Saif-Kareena: পুরনো বাড়ি তিন বছরের জন্য ভাড়া দিলেন সইফিনা! ভাড়া শুনলে আঁতকে উঠবেন

Last Updated:

সইফিনা (Saifina) ঠিক করেছেন তাঁদের পুরনো বাড়িটি (Saif Ali Khan and Kareena Kapoor Old Home) ভাড়া দিয়ে দেবেন ।

#মুম্বই: সদ্যই দ্বিতীয় ছেলের মা হয়েছেন বলি-নায়িকা করিনা কাপুর খান (Kareena Kapoor Khan) । ৫০ বছরের সইফ আলি খান (Saif Ali Khan) আর ৪০ বছরের করিনা জন্ম দিয়েছেন পতৌদি পরিবারের সর্বকনিষ্ঠ সদস্য জেহ ওরফে জাহাঙ্গীরের (Jehangir Ali Khan ) । তাঁদের প্রথম সন্তান তৈমুর আলি খানের (Taimur Ali Khan) বয়স এখন চার বছর । খুদে তৈমুর সকলের নয়নের মণি । জন্মের পর থেকেই সে তারকা । জনপ্রিয়তায় তামাম বলি-স্টারদেরও পিছনে ফেলে দেয় সে ।
প্রেগন্যান্ট থাকাকালীন পুরনো পতৌদি হাউজ ছেড়ে নিজের নতুন বিলাসবহুল বাংলোতে শিফ্ট করেছিলেন সইফিনা । সে সময় নতুন বাড়ির গৃহপ্রবেশের ছবিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছিল । এমনকি বাড়ির অন্দরমহলের কয়েক ঝলকও দেখতে পেয়েছিলেন নেটিজেনরা । এখন দুই ছেলেকে নিয়ে সেই বাড়িতেই রয়েছেন নবাব ও বেগমজান । আর সে কারণেই সইফিনা ঠিক করেছেন তাঁদের পুরনো বাড়িটি ভাড়া দিয়ে দেবেন ।
advertisement
মুম্বইয়ের ফর্চুন হাইটসে রয়েছে সেই বাড়িটি । মানি কন্ট্রোলের একটি প্রতিবেদন অনুসারে, সেই বাড়িটিই এ বার ভাড়া দিয়ে দিচ্ছেন সইফু আর বেবো । মাসিক ভাড়া সাড়ে ৩ লাখ টাকা । চুক্তি তিন বছরের । তবে দ্বিতীয় বছর এই ভাড়া বেড়ে হবে মাসিক ৩ লাখ ৬৭ হাজার টাকা ও তৃতীয় বছর হবে ৩ লাখ ৮৭ হাজার টাকা । এমনটাই লেখা রয়েছে ওই চুক্তিতে । ওই ফ্ল্যাটটির বাজার মূল্য বর্তমানে ১২ থেকে ১৪ কোটি টাকা ।
advertisement
advertisement
২০২১-এর ১৩ অগাস্ট এই চুক্তিতে সাক্ষর হয়েছে । এর দু’দিনের মধ্যেই দুই সন্তানকে নিয়ে সইফের জন্মদিন পালন করতে মালদ্বীপে উড়ে গিয়েছেন করিনা । বর্তমানে মুম্বইয়ের বান্দ্রায় আরও বড় একটি বিলাসবহুল অ্যাপার্টমেন্টে থাকছেন সইফ-করিনা ।
বিখ্যাত ডিজাইনার দর্শিনী শাহ এই নতুন বাড়িটি ডিজাইন করেছেন । তিনি জানিয়েছেন, নতুন বাড়িটিকে আগের বাড়ির অতিরিক্ত অংশ বলাই যায় । আগের বাড়ির থেকে এটা একটু বেশি খোলামেলা, অনেকটা বড় । বিশাল ছাদ, লন, স্যুইমিং পুল সবই আছে এখানে । তবে পুরনো বাড়ির আসবাবপত্র, বেশিরভাগ সামগ্রীই রয়েছে অপরিবর্তিত । সইফ-করিনা তাঁদের পুরনো আস্তানার সমস্ত স্মৃতি মুছে ফেলতে চাননি । তবে তৈমুর বড় হচ্ছে বলে তাঁর জন্য আলাদা জায়গার দরকার ছিল । পাশাপাশি নতুন সন্তানের জন্যও অতিরিক্ত ঘরের প্রয়োজন ছিল, সে কারণেই বাড়ি পরিবর্তনের সিদ্ধান্ত নিয়েছিলেন সইফিনা ।
Click here to add News18 as your preferred news source on Google.
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
Saif-Kareena: পুরনো বাড়ি তিন বছরের জন্য ভাড়া দিলেন সইফিনা! ভাড়া শুনলে আঁতকে উঠবেন
Next Article
advertisement
Burdwan News: বর্ধমান মাতালেন ব্যারেটো বাইচুং, ইস্ট মোহনের লড়াইয়ে জিতল কারা?
বর্ধমান মাতালেন ব্যারেটো বাইচুং, ইস্ট মোহনের লড়াইয়ে জিতল কারা?
  • বর্ধমান মাতালেন হোসে রামিরেজ ব্যারেটো এবং বাইচুং ভুটিয়া। তাঁদের নাম এখনও ফুটবল প্রেমীদের মুখে মুখে ফেরে। সেই কিংবদন্তি ফুটবলারদের অতীত দিনের ঝলক আবার দেখা গেল বর্ধমানে। মাঠভর্তি দর্শক উপভোগ করল তাঁদের উদ্যম, উদ্দীপনা।

VIEW MORE
advertisement
advertisement