নাচ নয়, ফারাহ খানের থেকে অন্যকিছু শিখেছিলেন সলমন ! তাও মাঝরাতে...

Last Updated:

নাচ নয়, ফারহা খানের থেকে অন্যকিছু শিখেছিলেন সলমন ! তাও মাঝরাতে...

#মুম্বই: সলমন খানের রিয়েলিটি শো 'দস কা দম'-এ এসেছিলেন কোরিওগ্রাফার  ফারাহ খান! আর সেখানেই 'ভাইজান'- এর গোপন ঝুলি খুললেন! শেয়ার করলেন এমন সব গল্প, শুনলে হাসতে হাসতে পেটে খিল ধরে যাবে-- কোনও সিনেমার একটা শটে সলমনকে ডিগবাজি খেতে হবে! আমি মাঝারাতে, বিচের মাঝখানে দাঁড়িয়ে ওকে ডিগবাজি খাওয়া শিখিয়েছিলাম। তবে ভাল ছাত্র! এক ঘণ্টায় আয়ত্ত করে নিয়েছিল!
এখানেই শেষ নয়! ফারাহ-র ঝুলিতে ভাইজানের মজার গল্প রয়েছে ভুরি ভুরি ! আজ 'দাবাং'স্টার-এর নাচের দিওয়ানা আট থেকে আষি! কিন্তু একটা সময় ছিল, যখন নিজের নাচ দেখে তিনি নিজেই ভয় পেতেন! ভয় পেয়েছিলেন ফারহাও! জানালেন,
সুরজ বরজাতিয়ার ছবির স্ক্রিন টেস্ট চলছে। সলমনকে ক্যামেরার সামনে নাচতে হবে। আমায় বলল কয়েকটা স্টেপ শিখিয়ে দিতে! আমি দিলাম। কিন্তু স্ক্রিন টেস্ট-এ ও এমন নেচেছিল যে আমি আর হাসি কন্ট্রোল করতে পারি না! এদিকে দেখছি, সবাই আমার দিকে তাকিয়ে রয়েছে! খুব এমব্যারেসিং একটা মুহূর্ত! আমার ওই অবস্থা দেখলে সলমনেরও খারাপ লাগতে পারে! এই ভেবে আমি স্ক্রিন টেস্ট শেষ হওয়ার আগেই পালিয়েছিলাম!
advertisement
advertisement
আরও পড়ুন-দক্ষিণেশ্বরে গেলেন ‘রাসমণি’ দিতিপ্রিয়া, তারপর কী হল ? দেখুন ভিডিও
বাংলা খবর/ খবর/বিনোদন/
নাচ নয়, ফারাহ খানের থেকে অন্যকিছু শিখেছিলেন সলমন ! তাও মাঝরাতে...
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement