিদের এই উত্তরে খুব একটা খুশি হননি। অনেকেরই মতে, মাদকাসক্ত কবীর সিং কী ভাবে এমন চার্মিং, হ্যান্ডসাম আদিত্যর থেকে বেশি প্রিয় হতে পারে? কেউ লিখেছেন, প্লিজ বলুন আপনি মজা করছেন। কারও আবার রাগ, কেন আদিত্যকে ছাপিয়ে কবীর সিংকে বেছে নিলেন শাহিদ? এক ভক্ত আবার শাহিদকে প্রশ্ন করেছেন, স্যার, আপনার কবীর সিং ছবি দেখে আমি মদ খাওয়া শিখে গেছি, এবার বলুন এটা ছাড়ব কী ভাবে? যদিও এর পর আর কোনও প্রশ্নেরই উত্তর দেননি শাহিদ।
advertisement
Kabir. https://t.co/vC9PJL39ls
— Shahid Kapoor (@shahidkapoor) September 27, 2021
advertisement
দক্ষিণী সুপারহিট ছবি 'অর্জুন রেড্ডি'-র হিন্দি রিমেক হয়েছিল কবীর সিং। শাহিদের সঙ্গে এই ছবিতে ছিলেন কিয়ারা আডবানী। মাদকাসক্ত ও প্রেমে পাগল এক ডাক্তারের জীবনের গল্প দেখানো হয়েছিল এই ছবিতে। অন্যদিকে, জব উই মেট-এ করিনা কাপুরের সঙ্গে অভিনয় করেছিলেন শাহিদ কাপুর। এই ছবি দুই অভিেনতারই জীবনের অন্যতম সেরা ছবি। গীতের অনুপ্রেরণায় নতুন করে জীবনের মানে খুঁেজ পাওয়া শিল্পপতি আদিত্যর চরিত্রকে দারুণ পছন্দ করেছিলেন দর্শক। সেই সময় শাহিদ ও করিনার অফ-স্ক্রিনেও প্রেমের সম্পর্ক শুরু হয়েছিল।
advertisement
Toxic Kabir Over Aditya i am done with this world https://t.co/3l9RxjPbpI
— Mimi Sarkar (@MimiSayani) September 27, 2021
chose gaslighting, abuse, manipulation over JWM which is a masterpiece involving comedy AND romance. Shahid, man.. https://t.co/Ao9IjA41Rr
— Ammz (@ammsosickofyou) September 27, 2021
advertisement
Hated Kabir Singh's character a lot. There's just something special about Aditya from Jab We Met. https://t.co/ddF1JPzdSj
— Kaho na pyar hai - nahi kehna bhak! (@DracoReh) September 27, 2021
I will retweet my own Kabir Singh slander instead of Shahid's comment cause main apni favorite hoon. 💅 https://t.co/1Vzv8kbg6L
— Pri_C. (@ShhMainHoon) September 27, 2021
advertisement
যদিও শাহিদের নিজস্ব মত, তাঁর বেশি প্রিয় কবীর সিং। তবে ফ্যানেরা যে শাহিদের উত্তরে খুশি হননি, তা বোঝাই যাচ্ছে বিভিন্ন ট্যুইট দেখে।
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
September 28, 2021 12:35 PM IST