#MeeToo: ‘তুমি কী হস্তমৈথুন করো?’, প্রশ্ন করেছিলেন সাজিদ খান
Last Updated:
একের পর এক অভিযোগ বিদ্ধ করছে বহুদিনের পরিচিত, স্বনামধন্য, জনপ্রিয় মুখগুলোকে ৷ সেই অভিযোগ থেকে বাদ গেলেন না পরিচালক সাদিজ খানও ৷
#মুম্বই: আগল যেন খুলে গিয়েছে ৷ বহুদিনের জমে থাকা কষ্টগুলো #MeeToo নামের এক মুক্তির দরজা গলে হু হু করে বেরিয়ে আসছে ৷ আর সেই স্রোতের মুখে হঠাৎই বেসামাল হয়ে পড়েছে বলিউড ৷ একের পর এক অভিযোগ বিদ্ধ করছে বহুদিনের পরিচিত, স্বনামধন্য, জনপ্রিয় মুখগুলোকে ৷ সেই অভিযোগ থেকে বাদ গেলেন না পরিচালক সাদিজ খানও ৷
নানা পাটেকর থেকে বিকাশ বহেল, অলোক নাথ থেকে সুভাষ ঘাই, রজত কাপুর থেকে হৃতিক রোশন...তালিকাটা লম্বা হচ্ছেই ৷ এবার সেই তালিকায় নতুন নাম সাজিদ ৷ অভিযোগকারিনীর নাম শালোনি চোপড়া ৷ বলিউডের এই নায়িকা এক সময় সাজিদের অ্যাসিসটেন্ট হিসেবে কাজ করতেন ৷ এদিন তিনিই একটি বিশাল পোস্ট করেন সোশ্যাল মিডিয়ায় ৷ #MeeToo লেখা সেই পোস্টে সাজিদের বিরুদ্ধে ভয়ঙ্কর অভিযোগ তোলেন তিনি ৷ কীভাবে ওই পরিচালক তাঁকে শারীরিক ও মানসিক নির্যাতন করতেন সে কথাই বিস্তারিত লেখেন ওই নায়িকা ৷
advertisement
advertisement
পোস্টে শালোনি জানান, তাঁকে কুরুচিকর প্রশ্ন করতেন সাজিদ ৷ জিজ্ঞাসা করেছিলেন, ‘তুমি কি হস্তমৈথুন করো?’ ৷ কখনও জিজ্ঞাসা করতেন, ‘তুমি কি কখনও যৌন নির্যাতনের শিকার হয়েছ?’ শুধু তাই নয়, সাজিদ তাঁকে নিয়মিত ভয় দেখাতেন ইন্ডাস্ট্রি থেকে ছুঁড়ে ফেলে দেওয়ার ৷ শালোনি বলেছেন, ‘‘এই পরিস্থিতি থেকে বেরিয়ে আসতে আমার বেশ কয়েক বছর সময় চলে গিয়েছিল ৷ আমি আমার চারপাশের সকলকে ভয় পেতাম ৷ তবে আমি নিশ্চিত, উনি এটা অনেক মেয়ের সঙ্গেই করেছেন ৷ আমি একা নই ৷ আমি শুধু সকলকে বলতে চাই তাঁরা একা নন ৷ সাত বছর আগে ঘটেছিল ঘটনাটা ৷ তবে এটাই সময়, যখন চিৎকার করাটা দরকার ৷’’
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
October 12, 2018 9:15 AM IST