হোম /খবর /বিনোদন /
মাদকাসক্ত কবীর সিং নাকি জব উই মেটের আদিত্য? শাহিদ বাছলেন...

Shahid Kapoor Twitter Session: মাদকাসক্ত কবীর সিং নাকি জব উই মেটের আদিত্য? শাহিদ বাছলেন...

মাদকাসক্ত কবীর সিং নাকি জব উই মেটের আদিত্য? শাহিদ বাছলেন...

মাদকাসক্ত কবীর সিং নাকি জব উই মেটের আদিত্য? শাহিদ বাছলেন...

সম্প্রতি ট্যুইটারে ভক্তদের সঙ্গে প্রশ্নোত্তর পর্বে বসেছিলেন শাহিদ (Shahid Kapoor Twitter Session)। (Shahid Kapoor)

  • Last Updated :
  • Share this:

#মুম্বই: শাহিদ কাপুরের (Shahid Kapoor) কেরিয়ায়ে দু'টি ছবিই অন্যতম সেরা। একটি তাঁর শুরুর দিকের ছবি 'জব উই মেট' (Jab We Met), আরেকটি কিছুদিন আগে মুক্তিপ্রাপ্ত 'কবীর সিং' (Kabir Singh)। দুই ছবিতেই নিজের অভিনয় দক্ষতা দেখিয়ে দর্শকের মন জয় করেছেন শাহিদ কাপুর (Shahid Kapoor)। সম্প্রতি ট্যুইটারে ভক্তদের সঙ্গে প্রশ্নোত্তর পর্বে বসেছিলেন শাহিদ (Shahid Kapoor Twitter Session)। আর সেখানেই ভক্তদের তরফ থেকে শাহিদকে প্রশ্ন করা হয়, জব উই মেটের আদিত্য নাকি কবীর সিং, কে বেশি প্রিয় তাঁর কাছে? সেখানে শাহিদের উত্তর শুনে ট্যুইটারে ভক্তরা দু'ভাগে বিভক্ত হয়ে গিয়েছেন।

শাহিদ ভক্তের প্রশ্নের উত্তরে জবাব দিয়েছেন, 'কবীর'। কিন্তু নেটিজেন শাহিদের এই উত্তরে খুব একটা খুশি হননি। অনেকেরই মতে, মাদকাসক্ত কবীর সিং কী ভাবে এমন চার্মিং, হ্যান্ডসাম আদিত্যর থেকে বেশি প্রিয় হতে পারে? কেউ লিখেছেন, প্লিজ বলুন আপনি মজা করছেন। কারও আবার রাগ, কেন আদিত্যকে ছাপিয়ে কবীর সিংকে বেছে নিলেন শাহিদ? এক ভক্ত আবার শাহিদকে প্রশ্ন করেছেন, স্যার, আপনার কবীর সিং ছবি দেখে আমি মদ খাওয়া শিখে গেছি, এবার বলুন এটা ছাড়ব কী ভাবে? যদিও এর পর আর কোনও প্রশ্নেরই উত্তর দেননি শাহিদ।

দক্ষিণী সুপারহিট ছবি 'অর্জুন রেড্ডি'-র হিন্দি রিমেক হয়েছিল কবীর সিং। শাহিদের সঙ্গে এই ছবিতে ছিলেন কিয়ারা আডবানী। মাদকাসক্ত ও প্রেমে পাগল এক ডাক্তারের জীবনের গল্প দেখানো হয়েছিল এই ছবিতে। অন্যদিকে, জব উই মেট-এ করিনা কাপুরের সঙ্গে অভিনয় করেছিলেন শাহিদ কাপুর। এই ছবি দুই অভিেনতারই জীবনের অন্যতম সেরা ছবি। গীতের অনুপ্রেরণায় নতুন করে জীবনের মানে খুঁেজ পাওয়া শিল্পপতি আদিত্যর চরিত্রকে দারুণ পছন্দ করেছিলেন দর্শক। সেই সময় শাহিদ ও করিনার অফ-স্ক্রিনেও প্রেমের সম্পর্ক শুরু হয়েছিল।

যদিও শাহিদের নিজস্ব মত, তাঁর বেশি প্রিয় কবীর সিং। তবে ফ্যানেরা যে শাহিদের উত্তরে খুশি হননি, তা বোঝাই যাচ্ছে বিভিন্ন ট্যুইট দেখে।

আরও পড়ুন: ৯২-এ পা দিলেন বলিউডের নাইটিঙ্গল লতা মঙ্গেশকর, আজ মুক্তি নতুন গানের!

Published by:Raima Chakraborty
First published:

Tags: Kabir Singh, Kareena Kapoor Khan, Kiara Advani, Shahid Kapoor