Satyameva Jayate 2 Trailer | John Abraham: এক ছবিতে ৩ চরিত্রে জন আব্রাহাম! মুক্তি পেল 'সত্যমেব জয়তে ২'-র টানটান ট্রেলার, দেখুন

Last Updated:

অ্যাকশনে ভরপুর এই ছবিতে তিনটি আলাদা চরিত্রে অভিনয় করতে দেখা যাবে জন আব্রাহামকে (Satyameva Jayate 2 Trailer | John Abraham)।

এক ছবিতে তিন চরিত্রে জন আব্রাহাম! মুক্তি পেল 'সত্যমেব জয়তে ২'-র টানটান ট্রেলার, দেখুন
এক ছবিতে তিন চরিত্রে জন আব্রাহাম! মুক্তি পেল 'সত্যমেব জয়তে ২'-র টানটান ট্রেলার, দেখুন
#মুম্বই: মঙ্গলবার মুক্তি পেল জন আব্রাহামের (John Abraham) বহু প্রতীক্ষিত ছবি 'সত্যমেব জয়তে ২'-এর ট্রেলার (Satyameva Jayate 2 Trailer)। প্রায় সোয়া তিন মিনিটের ট্রেলার জুড়ে দেশপ্রেমের ছবি। অ্যাকশনে ভরপুর এই ছবিতে তিনটি আলাদা চরিত্রে অভিনয় করতে দেখা যাবে জন আব্রাহামকে (Satyameva Jayate 2 Trailer | John Abraham)। সোশ্যাল মিডিয়ায় এই ছবির ট্রেলার পোস্ট হতেই নজর কেড়েছে দর্শকের। ২০১৮ সালে মুক্তি পেয়েছিল এর প্রথম ছবিটি।
জীবনে এই প্রথমবার একই ছবিতে ট্রিপল চরিত্রে অভিনয় করছেন জন। এই তিন চরিত্রই লড়াই করবে দেশের দুর্নীতি, অন্যায় ও মিথ্যাচারের বিরুদ্ধে (Satyameva Jayate 2 Trailer | John Abraham)। ছবিতে জনের চরিত্রের দুই যমজ সন্তানকেও দেখা যাবে শেষে। খালি হাতে নারকেল ফাটানো থেকে হাত দিয়ে গাড়ি থামানোর মতো অ্যাকশনে ভরপুর এই ছবির ট্রেলার (Satyameva Jayate 2 Trailer | John Abraham)।
advertisement
advertisement
একজন রাজনীতিক, একজন পুলিশ অফিসার ও এক কৃষকের ভূমিকায় অভিনয় করতে দেখা যাবে জনকে। দুই ছেলের কাছে বাবা জনকে বলতে শোনা যায়, নিজের মধ্যে লড়াই করলে শত্রুরা জিতে যায়। তার দুই ছেলের নাম সত্যা ও জয়। দুই আলাদা ধারণা নিয়ে বড় হয়ে ওঠে ছেলেরা। ভাইদের মধ্যে সমস্যার মধ্যেই জনকে দেখা যায় দুর্দান্ত তিন দেশপ্রেমী চরিত্রে। জনকে বলতে শোনা যায়, 'আমার ফান্ডা ডান্ডি নয়, আমার ফান্ডা ডান্ডা। গান্ধিজির চিরকাল জয় হোক, কিন্তু ভগত সিং আমার বান্দা।'
advertisement
আরও পড়ুন: জামিন পাবেন শাহরুখ-পুত্র আরিয়ান খান? বম্বে হাইকোর্টে সওয়াল করবেন প্রাক্তন অ্যাটর্নি জেনারেল রোহাতগি!
অনেকদিন পর দেখা যাবে পরিচালক-অভিনেত্রী দিব্যা খোসলা কুমারকে। ছবিতে অনুপ সোনি ও সাহিল বৈদকে গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করতে দেখা যাবে। ছবিটি লিখেছেন ও পরিচালনা করেছেন মিলাপ জাভেরি, প্রযোজক টি-সিরিজ ও ইমে এন্টারটেনমেন্ট। ২৫ নভেম্বর বড় পর্দায় মুক্তি পাবে এই ছবিটি।
বাংলা খবর/ খবর/বিনোদন/
Satyameva Jayate 2 Trailer | John Abraham: এক ছবিতে ৩ চরিত্রে জন আব্রাহাম! মুক্তি পেল 'সত্যমেব জয়তে ২'-র টানটান ট্রেলার, দেখুন
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement