দক্ষিণেশ্বরে গেলেন ‘রাসমণি’ দিতিপ্রিয়া, তারপর কী হল ? দেখুন ভিডিও
Last Updated:
#কলকাতা: রানিমা আসবেন দক্ষিণেশ্বরের মা ভবতারিণী মন্দিরে ৷ সেই কারণে সকাল থেকেই শুরু তোড়জোর ৷ সাজসাজ রব দক্ষিণেশ্বর চত্বর জুড়ে ৷ স্বয়ং রানি রাসমণি আসবেন ৷ তাঁকে দেখতে উৎসাহী জনতার ভিড় ৷
তবে এই ‘রানি’বাস্তবের রানি নন ৷ এই ‘রানি’বাংলা ধারাবাহিক ‘করুণাময়ী রানি রাসমণি’র প্রধান চরিত্রের অভিনেত্রী দিতিপ্রিয়া রায় ৷
তবে সে যে ‘রানি’নয়, এ কথা কী বলা যায়? না,মাসের পর মাস তাঁর অভিনীত ধারাবাহিক টিআরপি’র নিরিখে এক নম্বরে থেকে গিয়েছে ৷ সে তো টিভির রানি ৷ মাত্র পনেরো বছর বয়সে সিরিয়াল প্রিয় দর্শকদের মন জয় করে নেওয়া কি চাড্ডিখানি কথা! বাঙালি মনে তিনি জায়গা করে নিয়েছেন অনেকদিন। 'করুণাময়ী রানি রাসমণি' ধারাবাহিকের দৌলতে বাঙালি দর্শকের কাছে অতি পরিচিত নাম । অনেক বাঙালি ঘরের অন্দরমহলেই তিনি 'রানি মা ' বলেই পরিচিত!
advertisement
advertisement
সেই ‘রানি রাসমনি’ দিতিপ্রিয়াই সম্প্রতি হাজির হয়েছিলেন দক্ষিণেশ্বরের মা ভবতারিণী মন্দিরে ৷ সঙ্গে রাজচন্দ্রের বেশে তাঁর সঙ্গে গিয়েছিলেন গাজি আব্দুন নূরও ৷ রাজবেশেই দক্ষিণেশ্বরে গিয়েছিলেন দীতিপ্রিয়াও ৷ উল্লেখ্য, 'করুনাময়ী রানি রাসমণি' ধারাবাহিকের একবছর পূর্তি উপলক্ষ্যে সেখানে গিয়েছিলেন দীতিপ্রিয়া।
Location :
First Published :
July 27, 2018 8:49 PM IST