শাহরুখ-কাজলের মতোই হিট হতে পারে আব্রাম ও আরাধ্যার জুটি ! কিং খানের সঙ্গে সহমত বিগবিও !
- Published by:Piya Banerjee
- news18 bangla
Last Updated:
যদিও কাজল এই কথা একেবারেই মেনে নেননি। বলেছেন, "আব্রাম অনেকটাই ছোট আরাধ্যার থেকে।"
#মুম্বই: শাহরুখ-কাজল। এই দু'জনের নাম বললেই মনে এক রোমান্টিকতার হাওয়া বয়। বলিউড ছবির সেরা জুটিদের মধ্যে একটি। ১৯৯৩ সালে 'বাজিগড়' ছবিতে প্রথম দেখা গিয়েছিল কাজল-শাহরুখের জুটিকে। এর পর একের পর এক হিট ছবি রয়েছে এই জুটির। বলিউডে এই জুটির জায়গা নেওয়ার মতো আর কোনও জুটি তৈরি হয়নি। 'দিল ওয়ালে দুলহনিয়া লে জায়েঙ্গে', 'কুছ কুছ হোতা হ্যায়'-এর মতো ছবি এখনও মানুষের মনে দাগ কাটে।
এরপর অনেক জুটিই তৈরি হয়েছে। যেমন দীপিকা পাড়ুকোন-রণবীর কাপুর, রণবীর সিং-দীপিকা পাড়ুকোন, আলিয়া ভাট-সিদ্ধার্থ মালহোত্রার মতো অনেক জুটিই তৈরি হয়েছে, কিন্তু শাহরুখ কাজলের জায়গা কেউ নিতে পারেনি। তবে শাহরুখ খান বলেছেন, তাঁদের জুটির জায়গা নিতে পারে একমাত্র তাঁর ছেলে আব্রাম ও ঐশ্বর্য রাই বচ্চনের মেয়ে আরাধ্যা বচ্চন। যদিও কাজল এই কথা একেবারেই মেনে নেননি। বলেছেন, "আব্রাম অনেকটাই ছোট আরাধ্যার থেকে।" যদিও শাহরুখ বলেছেন, "ভালবাসার কোনও বয়স হয় না।" অমিতাভ বচ্চন এই কথা শুনে বলেছেন, "মুখে ঘি মধু আর দুধমালাই পড়ুক। আমি চাই ওর ইচ্ছেটা সত্যি হোক।"
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
June 13, 2020 11:40 PM IST