২০০ কোটির দরজায় দাঁড়িয়ে ‘সঞ্জু’ !

Last Updated:

ঘোড়া যেন পক্ষীরাজের ৷ থামতেই চায় না ৷ আর থামবেই বা কী করে ? রাজকুমার হিরানি-রণবীর কাপুর-সঞ্জয় দত্ত ৷ এই তিনের জুটি যখন থাকবে, তখন আটকাবে কে ?

#মুম্বই: ঘোড়া যেন পক্ষীরাজের ৷ থামতেই চায় না ৷ আর থামবেই বা কী করে ? রাজকুমার হিরানি-রণবীর কাপুর-সঞ্জয় দত্ত ৷ এই তিনের জুটি যখন থাকবে, তখন আটকাবে কে ?
‘সঞ্জু’ নিয়ে প্রত্যাশার পারদ ছুঁয়েছিল পাহাড় চুড়ো ৷ পূরণও হয়েছে সেই প্রত্যাশা ৷ রণবীরের ফাফাটি অভিনয়, রাজু হিরানির পরিচালনা আর সবশেষে সঞ্জয় দত্তের মতো এই রকম একদিকে বিতর্কিত অন্যদিকে রঙিন চরিত্রের উপস্থিতি ৷ এতে ভর করেই এবার ২০০ কোটির চৌকাঠে পৌঁছে গেল ‘সঞ্জু’ ৷ ৬ দিন পর বক্স অফিস থেকে ১৮৬.৪১ কোটি তুলে নিয়েছে এই বায়োপিক ৷ শুধুমাত্র ষষ্ঠ দিনে এর রোজগাপ ১৮.৯০ কোটি টাকা ৷
advertisement
advertisement
প্রথম দিন থেকেই ছক্কা হাঁকানো শুরু ৷ রেস ৩-কে পিছনে ফেলে এ বছরের সর্বোচ্চ ওপেনিং ছবির মুকুটটা নিজের মাথায় পরে নিয়েছিল আগেই ৷ প্রথম দিনেই ৩৪.৭৫ কোটি এসেছিল পকেটে ৷ বাহুবলী ২(হিন্দি)-র থেকেও যা ছিল বেশি ৷ তিন দিনে বহুবলী ২(হিন্দি)-র কালেকশন ছিল ৪৬.৫০ কোটি ৷ আর সেখানে তৃতীয় দিনে ‘সঞ্জু’-র রোজগার ছিল ৪৬.৭১ কোটি ৷ এ বছরে ‘সঞ্জু’ সাত নম্বর ছবি হিসাবে ১০০ কোটির ক্লাবে জায়গা করেছে ৷ এর আগে ‘পদ্মাবত’, ‘সনু কে টিটু কি স্যুইটি’, ‘রেইড’, ‘বাঘি ২’, ‘রাজি’, ‘রেস ৩’-ও যোগ দিয়েছিল এই ক্লাবে৷
advertisement

view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
২০০ কোটির দরজায় দাঁড়িয়ে ‘সঞ্জু’ !
Next Article
advertisement
‘লোকের দু’টো বউ থাকতে পারে, আমার বান্ধবী থাকতে পারে না...? অর্পিতাকে নিয়ে এবার মুখ খুললেন পার্থ চট্টোপাধ্যায়
‘লোকের দু’টো বউ থাকতে পারে, আমার বান্ধবী থাকতে পারে না..? অর্পিতা ইস্যুতে মুখ খুললেন পার্থ
  • ‘অর্পিতা আমার বান্ধবী, তাতে অসুবিধার কী আছে...?’

  • অর্পিতা নিয়ে এবার মুখ খুললেন পার্থ চট্টোপাধ্যায়

  • অর্পিতাকে নিয়ে ‘রং চড়িয়ে’ সংবাদ প্রকাশ করা হয়েছে বলে দাবি

VIEW MORE
advertisement
advertisement