Kareena Kapoor Khan: ৪ মাস আগে মা হয়েছেন, যোগ দিবসে বিকিনিতে ছবি পোস্ট করলেন করিনা!

Last Updated:

এখনও ঝরেনি বেবি ফ্যাট । করিনা কাপুর খান (Kareena Kapoor Khan) নিজের হট অবতারের ছবি পোস্ট করলেন আন্তর্জাতিক যোগ দিবস (International Yoga Day 2021) উপলক্ষে ।

#মুম্বই: আজকাল Instagram-এ ভীষণ অ্যাক্টিভ বেবো ওরফে করিনা কাপুর খান (Kareena Kapoor Khan)। সদ্যই মা হয়েছেন করিনা । ৪০ বছর বয়সে দ্বিতীয় পুত্রসন্তানের জন্ম দিয়েছেন তিনি । তবে সদ্যোজাত সন্তানকে এখনও প্রকাশ্যে আনেনি পতৌদি পরিবার । এমনকি তার নামও জানা যায়নি । তবে দু-একবার খুদের মুখ ঢেকে তার ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছিলেন করিনা ।
এখন তিনি অবশ্য বাড়িতে সারাদিন ব্যস্ত ছোট্ট অতিথিকে নিয়ে । পাশাপাশি চুটিয়ে পরিবারের সকলের সঙ্গে কোয়ালিটি টাইমও কাটাচ্ছেন বেগমজান । আর চলছে দ্রুত শেপে ফেরার চেষ্টা । কারণ লকডাউন এখন অনেকটাই আলগা হয়েছে । সিনেমা-ওয়েব সিরিজের শ্যুটিংশুরু করারওঅনুমতি মিলেছে কোভিড বিধি মেনে । তাই দ্রুত ক্যামেরার সামনে ফিরতে হলে বেবি ফ্যাট ঝরিয়ে ফেলতে হবে বেবোকে । সেই চেষ্টাতেই এখন রত নায়িকা ।
advertisement
advertisement
কিছুদিন আগেই একটি মিরর সেলফি পোস্ট করেছিলেন করিনা । সেখানে আবছা হলেও দেখা গিয়েছিল ইতিমধ্যেই অনেকটা মেদ ঝরিয়ে ফেলেছেন দুই সন্তানের জননী । আর এ বার তিনি নিজের হট অবতারের ছবি পোস্ট করলেন আন্তর্জাতিক যোগ দিবস (International Yoga Day 2021) উপলক্ষে । আজ যোগ দিবসে, ফিটনেস ফ্রিক বলিউড সুন্দরী নিজের ইনস্টা স্টোরিতে একটি ছবি পোস্ট করেন । সেখানে দেখা যায়, সমুদ্রের তীরে লাল-সাদা বিকিনিতে করিনা যোগব্যায়াম করছেন । ছবির ক্যাপশনে নায়িকা লিখেছেন, ‘ফ্রি ইওর মাউন্ড’ । অর্থাৎ ‘নিজের মন’কে উন্মুক্ত করুন’ । যদিও ছবিটি পুরনো ।
advertisement
advertisement
২০২০ সালে ‘আংরেজি মিডিয়াম’ ছবিতে শেষ দেখা গিয়েছিল করিনা কাপুরকে । প্রয়াত অভিনেতা ইরফানের সঙ্গে এই ছবিতে অভিনয় করেছিলেন তিনি । এরপর আমীর খানের সঙ্গে ‘লাল সিং চাড্ডা’ ছবিতে দেখা যাবে করিনা । এই ছবির কাজ শেষ হলেও লকডাউনের জন্য মুক্তি পায়নি । ১৯৯৪ সালের ‘ফরেস্ট গাম্প’ ছবির রিমেক এটি ।
বাংলা খবর/ খবর/বিনোদন/
Kareena Kapoor Khan: ৪ মাস আগে মা হয়েছেন, যোগ দিবসে বিকিনিতে ছবি পোস্ট করলেন করিনা!
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement