Sidharth Shukla | Sushant Singh Rajput: 'কুপার হাসপাতালে শুধু খুন হয়', সুশান্তের ঘটনার সঙ্গে সিদ্ধার্থের মৃত্যুর মিল খুঁজে পাচ্ছেন নেটিজেনরা

Last Updated:

Sidharth Shukla | Sushant Singh Rajput: নেটিজেনরা বলছেন, বলিউডে সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর পরে সিদ্ধার্থের মৃত্যুই সবচেয়ে বড় ক্ষতি।

#মুম্বই: কেন সেই কুপার হাসপাতাল? ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা সিদ্ধার্থ শুক্লার আকস্মিক মৃত্যুর পরে এই প্রশ্নটাই তুলছেন তাঁর অনুরাগীরা। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৪০ বছর। হৃদরোগে আক্রান্ত হয়েই মৃত্যু হয়েছে তাঁর। সিদ্ধার্থকে মুম্বইয়ের কুপার হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু শেষরক্ষা হয়নি। আর এখানেই প্রয়াত অভিনেতা সুশান্ত সিং রাজপুতের সঙ্গে সিদ্ধার্থ শুক্লার তুলনা করছেন অনুরাগীরা।
নেটিজেনরা বলছেন, বলিউডে সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর পরে সিদ্ধার্থের মৃত্যুই সবচেয়ে বড় ক্ষতি। আর অনেকেই প্রশ্ন তুলছেন, কেন সিদ্ধার্থকে কুপার হাসপাতালেই নিয়ে যাওয়া হল? সুশান্তকেও মৃত্যুর পরে এই একই হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল। একজন নেটিজেন লিখছেন, "আরও একটা খুন। এটা যদি খুন না হয় তাহলে কুপার হাসপাতালে নিয়ে যাওয়া হল কেন?"
advertisement
advertisement
advertisement
আর একজন লিখছেন, "সিদ্ধার্থকে কেন কুপার হাসপাতালে নিয়ে যাওয়া হল? সুশান্ত সিং রাজপুতের দেহও কুপার হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল। কেন সব রহস্যময় মৃত্যুগুলিই শেষ পর্যন্ত কুপার হাসপাতালে পৌঁছয়। দয়া করে কুপার হাসপাতালের রহস্য ভেদ করুন। এটা হতে পারে না। ভালো অভিনেতাদের খুন করা হচ্ছে।"
advertisement
প্রসঙ্গত, বিগ বস ১৩-য় বিজেতা হয়েছিলেন সিদ্ধার্থ। সেখানে তাঁর ও শেহনাজ গিলের রসায়ন পছন্দ ছিল দর্শকদের। বিগ বস (Bigg Boss 13) থেকে বেরিয়েও দুজনের সম্পর্ক ভালো ছিল এবং একসঙ্গে বেশ কিছু কাজও করেছেন তাঁরা। নেট‌িজেন দুজনকে একসঙ্গে 'সিদনাজ' নামেও ডাকতেন। ‌সম্প্রতি টেলিভিশনে শেহনাজের সঙ্গেই শেষবার দেখা গিয়েছে সিদ্ধার্থকে। রিয়্যালি‌ট‌ি শো ডান্স দিওয়ানে ৩, সানডে কা ভার এবং বিগ বস ওটিটি-তে একসঙ্গে হাজির হয়েছিলেন সিদ্ধার্থ ও শেহনাজ। সেখানেও দুজনের রসায়নে মুগ্ধ ছিলেন দর্শকরা।
advertisement
উল্লেখ্য, ২০০৮ সালে 'বাবুল কা আঙ্গান ছুটে না' ধারাবাহিক দিয়ে অভিনয় জগতে পা দেন সিদ্ধার্থ। এর পরে 'আহাট', 'সিআইডি'র মতো ধারাবাহিকে কাজ করেছেন তিনি। তবে 'বালিকা বধূ' ও 'দিল সে দিল তক' ধারাবাহিকে তিনি সবচেয়ে বেশি পরিচিতি পান। সম্প্রতি বেশ কিছু মিউজিক ভিডিওতেও কাজ করেছেন তিনি।
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
Sidharth Shukla | Sushant Singh Rajput: 'কুপার হাসপাতালে শুধু খুন হয়', সুশান্তের ঘটনার সঙ্গে সিদ্ধার্থের মৃত্যুর মিল খুঁজে পাচ্ছেন নেটিজেনরা
Next Article
advertisement
আচমকা পদত্যাগ হাওড়া পুরসভার চেয়ারম্যানের! ফিরহাদকে পাঠালেন পদত্যাগপত্র, নেপথ্যে কী কারণ? যা জানালেন সুজয় চক্রবর্তী
আচমকা পদত্যাগ হাওড়া পুরসভার চেয়ারম্যানের! ফিরহাদকে পাঠালেন পদত্যাগপত্র, নেপথ্যে কী কারণ?
  • হাওড়া পুরসভার চেয়ারম্যান পদ থেকে পদত্যাগের জন্য আবেদন জানিয়ে পদত্যাগ পত্র পাঠালেন সুজয় চক্রবর্তী। ২৫ তারিখ পুরসভার চেয়ারম্যান পদ থেকে পদত্যাগের জন্য চেয়ারম্যানের তরফে একটি পদত্যাগ পত্র পাঠানো হয়েছে

VIEW MORE
advertisement
advertisement