Prithviraj Teaser | Akshay Kumar: 'হিন্দুস্তান কা শের' হয়ে পর্দায় পৃথ্বীরাজ অক্ষয় কুমার, অভিষেক মানুষীর! দেখুন টিজার
- Published by:Raima Chakraborty
- news18 bangla
Last Updated:
সোশ্যাল মিডিয়ায় পৃথ্বীরাজ ছবির টিজার শেয়ার করেছেন অক্ষয় কুমার (Prithviraj Teaser | Akshay Kumar)।
#মুম্বই: ঐতিহাসিক কাহিনি নিয়ে পৃথ্বীরাজ চৌহানের ভূমিকায় পর্দায় আসছেন অক্ষয় কুমার (Akshay Kumar)। সম্রাট পৃথ্বীরাজ চৌহানের সাহস ও বীরত্বের গল্প বলতে প্রস্তুত ছবির টিজার (Prithviraj Teaser | Akshay Kumar)। সোমবারই মুক্তি পেয়েছে 'পৃথ্বীরাজ' ছবির টিজার। সোশ্যাল মিডিয়ায় ছবির টিজার শেয়ার করেছেন অক্ষয় (Prithviraj Teaser | Akshay Kumar)। এই ছবিতেই প্রথমবার বলিউডে পা রাখতে চলেছেন বিশ্বসুন্দরী মানুষী চিল্লর (Manushi Chhillar)। ছবির মুখ্য চরিত্রে অভিনয় করছেন অক্ষয় কুমার। মহম্মদ ঘোরির বিরুদ্ধে মহাকাব্যিক যুদ্ধের আভাস দিয়ে শুরু টিজার। (Prithviraj Teaser | Akshay Kumar)
টিজার শেয়ার করে অক্ষয় লিখেছেন, 'ছবির আত্মা ও সম্রাট যোদ্ধা পৃথ্বীরাজ চৌহানের জীবনের সারাংশ তুলে ধরেছে এই টিজার। সাহসিকতার জন্যই যাঁকে চিনত গোটা বিশ্ব। তাঁর বীরত্ব ও জীবনকে শ্রদ্ধার্ঘ্য এই টিজার। তাঁর সম্পর্কে যত পড়েছি তত জানতে পেরেছি নিজের দেশের জন্য কী ভাবে তিনি নিজের প্রতিটা নিঃশ্বাস বেঁচেছিলেন।' টিজারে দেখা গিয়েছে, যুদ্ধক্ষেত্রে যোদ্ধার বেশে সৈন্যদের সঙ্গে দাঁড়িয়ে রয়েছেন অক্ষয় কুমার (Akshay Kumar)। সঙ্গে দেখা গেছে সঞ্জয় দত্তকে। এরপরই টিজােরর ঝলকে বধূবেশে দেখা যায় মানুষী চিল্লরকে (Manushi Chhillar)। যিনি ছবিতে সংযোগিতার চরিত্রে অভিনয় করেছেন। এই ছবি দিয়েই বলিউডে ডেবিউ করছেন মানুষী (Manushi Chhillar)। টিজারে সোনু সুদকেও দেখা গিয়েছে।
advertisement
advertisement
টিজার নিয়ে অক্ষয়ের বক্তব্য, 'তিনি একজন কিংবদন্তি যোদ্ধা। তিনি সবচেয়ে সাহসী যোদ্ধাদের অন্যতম এবং তিনি আমাদের দেশের সবচেয়ে ন্যায় পরায়ণ রাজাদেরও অন্যতম। আমরা আশা করি যে বিশ্বব্যাপী ভারতীয়রা এই পরাক্রমশালী সাহসী হৃদয়ের প্রতি আমাদের স্যালুট পছন্দ করবে। আমরা তাঁর জীবন কাহিনিকে যথাসম্ভব সত্যতা বজায় রেখে উপস্থাপনা করার চেষ্টা করেছি। ছবিটি তাঁর অতুলনীয় সাহসিকতার প্রতি শ্রদ্ধাজ্ঞাপন।'
advertisement
আরও পড়ুন: গোপন সেলিব্রেশন, বিয়ের তৃতীয় জন্মদিনে কোথায় 'উড়ে' গেলেন দীপিকা-রণবীর? দেখুন
যশ রাজের প্রযোজনায়, ছবির পরিচালক ড. চন্দ্রপ্রকাশ দ্বিবেদী। ছবিটি বড় পর্দায় মুক্তি পাচ্ছে ২০২২ সালের ২১ জানুয়ারি। কিছুদিন আগেই বড় পর্দায় মুক্তি পেয়েছে অক্ষয়ের সূর্যবংশী। এবার তাঁর পৃথ্বীরাজের পালা।
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
November 15, 2021 3:36 PM IST