শহিদ জওয়ানদের জন্য দিলজিৎ দোসাঞ্জ যা করলেন জানলে ভারতীয় হিসেবে গর্ব হবে

দিলজিৎ দোসাঞ্জ। ছবি: ইনস্টাগ্রাম ৷

দিলজিৎ দোসাঞ্জ। ছবি: ইনস্টাগ্রাম ৷

  • Last Updated :
  • Share this:

    #মুম্বই: পুলওয়ামা জঙ্গি হামলায় জওয়ানদের পরিবারের পাশে দাঁড়াচ্ছে বলিউড ৷ এ বার শহিদ জওয়ানদের পরিবারের পাশে দাঁড়ালেন গায়ক ও অভিনেতা দিলজিৎ দোসাঞ্জ। নিহত জওয়ানদের পরিবার পিছু তিন লক্ষ টাকা করে দান করলেন তিনি। ডোনেশন রিসিপ্টের একটি স্ক্রিনশটও তিনি শেয়ার করেন সোশ্যাল মিডিয়ায়।

    দিলজিৎ সোশ্যাল মিডিয়ায় লেখেন, ‘‘সেনারা আমাদের দেশকে ও দেশের নাগরিকদের রক্ষা করে চলেছে। নিজের পরিবারের কাছ থেকে অনেক দূরে তাদের থাকতে হয়। তাঁরা জানেও না পরবর্তী দিনটিতে তাদের জন্য কী অপেক্ষা করছে। তাদের কষ্টটা হয়তো নিতে পারব না। তবে, তাঁদের পরিবারের দিকে সাহায্য়ের হাত বাড়িয়ে দেওয়া যায়। এই কঠিন সময়ে নিহত জওয়ানদের পরিবারের পাশে দাঁড়ানোটা আমাদের কর্তব্য।"

    পেটিএমে-এর মাধ্যমে এই অভিনেতা সিআরপিএফ ওয়াইভস ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের অ্যাকাউন্টে টাকা পাঠিয়ে দিয়েছেন তিনি ৷

    আরও পড়ুন

    আমারটা ছিল শুধুই অভিনয়, কিন্তু বাবলু সাঁতরা বাস্তব, প্রণাম জানালেন পর্দার ‘বাবলু’

    First published:

    Tags: Diljit Dosanjh, PulwanaAttack, PulwanaTerrorAttack