Priyanka Chopra: প্রাইভেট বিমানে পা তুলে বসে পড়লেন প্রিয়াঙ্কা! দেশি গার্ল-কে দেখে উচ্ছসিত নেটিজেন

Last Updated:

Priyanka Chopra: সম্প্রতি প্রিয়াঙ্কা তাঁর আসন্ন ওয়েবসিরিজ 'সিটাডেল'-এর জন্য স্পেন রওনা দিয়েছিলেন একটি প্রাইভেট ফ্লাইটে।

'দেখতে বয়স্ক লাগছে', নেটিজেনের মন্তব্যে কষ্ট পেয়েছিলেন! তার পরে প্রিয়াঙ্কা ঘুরে দাঁড়ালেন কীভাবে
'দেখতে বয়স্ক লাগছে', নেটিজেনের মন্তব্যে কষ্ট পেয়েছিলেন! তার পরে প্রিয়াঙ্কা ঘুরে দাঁড়ালেন কীভাবে
#মাদ্রিদ: কাজের জন্য বিশ্বের এ প্রান্ত থেকে ও প্রান্ত ঘুরে বেড়ান অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া (Priyanka Chopra)। বলিউড থেকে হলিউডে বেশ কয়েক বছর আগেই পাড়ি দিয়েছেন দেশি গার্ল। আর তার পর থেকেই কখনও নিউইয়র্ক, কখনও আবার ইংল্যান্ড অথবা স্পেন বিভিন্ন জায়গায়ে শ্যুটিং এর জন্য যেতে হয় তাঁকে। সম্প্রতি প্রিয়াঙ্কা তাঁর আসন্ন ওয়েবসিরিজ 'সিটাডেল'-এর জন্য স্পেন রওনা দিয়েছিলেন একটি প্রাইভেট ফ্লাইটে। সেই ফ্লাইট থেকেই প্রিয়াঙ্কার ছবি সোশ্যালে ভাইরাল।
ছবিতে দেখা যাচ্ছে, প্রাইভেট ফ্লাই‌‌‌টের সিটে প্রিয়াঙ্কা (Priyanka Chopra) পা তুলে বাবু হয়ে বসে আছেন। অভিনেত্রীর পরনে এক‌‌টি সাদা কালো স্ট্রাইপ শার্ট, বেজ রঙের প্যান্ট এবং ব্রাউন জ্যাকেট। পোশাক এমন হলেও প্রিয়াঙ্কা বসেছেন ঠিক যেমন ভাবে ভারতীয়রা বসে আড্ডা দেন। নেটিজেনদের অন্তত তেমনই মত। আর তাই দেশি গার্লের ছবিতে নে‌টিজেন কমেন্ট করেছেন, "আরে ইয়ে তো ইন্ডিয়া ওয়ালে।" আবার কেউ লিখছেন, "প্রিয়াঙ্কার এই বসার ধরন বেশ ভালো লাগল।" আর একজন নেটিজেনের কথায়, "ভারতীয়দের বসার ধরন সবচেয়ে আরামদায়ক। প্রিয়াঙ্কাকে কুর্ণিশ। তিনি এখনও দেশি গার্লই আছেন।'
advertisement
advertisement
প্রিয়াঙ্কার মা মধু চোপড়া (Madhu Chopra) এই ছবিটি তুলে দিয়েছেন। এর আগে সিটাডেল-এ প্রিয়াঙ্কার (Priyanka Chopra) সহ অভিনেতাও প্রাইভেট ফ্লাইট থেকে একটি রিল ভিডিও শেয়ার করেছিলেন। সেখানে প্রিয়াঙ্কার সারমেয় ডায়নাকেও দেখা গিয়েছিল। প্রিয়াঙ্কা সম্প্রতি গিয়েছিলেন প্যারিস এর গ্লোবাল সি‌টিজেন ইভেন্টে।
advertisement
উল্লেখ্য, গত ফেব্রুয়ারি মাসে প্রিয়াঙ্কা চোপড়ার লেখা বই 'আনফিনিশড' প্রকাশিত হয়েছে। এই বইতে নিজের ছোটবেলা, কেরিয়ার, মা-বাবার সঙ্গে তার সম্পর্ক, ভারতে ও আমেরিকায় তার বেড়ে ওঠা, এবং মিস ইন্ডিয়া থেকে এক অভিনেত্রী হয়ে ওঠার যাত্রা কেমন ছিল সে সমস্ত লিখেছেন প্রিয়াঙ্কা। বলিউড থেকে হলিউডে রাস্তাটা কেমন ছিল সেসব নিয়েও কথা বলেছেন অভিনেত্রী। তবে নিজের বইতে অন্য কোনো ব্যক্তির নাম করে কিছু লেখেননি।
advertisement
সেই বই সম্পর্কে প্রিয়াঙ্রা সম্প্রতি বলেছেন, বহু রিভিউ লেখা হয়েছে তাঁর বই সম্পর্কে। বেশ কিছু জায়গায় অপ্রকাশিত নামগুলির সম্পর্কে আগ্রহ দেখানো হয়েছে। তাই অভিনেত্রী বলছেন, "আসলে আমার বই থেকে গসিপ দরকার।" কিন্তু তবুও প্রিয়াঙ্কার বই সারা বিশ্বের বহু জায়গায় এখন বেস্ট সেলার। কোনও রকম বিতর্ক তৈরি না করেও বইটি এভাবে জনপ্রিয় হওয়ায় তিনি কৃতজ্ঞ বলে জানিয়েছেন।
advertisement
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
Priyanka Chopra: প্রাইভেট বিমানে পা তুলে বসে পড়লেন প্রিয়াঙ্কা! দেশি গার্ল-কে দেখে উচ্ছসিত নেটিজেন
Next Article
advertisement
Cyclone Montha Update: শক্তিশালী ঘূর্ণিঝড় ‘মন্থা’-র ল্যান্ডফল কোথায়? এর প্রভাব বাংলায় কী পড়তে পারে, জেনে নিন
শক্তিশালী ঘূর্ণিঝড় ‘মন্থা’-র ল্যান্ডফল কোথায়? এর প্রভাব বাংলায় কী পড়তে পারে, জেনে নিন
  • শক্তিশালী ঘূর্ণিঝড় ‘মন্থা’-র ল্যান্ডফল কোথায়?

  • এই ঘূর্ণিঝড়ের প্রভাব পশ্চিমবঙ্গে কেমন পড়তে পারে?

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
advertisement