Sara Ali Khan: ‘বিবাহ বিচ্ছেদ সেরা সিদ্ধান্ত ছিল’, ১৭ বছর পর বাবা-মা’র সম্পর্ক নিয়ে মুখ খুললেন সারা

Last Updated:

১৯৯১ সালে বয়সে ১২ বছরের বড় অমৃতা সিং (Amrita Singh)-কে বিয়ে করেছিলেন সইফ (Saif Ali Khan)। এরপর ২০০৪ সালে বিচ্ছেদ হয়ে যায় তাঁদের ।

#মুম্বই: ‘তাঁদের সম্পর্কে অনেকরকম সমস্যা দেখা দিয়েছিল, তাঁরা সুখী ছিলেন না । তাই বিবাহ বিচ্ছেদটাই সেরা সিদ্ধান্ত ছিল’, ১৭ বছর পর বাবা সইফ আলি খান (Saif Ali Khan) ও মা অমৃতা সিংয়ের (Amrita Singh) সম্পর্ক নিয়ে মুখ খুললেন তাঁদের প্রথম সন্তান, নায়িকা সারা আলি খান (Sara Ali Khan) ।
১৯৯১ সালে বয়সে ১২ বছরের বড় অমৃতা সিংকে বিয়ে করেছিলেন সইফ । পরিবারের কারও মত ছিল না এ বিয়েতে । ওই সময়ে এ ধরনের অসম বিয়ে দেশবাসীকে একটা নাড়া দিয়ে গিয়েছিল । সইফের বয়স তখন মাত্র ২১ বছর । আর অমৃতা সে সময় ৩৩-এ পা দিয়েছেন । ১৯৯৫ সালে জন্ম হয় তাঁদের মেয়ে সারার, ২০০১ সালে জন্ম হয় ছেলে ইব্রাহিম আলি খানের (Ibraham Ali Khan) । কিন্তু এরপর থেকেই সইফ-অমৃতার সম্পর্কে ফাটল ধরতে শুরু করে । ২০০৪ সালে তাঁদের বিবাহবিচ্ছেদ হয়ে যায় । ২০১২ সালে করিনার সঙ্গে বিয়ে হয় সইফের । এখনও তাঁরা সুখে সংসার করছেন । সদ্যই তাঁদের দ্বিতীয় পুত্রের জন্ম দিয়েছেন বেবো ।
advertisement
সইফ-অমৃতার বিচ্ছেদের ১৭ বছর কেটে গিয়েছে । এই প্রথমবার বাবা-মায়ের সম্পর্ক নিয়ে মুখ খুললেন সারা । সম্প্রতি ভুট-এর 'অরিজিন্যাল ফিট আপ উইথ দ্য স্টার্স'-এর ৩ নম্বর সিজনে এ সম্বন্ধে মন্তব্য করেন সারা ।
advertisement
বলেন, ‘‘আসলে আমাদের হাতে দু’টো অপশন থাকে । এক হল, অসুখী হয়েও একই সঙ্গে চুপচাপ থাকা । আর দুই হল, সম্পর্ক তিক্ত হয়ে গেলে অন্য বাড়িতে দু’জনে আলাদা থেকে সুখী থাকা । তা হলে একে অপরের প্রতি সম্মান বজায় থাকে । বাবা-মা সম্পর্কে সুখী ছিলেন না । তাই বিবাহবিচ্ছেদটাই সেরা সিদ্ধান্ত ছিল । মা যেমন আমার খুব ভাল বন্ধু, বাবাও তাই । যখন খুশি বাবা’কে ফোন করতে পারি, তাঁর সঙ্গে গিয়ে থাকতে পারি । সময় কাটাতে পারি ।’’
advertisement
প্রসঙ্গত, করিনার সঙ্গে সারা-ইব্রাহিমের সম্পর্কও অনেকটা বন্ধুর মতোই । সইফ-করিনার বিয়েতেও সারা উপস্থিত ছিলেন । তারপর থেকে পতৌদি পরিবারের যে কোনও অনুষ্ঠানে একত্রে দেখা যায় তাঁদের । করিনা-সইফের দুই ছেলে তৈমুর আর জেহ’র সঙ্গেও দারুণ সম্পর্ক সারার ।
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
Sara Ali Khan: ‘বিবাহ বিচ্ছেদ সেরা সিদ্ধান্ত ছিল’, ১৭ বছর পর বাবা-মা’র সম্পর্ক নিয়ে মুখ খুললেন সারা
Next Article
advertisement
আচমকা পদত্যাগ হাওড়া পুরসভার চেয়ারম্যানের! ফিরহাদকে পাঠালেন পদত্যাগপত্র, নেপথ্যে কী কারণ? যা জানালেন সুজয় চক্রবর্তী
আচমকা পদত্যাগ হাওড়া পুরসভার চেয়ারম্যানের! ফিরহাদকে পাঠালেন পদত্যাগপত্র, নেপথ্যে কী কারণ?
  • হাওড়া পুরসভার চেয়ারম্যান পদ থেকে পদত্যাগের জন্য আবেদন জানিয়ে পদত্যাগ পত্র পাঠালেন সুজয় চক্রবর্তী। ২৫ তারিখ পুরসভার চেয়ারম্যান পদ থেকে পদত্যাগের জন্য চেয়ারম্যানের তরফে একটি পদত্যাগ পত্র পাঠানো হয়েছে

VIEW MORE
advertisement
advertisement