২০০ কোটির দরজায় দাঁড়িয়ে ‘সঞ্জু’ !

Last Updated:

ঘোড়া যেন পক্ষীরাজের ৷ থামতেই চায় না ৷ আর থামবেই বা কী করে ? রাজকুমার হিরানি-রণবীর কাপুর-সঞ্জয় দত্ত ৷ এই তিনের জুটি যখন থাকবে, তখন আটকাবে কে ?

#মুম্বই: ঘোড়া যেন পক্ষীরাজের ৷ থামতেই চায় না ৷ আর থামবেই বা কী করে ? রাজকুমার হিরানি-রণবীর কাপুর-সঞ্জয় দত্ত ৷ এই তিনের জুটি যখন থাকবে, তখন আটকাবে কে ?
‘সঞ্জু’ নিয়ে প্রত্যাশার পারদ ছুঁয়েছিল পাহাড় চুড়ো ৷ পূরণও হয়েছে সেই প্রত্যাশা ৷ রণবীরের ফাফাটি অভিনয়, রাজু হিরানির পরিচালনা আর সবশেষে সঞ্জয় দত্তের মতো এই রকম একদিকে বিতর্কিত অন্যদিকে রঙিন চরিত্রের উপস্থিতি ৷ এতে ভর করেই এবার ২০০ কোটির চৌকাঠে পৌঁছে গেল ‘সঞ্জু’ ৷ ৬ দিন পর বক্স অফিস থেকে ১৮৬.৪১ কোটি তুলে নিয়েছে এই বায়োপিক ৷ শুধুমাত্র ষষ্ঠ দিনে এর রোজগাপ ১৮.৯০ কোটি টাকা ৷
advertisement
advertisement
প্রথম দিন থেকেই ছক্কা হাঁকানো শুরু ৷ রেস ৩-কে পিছনে ফেলে এ বছরের সর্বোচ্চ ওপেনিং ছবির মুকুটটা নিজের মাথায় পরে নিয়েছিল আগেই ৷ প্রথম দিনেই ৩৪.৭৫ কোটি এসেছিল পকেটে ৷ বাহুবলী ২(হিন্দি)-র থেকেও যা ছিল বেশি ৷ তিন দিনে বহুবলী ২(হিন্দি)-র কালেকশন ছিল ৪৬.৫০ কোটি ৷ আর সেখানে তৃতীয় দিনে ‘সঞ্জু’-র রোজগার ছিল ৪৬.৭১ কোটি ৷ এ বছরে ‘সঞ্জু’ সাত নম্বর ছবি হিসাবে ১০০ কোটির ক্লাবে জায়গা করেছে ৷ এর আগে ‘পদ্মাবত’, ‘সনু কে টিটু কি স্যুইটি’, ‘রেইড’, ‘বাঘি ২’, ‘রাজি’, ‘রেস ৩’-ও যোগ দিয়েছিল এই ক্লাবে৷
advertisement

বাংলা খবর/ খবর/বিনোদন/
২০০ কোটির দরজায় দাঁড়িয়ে ‘সঞ্জু’ !
Next Article
advertisement
Durga Puja 2025: দুর্গা পুজোর ভিড়ে নজরদারি করতে শিয়ালদহ ডিভিশনে চালু ওয়ার রুম!
দুর্গা পুজোর ভিড়ে নজরদারি করতে শিয়ালদহ ডিভিশনে চালু ওয়ার রুম!
  • দূর্গাপুজো উপলক্ষে যাত্রীদের ব্যাপক ভিড়ের ঠিক আগে যাত্রী সুরক্ষা ও নিরাপত্তা আরও শক্তিশালী করার লক্ষ্যে শিয়ালদহ বিভাগ এই বিশেষ ‘ওয়ার রুম’-এর প্রাথমিক ধাপ সফলভাবে চালু করেছে। এই পদক্ষেপ শিয়ালদহ বিভাগের দৃঢ় প্রতিশ্রুতি প্রকাশ করছে যাতে উৎসবের সময় প্রতিটি যাত্রীর যাত্রা হয় সুরক্ষিত ও নির্বিঘ্ন।

VIEW MORE
advertisement
advertisement