#MeeToo: ‘নগ্ন হয়ে নাচতে বলেছিলেন সাজিদ খান’, এবার মুখ খুললেন রেচেল হোয়াইট

Last Updated:

আবারও সেই অভিযোগের কেন্দ্রে পরিচালক সাজিদ খান ৷ প্রথমে সাংবাদিক করিশ্মা উপাধ্যায়, তারপর নায়িকা শালোনি চোপড়া আর এবার মডেল অভিনেত্রী রেচেল হোয়াইট ৷

#মুম্বই: বাঁধ মানছে না অভিযোগের বন্যা ৷ দীর্ঘদিনের জমিয়ে রাখা কথাগুলো বেরিয়ে আসছে হু হু করে ৷ #MeeToo-র স্রোতে এখন নাস্তানাবুদ বলিউড ৷
আবারও সেই অভিযোগের কেন্দ্রে পরিচালক সাজিদ খান ৷ প্রথমে সাংবাদিক করিশ্মা উপাধ্যায়, তারপর নায়িকা শালোনি চোপড়া আর এবার মডেল অভিনেত্রী রেচেল হোয়াইট ৷ ২০১৪-তে ইমরান হাশমির ‘উঙলি’-তে প্রথম দেখা গিয়েছিল রেচেলকে ৷ এবার ‘হে বেবি’, ‘হাউজফুল’ পরিচালক সাজিদের বিরুদ্ধে #MeeToo লিখলেন সেই রেচেলও ৷ নিজের ট্যুইটার অ্যাকাউন্টে শালোনির অভিযোগকে সমর্থন করে তাঁর পাশে দাঁড়িয়েছেন রেচেল ৷ লিখেছেন, নিজের ভয়ঙ্কর সেই অভিজ্ঞতার কথাও ৷
advertisement
advertisement
advertisement
রেচেল লিকেছেন, ‘‘আমি তোমাকে বিশ্বাস করি শালোনি, কারণ আমিও ‘হমসকলস’-এর সময় সাজিদের সঙ্গে দেখা করতে চেয়েছিলাম ৷ আমার এজেন্সিকে পাঠিয়েছিলাম সাজিদের কাছে ৷ এর ৫ মিনিটের মধ্যে সাজিদ আমাকে নিজের বাড়িতে ডেকে পাঠান ৷ আমি সাজিদের বাড়িতে যেতে প্রস্তুত ছিলাম না ৷ আমাকে রাজি করানোর জন্য সাজিদ বলেন, তাঁর বাড়িতে তাঁর মা সবসময় থাকেন ৷ তাই ভয় পাওয়ার কিছু নেই ৷ এরপর যখন আমি সাজিদের বাড়ি যাই, ওঁর পরিচারিকা আমাকে ওঁর বেডরুমে নিয়ে যায় ৷ ওখানে কেউ ছিল না ৷ সাজিদ ট্রেডমিলে হাঁটছিলেন ৷ আমাকে সেদিকে যেতে বলেন তিনি ৷ সাদা টপ আর ডেনিম পরে থাকা সত্ত্বেও ওঁর দৃষ্টির সামনে নিজেকে নগ্ন মনে হচ্ছিল ৷ এরপরেই আমার স্তন ও শরীর নিয়ে নানা রকম কুরুচিকর কথা বলতে শুরু করেন তিনি ৷ আমাকে নগ্ন হয়ে নাচতেও বলেন ৷ কিন্তু আমি রাজি না হওয়ায় রেগে যান সাজিদ ৷ বলেন, কারও এসব নিয়ে কোনও সমস্যা হওয়ার কথা নয় ৷ কিন্তু আমি এসবের জন্য প্রস্তুত ছিলাম না ৷ সেই কথা ওঁকে স্পষ্ট জানিয়ে দিয়ে বাড়ি থেকে বেরিয়ে আসি ৷’’
advertisement
advertisement
advertisement
advertisement
বাংলা খবর/ খবর/বিনোদন/
#MeeToo: ‘নগ্ন হয়ে নাচতে বলেছিলেন সাজিদ খান’, এবার মুখ খুললেন রেচেল হোয়াইট
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement