Salman Khan: ইয়োহানি-সলমন ডুয়েট? বুলেট গতিতে ভাইরাল ভাইজানের ‘Manike Mage Hithe’! দেখুন ভিডিও...

Last Updated:

Salman Khan: ইয়োহানি বলেছিলেন, বলিউডের সিনেমার খুব বড় ফ্যান তিনি। সলমন খান তাঁর বরাবরের পছন্দের হিরো।

গান শিখছেন সলমন খান!
গান শিখছেন সলমন খান!
#মুম্বই : আগেই এই গানে মজেছেন বিগ বি অমিতাভ বচ্চন। এবার শ্রীলঙ্কার ভাইরাল গান ‘মানিকে মাগে হিথে’র ম্যাজিক থেকে নিজেকে দূরে রাখতে পারলেন না সলমন খানও (Salman Khan)। বিগ বসের মঞ্চে দাঁড়িয়ে শ্রীলঙ্কার গায়িকা ইয়োহানিকে পাশে নিয়েই তুমুল ভাইরাল (Viral Video) গান, ‘মানিকে মাগের হিথে’র সঙ্গে গলা মেলালেন বলিউড 'ভাইজান'  (Salman Khan)। শুধু কী আর গাইলেন। শিখেও নিলেন সুর আর শব্দের কারুকাজ চনমনে মেয়ে ইয়োহানির(Yohani De Silva) কাছ থেকে।
শুরু হয়েছে বিগ বস ১৫। আর এই রিয়েলিটি শো-এর শুরুতেই বড় চমক দিলেন সলমন খান (salman khan)। একেবারে শ্রীলঙ্কার ভাইরাল (Viral Video) গায়িকা ইয়োহানি ডি সিলভাকে (Yohani De Silva) নিয়ে এসে হাজির করলেন বিগ বসের সেটে। গায়িকাকে পাশে নিয়ে ভাইরাল গানও শিখে নিলেন সলমন। ইন্টারনেটের দৌলতে মুহূর্তে ভাইরাল সেই ভিডিও (Viral Video)।
advertisement
advertisement
View this post on Instagram

A post shared by ColorsTV (@colorstv)

advertisement
প্রথম দিন থেকেই নজর কেড়ে নিয়েছে বিগবসের নতুন সিজন। তবে শনিবার যে এরকম চমক দেবেন সলমন খান (salman khan), তা আগে থেকে আন্দাজই করা যায়নি। শ্রীলঙ্কা থেকে ভারতে কনসার্ট করতে এসেছিলেন ইয়োহানি (Yohani De Silva)। সেপ্টেম্বর মাসের শেষের দিকে এদেশে দুটি কনসার্ট করেছেন তিনি। সেপ্টৈম্বরের শেষে এবং অক্টোবরের শুরুতে গুরুগ্রাম ও হায়দ্রাবাদে কনসার্ট ছিল ইয়োহানির (Yohani De Silva)। প্রভূত প্রশংসিত হয়েছেন ইয়োহানি।
advertisement
View this post on Instagram

A post shared by Yohani (@yohanimusic)

advertisement
সেখান থেকে তাঁকে পাকড়াও করে বিগ বসের সেটে এনে হাজির করলেন সলমন। প্রতিযোগীদের মনোরঞ্জনের জন‍্য গানও গাইতে দেখা গেল ইয়োহানিকে। পাশাপাশি সলমন (salman khan) আবদার করলেন তাঁকেও গান শেখাতে। এর আগে এক সাক্ষাৎকারে ইয়োহানি বলেছিলেন, বলিউডের সিনেমার খুব বড় ফ্যান তিনি। সলমন খান তাঁর বরাবরের পছন্দের হিরো। সলমনের সঙ্গে ‘মানিকে মাগে হিথে’ গেয়েও দারুণ খুশি শ্রীলঙ্কার ভাইরাল কন্যা।
advertisement
প্রসঙ্গত, সম্প্রতি শ্রীলঙ্কার ভাইরাল কন্যা ইয়োহানি ডি’সিলভা (Yohani dsilva) গেয়ে ফেললেন হিন্দি গান। তাও আবার নতুন বলিউড ছবি ‘সিদ্দত’-এর (Shiddat) টাইটেল ট্র্যাক। নিজের ইনস্টাগ্রাম, ইউটিউবে একেবারে ভিডিও সহকারে সেই গান শেয়ার করলেন ইয়োহনি। যা ইতিমধ্য়েই নেটদুনিয়ায় ভাইরাল। এই ‘সিদ্দত’ ছবি থেকেই বলিউডে পা রাখছেন অভিনেতা ভিকি কৌশলের ভাই সানি কৌশল (Sunny Kaushal)। ছবিতে সানির সঙ্গে জুটি বাঁধছেন ‘ইংলিশ মিডিয়াম’ ছবি-খ্যাত অভিনেত্রী রসিকা মদান। এই ছবিতে রয়েছে ডায়না পেন্টিও। শোনা গিয়েছে, ইয়োহানির এই গানটি ব্যবহার করা হয়েছে ছবির প্রোমোশনে।
বাংলা খবর/ খবর/বিনোদন/
Salman Khan: ইয়োহানি-সলমন ডুয়েট? বুলেট গতিতে ভাইরাল ভাইজানের ‘Manike Mage Hithe’! দেখুন ভিডিও...
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement