#MeeToo: ‘তুমি কী হস্তমৈথুন করো?’, প্রশ্ন করেছিলেন সাজিদ খান

Last Updated:

একের পর এক অভিযোগ বিদ্ধ করছে বহুদিনের পরিচিত, স্বনামধন্য, জনপ্রিয় মুখগুলোকে ৷ সেই অভিযোগ থেকে বাদ গেলেন না পরিচালক সাদিজ খানও ৷

#মুম্বই: আগল যেন খুলে গিয়েছে ৷ বহুদিনের জমে থাকা কষ্টগুলো #MeeToo নামের এক মুক্তির দরজা গলে হু হু করে বেরিয়ে আসছে ৷ আর সেই স্রোতের মুখে হঠাৎই বেসামাল হয়ে পড়েছে বলিউড ৷ একের পর এক অভিযোগ বিদ্ধ করছে বহুদিনের পরিচিত, স্বনামধন্য, জনপ্রিয় মুখগুলোকে ৷ সেই অভিযোগ থেকে বাদ গেলেন না পরিচালক সাদিজ খানও ৷
নানা পাটেকর থেকে বিকাশ বহেল, অলোক নাথ থেকে সুভাষ ঘাই, রজত কাপুর থেকে হৃতিক রোশন...তালিকাটা লম্বা হচ্ছেই ৷ এবার সেই তালিকায় নতুন নাম সাজিদ ৷ অভিযোগকারিনীর নাম শালোনি চোপড়া ৷ বলিউডের এই নায়িকা এক সময় সাজিদের অ্যাসিসটেন্ট হিসেবে কাজ করতেন ৷ এদিন তিনিই একটি বিশাল পোস্ট করেন সোশ্যাল মিডিয়ায় ৷ #MeeToo লেখা সেই পোস্টে সাজিদের বিরুদ্ধে ভয়ঙ্কর অভিযোগ তোলেন তিনি ৷ কীভাবে ওই পরিচালক তাঁকে শারীরিক ও মানসিক নির্যাতন করতেন সে কথাই বিস্তারিত লেখেন ওই নায়িকা ৷
advertisement
advertisement
পোস্টে শালোনি জানান, তাঁকে কুরুচিকর প্রশ্ন করতেন সাজিদ ৷ জিজ্ঞাসা করেছিলেন, ‘তুমি কি হস্তমৈথুন করো?’ ৷ কখনও জিজ্ঞাসা করতেন, ‘তুমি কি কখনও যৌন নির্যাতনের শিকার হয়েছ?’ শুধু তাই নয়, সাজিদ তাঁকে নিয়মিত ভয় দেখাতেন ইন্ডাস্ট্রি থেকে ছুঁড়ে ফেলে দেওয়ার ৷ শালোনি বলেছেন, ‘‘এই পরিস্থিতি থেকে বেরিয়ে আসতে আমার বেশ কয়েক বছর সময় চলে গিয়েছিল ৷ আমি আমার চারপাশের সকলকে ভয় পেতাম ৷ তবে আমি নিশ্চিত, উনি এটা অনেক মেয়ের সঙ্গেই করেছেন ৷ আমি একা নই ৷ আমি শুধু সকলকে বলতে চাই তাঁরা একা নন ৷ সাত বছর আগে ঘটেছিল ঘটনাটা ৷ তবে এটাই সময়, যখন চিৎকার করাটা দরকার ৷’’
বাংলা খবর/ খবর/বিনোদন/
#MeeToo: ‘তুমি কী হস্তমৈথুন করো?’, প্রশ্ন করেছিলেন সাজিদ খান
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement