Shah Rukh Khan | Aryan Khan: সামনেই জন্মদিন, জেলে আরিয়ান! বড় সিদ্ধান্ত নিলেন শাহরুখ খান
- Published by:Swaralipi Dasgupta
- news18 bangla
Last Updated:
Shah Rukh Khan | Aryan Khan: আর বেশিদিন দেরি নেই। সামনেই জন্মদিন শাহরুখ খানের। আগামী ২ নভেম্বর ৫৬ বছরে পা রাখছেন কিং খান।
#মুম্বই: আর বেশিদিন দেরি নেই। সামনেই জন্মদিন শাহরুখ খানের (Shah Rukh Khan)। আগামী ২ নভেম্বর ৫৬ বছরে পা রাখছেন কিং খান। তবে এবারের জন্মদিনে কোনও আড়ম্বড় নেই। কারণ ছেলে আরিয়ান খান (Aryan Khan) এই মুহূর্তে মাদককাণ্ডে গ্রেফতার হয়ে মুম্বইয়ের আর্থার রোড জেলে রয়েছেন। ইতিমধ্যেই তিন বার আরিয়ানের জামিনের আবেদন খারিজ হয়ে গিয়েছে। তাই খুব শীঘ্র যে ছেলে জেল থেকে মুক্তি পাবেন, এমনটা মনে করছেন না শাহরুখ ও গৌরী। আর তাই এবারের জন্মদিনে অনাড়ম্বড়েই কাটানোর পরিকল্পনা খান পরিবারের।
প্রতিবছর শাহরুখের জন্মদিনে, তাঁর বাড়ি মন্নতের সামনে ভিড় করেন ভক্তরা। দেশ বিদেশের দূর দূরান্ত থেকে মানুষ এসে জড়ো হন মন্নতের সামনে- যদি এক ঝলক দেখা যায় কিং খানকে। অসংখ্য ভক্তের সমুদ্রের সামনে হাত নেড়ে অভিবাদন জানান শাহরুখ (Shah Rukh Khan)। কিন্তু এবার এসব করার মতো মন নেই অভিনেতার। শাহরুখের এক ঘনিষ্ঠ সূত্র সংবাদমাধ্যমকে জানিয়েছেন, এবার কিং খান সবাইকে অনুরোধ করবেন, যাতে তাঁর জন্মদিনে বাড়ির সামনে অনুরাগীরা জড়ো না হন।
advertisement
শাহরুখের (Shah Rukh Khan) এক পারিবারিক বন্ধুর কথায়, "শুধু শাহরুখের জন্মদিনই নয়। আরিয়ানের জন্মদিনও সামনে ১৩ নভেম্বর। জন্মদিনে আরিয়ান জেলে থাকবে এটা ভেবেই আমাদের প্যানিক অ্যাটাক হচ্ছে।" কিছুদিন আগে গিয়েছে গৌরী খানের (Gauri Khan) জন্মদিন। সেই দিনটাও জেলের মধ্যেই কাটিয়েছেন আরিয়ান (Aryan Khan)। আর তাই গৌরীর জন্মদিনও অনাড়ম্বড়েই কেটেছে। আর তাই আগামীতে শাহরুখের জন্মদিন ও দীপাবলিও এবার মলিন কাটবে খান পরিবারের।
advertisement
advertisement
প্রসঙ্গত, বুধবার ফের জামিনের আবেদন খারিজ হয়ে যায় আরিয়ান খানের (Aryan Khan)। বিষয়টি নিয়ে এই মুহূর্তে বলিউড সরগরম। বেশ কয়েকজন বলিউড তারকা ও রাজনৈতিক ব্যক্তিত্ব আরিয়ানের সমর্থনে মুখ খুলেছেন। আরিয়ানের মৌলিক অধিকার লঙ্ঘণ হচ্ছে। প্রসঙ্গত, আজ বৃহস্পতিবার আরিয়ানের সঙ্গে আর্থার রোড জেলে দেখা করতে যান শাহরুখ খান। আরিয়ানের গ্রেফতারির পরে এই প্রথম জনসমক্ষে এলেন অভিনেতা। আর্থার রোড জেলে এদিন ৩০ মিনিট ছিলেন তিনি। ১০ মিনিট ছেলের সঙ্গে কথা বলার সুযোগ পান।
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
October 21, 2021 3:50 PM IST