#মুম্বই: সামনেই বড় পর্দায় মুক্তি রানি মুখোপাধ্যায়, সইফ আলি খান, সিদ্ধান্ত চতুর্বেদী ও শর্বরী ওয়াঘ অভিনীত 'বান্টি অওর বাবলি ২' ছবির। তার প্রচারেই শানদার শুক্রবারের এপিসোডে কওন বনেগা ক্রোড়পতি ১৩-র সেটে গিয়েছিলেন ছবির কলাকুশলীরা (Amitabh Bachchan Rani Mukerji | KBC 13)। সেখানেই রানির একটি কথায় একেবারে ভয় পেয়ে অস্থির হলেন সঞ্চালক অমিতাভ বচ্চন (Amitabh Bachchan Rani Mukerji | KBC 13)। কী এমন কথা বললেন রানি যে অমিতাভের মনে পড়ে গেল নিজের স্ত্রী জয়াকে (Amitabh Bachchan Rani Mukerji | KBC 13)? সংশ্লিষ্ট চ্যানেলের শেয়ার করা একটি ভিডিওতে ধরা পড়েছে গোটা ঘটনা।
শো-তে গিয়ে সিদ্ধান্ত অমিতাভের জন্য একটি র্যাপ করে শোনান। পরে হাম তুম গানে বল ডান্স করেন রানি ও সইফ। এর পর অমিতাভ রানি ও সইফের সঙ্গে একটি খেলা খেলেন, 'কার বেশি রাগ হয়'। সেখানেই রানি নিজের ছবির প্ল্যাকার্ড তুলে ধরেন অমিতাভের সামনে। তার পরেই বলেন, 'প্রতিটা বাঙালির মধ্যে কালী মা লুকিয়ে থাকেন।' অর্থাৎ কালীর চণ্ডী রূপের কথাই ঈঙ্গিতে বোঝাতে চেয়েছেন রানি। অন্যদিকে, অমিতাভের স্ত্রী জয়া ভাদুড়ীও একজন বাঙালি। সইফ আলি খানের মা শর্মিলা ঠাকুরও বাঙালি। রানির মুখে বাঙালিদের নিয়ে এই কথা শুনেই ভয় আর কোনও প্রশ্ন করা হবে না জানিয়ে দেন অমিতাভ। যদিও পুরো বিষয়টাই হয় মজার ছলে।
View this post on Instagram
২০০৫ সালের প্রথম বান্টি অওর বাবলি ছবিতে অমিতাভ নিজেও অভিনয় করেছিলেন। সেখানে পুলিশ কমিশনার দশরথ সিংয়ের চরিত্রে অভিনয় করেছিলেন অমিতাভ। ওই ছবিতে রানির সঙ্গে ছিলেন অভিষেক বচ্চন। বান্টি অওর বাবলি ২' ছবিতে দেখা যাবে সইফ আলি খান ও রানি মুখোপাধ্যায়কে। সেই ছবির প্রচারের কাজে জোরকদমে নেমে পড়েছেন ছবির কলাকুশলীরা।
আরও পড়ুন: 'হাম তুম' ছবিতে রানিকে চুমু খাওয়ার দৃশ্য সিনেমা জগতে সবচেয়ে জঘন্য, বলছেন সইফ!
আরও পড়ুন: টম্যাটোর দাম কত? কপিলের শো-তে রানি মুখোপাধ্যায়ের জবাব শুনে চোখ কপালে ভক্তদের!
রানি জানিয়েছেন, প্রায় ১৭ বছর পর ফের তাঁরা বান্টি অওর বাবলি ২-তে ফের কাজ করছেন একসঙ্গে। ২০০৮ সালে থোড়া পেয়ার থোড়া ম্যাজিক ছবিতে একসঙ্গে রানি ও সইফকে দেখা গিয়েছিল। বান্টি অওর বাবলি প্রথম ছবি মুক্তি পেয়েছিল ২০০৫ সালে। সেখানে রানির সঙ্গে ছিলেন অভিষেক বচ্চন। বান্টি অওর বাবলি ২ ছবিতে দেখা যাবে রানি, সইফের সঙ্গে সিদ্ধান্ত চতুর্বেদী, শর্বরী ওয়াঘ ও পঙ্কজ ত্রিপাঠীকে। ছবিটির পরিচালক বরুণ ভি শর্মা। ১৯ নভেম্বর বড় পর্দায় মুক্তি পাবে ছবিটি।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Amitabh Bachchan, Kaun Banega Crorepati, Rani Mukerji, Saif Ali khan