#মুম্বই: তিনি ‘থালাইভি’ ৷ তিনি তামিলনাড়ুর প্রাক্তন মুখ্যমন্ত্রী জয়ললিতা, আর আম জনতার দরবারে তিনি আম্মা ৷ এবার সেই আম্মাকেই দেখা গেল নতুন লুকে ৷তবে রিয়েল লাইফে নয়, কথা হচ্ছে রিল লাইফ নিয়ে ৷ তামিলনাড়ুর প্রাক্তন মুখ্যমন্ত্রী, প্রয়াত অভিনেত্রী জয়ললিতার বায়োপিকে নাম ভূমিকায় অভিনয় করতে চলেছেন কঙ্গনা। তামিলে এই ছবির নাম ‘থালাইভি’। হিন্দিতে ‘জয়া’। পরিচালক এ এল বিজয়। ছবির চিত্রনাট্যকার ‘বাহুবলী’, ‘মণিকর্ণিকা’ খ্যাত কে ভি বিজয়েন্দ্র প্রসাদ।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।