আজ ইদে কিং খানের 'মন্নত' ফিকে! কিন্তু কেন? জানতে পড়ুন
Last Updated:
আদ ইদে কিং খানের 'মন্নত' ফিকে! কিন্তু কেন? জানতে পড়ুন
#মুম্বই: প্রত্যেক বছর রুটিন মেনে ইদের দিনে শাহরুখ খানের 'মন্নত'-এর বাইরে সকাল থেকেই উপচে পড়ে ভক্তদের ভিড়! স্বপ্নের স্টারকে একটিবারের জন্য 'ইদ মুবারক' জানাতে বাদ যান না সাত থেকে সত্তর! বাংলোর বারান্দা থেকে বাদশাও সবার উদ্দেশ্যে হাত নাড়ান, শুভেচ্ছা জানান! সঙ্গে থাকেন ছোট ছেলে আব্রাম।
'মান্নত'-এ ইদের জমজমাট, এলাহি জশন দেখলে চোখ কপালে ওঠে! উপস্থিত থাকে প্রায় গোটা বলিটাউন! এখানেই শেষ নয়, এদিন নিমন্ত্রিত থকেন বলিটাউনেরসাংবাদিকরাও।
কিন্তু এ'বছর এতদিনের চলতে থাকা রীতিতে বাধা পড়ল। কিন্তু কেন?
advertisement
বিস্বস্ত সূত্রের খবর, আগামী ছবি 'জিরো'-র শ্যুটিংয়ে এই মুহূর্তে লস অ্যাঞ্জেলসে রয়েছেন কিং খান। কড়া শেডিউল! একদিনের জন্যও মুম্বই ফেরা যাবে না! আর শাহরুখ খানের মতো প্রফেশনাল স্টার খুব কমই আছেন। তঁআর কাছে আগে কাজ, তারপর বাকি সব কিছু! তবে ইদে ভক্তদের কথা ভোলেননি বাদশা! তার তরফ থেকে ফ্যানেদের ইদের উপহার-- 'জিরো'র টিজার!
advertisement
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
June 16, 2018 11:46 AM IST