দেখে নিন, সেফ-করিনা পুত্র তৈমুরের কোন ছবি এখন ইন্টারনেট কাঁপিয়ে বেড়াচ্ছে

Last Updated:

দেখে নিন, সেফ-করিনা পুত্র তৈমুরের কোন ছবি এখন ইন্টারনেট কাঁপিয়ে বেড়াচ্ছে

#মুম্বই: পাপারাৎজিদের প্রিয় টপিক--সেফ-করিনা পুত্র তৈমুর! মায়ের সঙ্গে শপিং-এ যান, কী বাবার কোলে চড়ে 'অমৃতা আন্টি' (অমৃতা অরোরা)-র বাড়ির ছাদে রোদ পোহান... তাঁর প্রতিটা মুহূর্ত ক্যামেরাবন্দি হয়! বিষয়টা বেশ এনজয়ও করেন তিনি! এককথায়, বলিটাউনের নামযাদা খান-কাপুরদের বলে বলে গোল দেন এই ক্ষুদে সেলেব্রিটি!
সোশ্যাল মিডিয়াতেও তৈমুরকে নিয়ে উত্তেজনা তুঙ্গে! এখন তিনি স্কুলেও যাচ্ছেন! স্কুলের বন্ধু-বান্ধব ও তাদের বাবা-মায়ের সঙ্গে এক ফ্রেমে ধরা দিলেন তিনি। সঙ্গে মম-ড্যাড-ও রয়েছেন। তিনি মম-এর কোলে, পাশে নীল ট্র্যাক প্যান্ট আর সাদ টি-তে 'কুল অ্যান্ড ক্যাজুয়াল' অবতারে ড্যাড! আর তিনি? তাঁর অ্যাটিটিউড-ই আলাদা! পিংক শার্ট-এ ছোটে নবাবই মধ্যমণি! ইনস্টাগ্রামে করিনা ছবিটা পোস্ট করতেই, মুহূর্তে ভাইরাল!
advertisement
Instagram/ Kareena Kapoor Instagram/ Kareena Kapoor
advertisement
বাংলা খবর/ খবর/বিনোদন/
দেখে নিন, সেফ-করিনা পুত্র তৈমুরের কোন ছবি এখন ইন্টারনেট কাঁপিয়ে বেড়াচ্ছে
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement