#মুম্বই: পুলওয়ামা জঙ্গি হামলায় জওয়ানদের পরিবারের পাশে দাঁড়াচ্ছে বলিউড ৷ এ বার শহিদ জওয়ানদের পরিবারের পাশে দাঁড়ালেন গায়ক ও অভিনেতা দিলজিৎ দোসাঞ্জ। নিহত জওয়ানদের পরিবার পিছু তিন লক্ষ টাকা করে দান করলেন তিনি। ডোনেশন রিসিপ্টের একটি স্ক্রিনশটও তিনি শেয়ার করেন সোশ্যাল মিডিয়ায়।
দিলজিৎ সোশ্যাল মিডিয়ায় লেখেন, ‘‘সেনারা আমাদের দেশকে ও দেশের নাগরিকদের রক্ষা করে চলেছে। নিজের পরিবারের কাছ থেকে অনেক দূরে তাদের থাকতে হয়। তাঁরা জানেও না পরবর্তী দিনটিতে তাদের জন্য কী অপেক্ষা করছে। তাদের কষ্টটা হয়তো নিতে পারব না। তবে, তাঁদের পরিবারের দিকে সাহায্য়ের হাত বাড়িয়ে দেওয়া যায়। এই কঠিন সময়ে নিহত জওয়ানদের পরিবারের পাশে দাঁড়ানোটা আমাদের কর্তব্য।"
পেটিএমে-এর মাধ্যমে এই অভিনেতা সিআরপিএফ ওয়াইভস ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের অ্যাকাউন্টে টাকা পাঠিয়ে দিয়েছেন তিনি ৷
আরও পড়ুন
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।