corona virus btn
corona virus btn
Loading

আটকে বিদেশে, ভিডিও কলে বাবার শেষযাত্রা দেখতে হল ‘কুছ কুছ হোতা হ্যায়’-এর ‘অঞ্জলি’ সানাকে

আটকে বিদেশে, ভিডিও কলে বাবার শেষযাত্রা দেখতে হল ‘কুছ কুছ হোতা হ্যায়’-এর ‘অঞ্জলি’ সানাকে
  • Share this:

#মুম্বই: দেশের এই কঠিন সময়ে আরও কঠিন ঘটনা ঘটে গেল ‘কুছ কুছ হোতা হ্যায়’-এর সেই ছোট্ট অঞ্জলির জীবনে। শাহরুখে খানের কোলে চড়ে, ফরিদা জালালের সঙ্গে মিষ্টি অভিনয় করে যে শিশু শিল্পী জিতে নিয়েছিল দর্শকদের হৃদয়। এত বছর পরেও সেই ‘অঞ্জলি’ বা সানা সইদের কথা সকলেরই মনে আছে। সম্প্রতি চরম খারাপ সময়ের মধ্যে দিয়ে দিন কাটাচ্ছেন অভিনেত্রী । একটি সাক্ষাৎকারে সানা জানিয়েছেন, তিনি লস অ্যাঞ্জেলসে আছেন এখন । ২২ মার্চ জনতা কার্ফুর দিন মুম্বইয়ে তাঁর বাবা আব্দুল আহাদ সইদ মারা যান । কিন্তু লকডাউনের জেরে ফিরতে পারেননি তিনি । বহুবার অনুরোধ সত্ত্বেও তাঁকে ফেরার অনুমতি দেওয়া হয়নি । বাবাকে শেষবারের জন্যও দেখতে পাননি তিনি । বাবার শেষযাত্রায় উপস্থিত থাকতে পারেননি । বাধ্য হয়েই বাবাকে ভিডিওকলে দেখেছেন তিনি । সানার বাবা ডায়বেটিক রোগী ছিলেন । মাল্টিপল অর্গ্যান ফেলিওর হয়ে মৃত্যু হয় তাঁর। এদিকে মুম্বইয়ে মা আর দিদিরা একা রয়েছেন । চিন্তায় রাতের ঘুম উড়েছে। কিন্তু দেশে ফেরার কোনও নেই তাঁর। মা আর দুই দিদি ছাড়া আরও কারও ফোন ধরেননি তিনি । বারবার ইচ্ছা হয়েছে, তাঁদের পাশে গিয়ে দাঁড়াতে, তাঁদের জড়িয়ে ধরতে। কিন্তু কিছুই করে উঠতে পারেননি তিনি ।

Published by: Simli Raha
First published: April 15, 2020, 6:21 PM IST
পুরো খবর পড়ুন
अगली ख़बर